দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর || ওয়্যারলেস অপারেটর (11-02-2022) || 2022

All

অর্থসহ বাক্য রচনা করুন
1.

ভিজে বিড়াল

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

ভিজে বিড়াল (কপটচারী): সমাজে ভিজে বিড়ালদের চেনা সহজ নয়।

অর্থসহ বাক্য রচনা করুন
2.

ননীর পুতুল

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ননীর পুতুল (শ্রমবিমুখ): ছেলেটি একেবারে ননীর পুতুল, একটু পরিশ্রমেই হাঁপিয়ে ওঠে।

অর্থসহ বাক্য রচনা করুন
3.

ভেক ধরা

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

ভেক ধরা (ভান করা): ভালোভাবে তো পারলে না, এবার ভেক ধরে দেখ কোনো উন্নতি করতে পারো কিনা ।

অর্থসহ বাক্য রচনা করুন
4.

অংকুশ তাড়না

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

অংকুশ তাড়না (অন্তর্গত আঘাত): সব সময়ই বিবেকের অংকুশ তাড়না অনুভব করছি।

অর্থসহ বাক্য রচনা করুন
5.

চক্ষু দান করা

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

চক্ষু দান করা (চুরি করা): কখনো চক্ষু দান করো না ।

ব্যাস বাক্যসহ সমাসের নাম লিখুন:
6.

অজ্ঞান

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

অজ্ঞান = ন (নাই) জ্ঞান যার (নঞ বহুব্রীহি সমাস)। 

ব্যাস বাক্যসহ সমাসের নাম লিখুন:
7.

নীলপদ্ম

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

নীলপদ্ম = নীল যে পদ্ম (সাধারণ কর্মধারয় সমাস)।

ব্যাস বাক্যসহ সমাসের নাম লিখুন:
8.

টক মিষ্টি

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

টক মিষ্টি = টক ও মিষ্টি (দ্বন্দ্ব সমাস)।

ব্যাস বাক্যসহ সমাসের নাম লিখুন:
9.

কবি গুরু

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

কবি গুরু = কবিদের গুরু (ষষ্ঠী বা সম্বন্ধ তৎপুরুষ সমাস)।

ব্যাস বাক্যসহ সমাসের নাম লিখুন:
10.

উপজেলা

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

উপজেলা = জেলার সদৃশ (অব্যয়ীভাব সমাস)।

এক কথায় প্রকাশ করুনঃ
11.

ঐতিহাসিক কালের পূর্ববর্তী

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

ঐতিহাসিক কালের পূর্ববর্তী = প্রাগৈতিহাসিক । 

এক কথায় প্রকাশ করুনঃ
12.

সবার অজ্ঞাতে লুকানো ধন

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

সবার অজ্ঞাতে লুকানো ধন = গুপ্তধন

এক কথায় প্রকাশ করুনঃ
13.

মনুষ্য জাতির কল্যাণ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

মনুষ্য জাতির কল্যাণ = লোকহিত 

এক কথায় প্রকাশ করুনঃ
14.

তীর নিক্ষেপে ওস্তাদ

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

তীর নিক্ষেপে ওস্তাদ = তীরন্দাজ ।

এক কথায় প্রকাশ করুনঃ
15.

কর দিতে হয়না যে জাতির

Created: 4 weeks ago | Updated: 3 weeks ago

কর দিতে হয়না যে জাতির = নিষ্কর।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
16.

গাড়ি স্টেশন ছাড়ল 

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

গাড়ি স্টেশন ছাড়ল অপাদানে শূন্য ।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
17.

হৃদয় আমার নাচেরে আজিকে

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

হৃদয় আমার নাচেরে আজিকে= অধিকরণে ২য়া।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
18.

তিনি ব্যাকরণে পন্ডিত

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

তিনি ব্যাকরণে পন্ডিত = অধিকরণে ৭মী

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
19.

মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন 

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন = করণে তৃতীয়া ।

কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
20.

জিজ্ঞাসিবে জনে জনে 

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

জিজ্ঞাসিবে জনে জনে = কর্মকারকে ৭মী বিভক্তি ।

Related Sub Categories