‘বসেইতো আছ, লেখ তোমার জীবনী কাহিনী' এ কথাটি বঙ্গবন্ধুকে কে বলেছিলেন?
‘বসেইতো আছ, লেখ তোমার জীবনী কাহিনী' এ কথাটি বঙ্গবন্ধুকে শেখ ফজিলাতুনন্নেছা বলেছিলেন ।
১৯৪৮ সালের কত তারিখে বাংলা ভাষা দাবি দিবস হিসেবে পালিত হয়?
১৯৪৮ সালের ১১ মার্চ তারিখে বাংলা ভাষা দাবি দিবস হিসেবে পালিত হয় ।
কারাগারের রোজনামচা ‘আব্বার বাড়ি” বলতে কী বুঝানো হয়েছে?
কারাগারের রোজনামচা ‘আব্বার বাড়ি” বলতে কারাগারকে বুঝানো হয়েছে ।
বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার কে?
বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার শিরীন শারমিন চৌধুরী ।
সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে কি বলে?
সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী?
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ।
google.com এর প্রতিষ্ঠাতা কে?
google.com এর প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ এবং সের্গেই বিন ।
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না তার কারণ মধ্যাকর্ষণ বল ।
তড়িৎশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
তড়িৎশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় লাউড স্পিকারের মাধ্যমে।
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী?
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ ।
রাডারের যে তাড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কী?
রাডারের যে তাড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম মাইক্রোওয়েভ।
NWD এর পূর্ণরূপ কী?
NWD এর পূর্ণরূপ হল National Wide Dialing.
ক্লোরো ক্লোরো কার্বনের সবচেয়ে ক্ষতিকারক দিক কী?
ক্লোরো ক্লোরো কার্বনের সবচেয়ে ক্ষতিকারক দিক হলো বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় ।
উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী কে?
উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী হলেন সত্যজিত রায় ।
White Gold কী?
White Gold হলো চিংড়ি মাছ।