বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট || বৈজ্ঞানিক সহকারী (11-02-2022) || 2022

All

সকল বিষয়

পরিবেশের উপর কীটনাশকের বিরূপ প্রভাব

খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্যই শুধু হুমকি নয় জীববৈচিত্র্য ও পরিবেশের জন্যও হুমকি। দেশের কৃষি উৎপাদন বাড়াতে গিয়ে বিদেশী কোম্পানির হাইব্রিড ও জিএমও বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি ব্যবস্থা এবং কৃষকদের বিদেশী এগ্রো কেমিক্যাল কোম্পানির হাতে জিম্মি করে ফেলা হচ্ছে; অন্যদিকে নিয়ন্ত্রণ ও বাছ-বিচারহীনভাবে রাসায়নিক সার, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, হার্বিসাইড তথা বিষ ব্যবহারের মাধ্যমে মাটি, পানি, বাতাস, পরিবেশ ও জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দেয়া হচ্ছে। সারাবিশ্ব যখন রোগবালাই ও জনস্বাস্থ্যের জন্য নতুন নতুন ঝুঁকি, কৃষিজমির উৎপাদনশীলতা হ্রাস এবং পরিবেশ দূষণের চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বকে আগামী শতকের বাসযোগ্য রাখতে অর্গানিক ফার্মিং, জৈব প্রযুক্তির ব্যবহার ও রাসায়নিক কীটনাশক ব্যবহারের বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা গড়ে উঠেছে, বাংলাদেশে তখন অবাধে ব্যবহৃত হচ্ছে কীটনাশক। পরিবেশগত ও স্বাস্থ্যগত ঝুঁকি ও প্রতিক্রিয়া নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা বা মূল্যায়ন ছাড়াই বর্তমানে বাংলাদেশে ৪ হাজারের বেশি ব্র্যান্ডের নানাজাতের কীটনাশক আমদানি ও ব্যবহার হচ্ছে। প্রকাশিত তথ্য অনুসারে, দেশে প্রায় সাড়ে ৬০০ কীটনাশক ব্র্যান্ডের নিবন্ধন রয়েছে, যেগুলোকে জনস্বাস্থ্য বান্ধব হিসেবে বিবেচনা করা হয়। তবে এসবের কোনোটি পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই আমদানি ও ব্যবহারের অনুমতি দেয়া হচ্ছে। পানি, বায়ু, মাটি দূষণের ফলে দেশের কোটি কোটি মানুষ ইতিমধ্যে খাদ্যচক্রে বিষক্রিয়ার শিকার। কীটনাশক আকারে অপরীক্ষিত উচ্চমাত্রার রাসায়নিক বিষ ফসলি জমিতে ব্যবহারের ফলে অল্পদিনের মধ্যে মাটির উর্বরতা যেমন নষ্ট হচ্ছে, একইভাবে কীটনাশক বৃষ্টির পানির সঙ্গে মিশে নদ-নদী ও জলাশয়ের পানির গুণাগুণ নষ্ট করে দিচ্ছে। এর ফলে ইতিমধ্যেই দেশী প্রজাতির মাছ ও পোকামাকড়ের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও পরিবেশগত প্রভাব ও নিরাপত্তার বিষয়গুলোকে অগ্রাহ্য করে শুধু কীটনাশক প্রস্তুতকারক ও বাজারজাতকারক প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্যাবলীর ওপর নির্ভর করে সরকার কীটনাশক আমদানি, বিপণন ও ব্যবহারের সুযোগ দিচ্ছে যা আমাদের সামগ্রিক জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য ভয়াবহ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। দেশের জীববৈচিত্র্য, কৃষি, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে অনিয়ন্ত্রিতভাবে কীটনাশক আমদানি ও ব্যবহার বন্ধ করতে হবে। বিকল্প হিসেবে পরিবেশ সহনীয় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে তুলতে হবে।

এক কথায় প্রকাশ করুনঃ
2.

যে গাছ একবার ফল দিয়ে মারা যায়

Created: 3 months ago | Updated: 1 day ago

যে গাছ একবার ফল দিয়ে মারা যায় = ওষধি।

এক কথায় প্রকাশ করুনঃ
3.

একই গুরুর শিষ্য যারা

Created: 3 months ago | Updated: 9 hours ago

একই গুরুর শিষ্য যারা = সতীর্থ।

এক কথায় প্রকাশ করুনঃ
4.

নিজকে পন্ডিত মনে করে যে

Created: 3 months ago | Updated: 13 hours ago

নিজকে পন্ডিত মনে করে যে = পন্ডিতস্মন্য ।

এক কথায় প্রকাশ করুনঃ
5.

শোনা মাত্র যিনি মনে রাখতে পরেন

Created: 3 months ago | Updated: 1 day ago

শোনা মাত্র যিনি মনে রাখতে পরেন = শ্রুতিধর।

এক কথায় প্রকাশ করুনঃ
6.

পরের অন্নে জীবন ধারণ করে যে

Created: 3 months ago | Updated: 1 day ago

পরের অন্নে জীবন ধারণ করে যে = পরান্নজীবী

Created: 3 months ago | Updated: 1 day ago

The life of a farmer

A farmer is a person who cultivates land and grows crops. Usually, farmers live in rural life. Farmers usually lead a normal life but they are very important people in our society. He works in the field all day from morning to evening. He wakes up very early in the morning and goes to cultivate the land and cultivates the land with simple hand-made machinery. There are both good and bad times in a farmer's life. A good harvest is a time of great joy and happiness for a farmer. Having a good harvest, he gets a good price. On the other hand, when crop yields are bad due to bad weather, the farmer is upset and has to spend the days hungry. A farmer cannot meet his basic needs even if he works hard. Farmers are not valued in our society but a farmer is an ideal person in our society who works to provide us with food. They play a significant role in keeping the country's economy afloat. Through joint action, everyone can improve our farmers and the agricultural sector. The government also needs to come forward for the betterment of agriculture.

Fill in the blanks with appropriate preposition of the following sentences:
8.

Can I look up a word         your dictionary?

Created: 3 months ago | Updated: 1 day ago

Can I look up a word in your dictionary?  

বাক্যের অর্থঃ তোমার ডিকশনারিতে আমি কি একটি শব্দ খুঁজে দেখতে পারি?

Fill in the blanks with appropriate preposition of the following sentences:
9.

The ticket is valid          seven months.

Created: 3 months ago | Updated: 1 day ago

The ticket is valid for seven months.

বাক্যের অর্থঃ সাত মাসের জন্য এই টিকিট বৈধ।

Fill in the blanks with appropriate preposition of the following sentences:
10.

Only graduates are eligible         this post.

Created: 3 months ago | Updated: 1 day ago

Only graduates are eligible for this post. 

বাক্যের অর্থঃ শুধু স্নাতক ডিগ্রীধারীরাই এই পদের যোগ্য।

Fill in the blanks with appropriate preposition of the following sentences:
11.

Is he competent           the work?

Created: 3 months ago | Updated: 1 day ago

Is he competent for the work? 

বাক্যের অর্থঃ কাজটির জন্য সে কি যোগ্য?

Fill in the blanks with appropriate preposition of the following sentences:
12.

They live          catching fish.

Created: 3 months ago | Updated: 1 day ago

They live on catching fish.  

বাক্যের অর্থঃ তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে।

ধরি, আয়তাকার বাগানের দৈর্ঘ্য ১০ মিটার এবং প্রস্থ ৮ মিটার

∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল =  ×  =  বর্গমিটার।

এখন, ২০% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য = ১০ এর ১২০% = ১২ মিটার 

২০% বৃদ্ধিতে নতুন ক্ষেত্রফল = ৮ এর ১২০% = ৯.৬ মিটার ।

∴ নতুন ক্ষেত্রফল =  × . = . বর্গমিটার ।

∴ ক্ষেত্রফল শতকরা বাড়ে = . -  ×% = %

Created: 3 months ago | Updated: 9 hours ago

‘মাটির ময়না' ছবিটির পরিচালক তারেক মাসুদ । চলচ্চিত্রটি তৈরি করেন ২০০২ সালে ।

Created: 3 months ago | Updated: 9 hours ago

বিশ্বের বৃহত্তম স্বর্ণখনি  দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অবস্থিত ।

Created: 3 months ago | Updated: 1 day ago

আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হলো কাজাখস্তান এবং ক্ষুদ্রতম মুসলিম দেশ হলো মালদ্বীপ। আর জনসংখ্যার দিকে থেকে মুসলিম দেশ হলো ইন্দোনেশিয়া ।

Created: 3 months ago | Updated: 9 hours ago

নারায়ণগঞ্জ কে 'প্রাচ্যের ড্যান্ডি' বলা হতো। 

Created: 3 months ago | Updated: 1 day ago

‘দেবদাস' উপন্যাসটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উপন্যাসটি রচনাটির সাল ১৯১৭।

এক কথায় উত্তর দিন:
19.

UNHCR এর পুর্ণরূপ কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

UNHCR এর পুর্ণরূপ হলো United Nations High Commissioner for Refugees.

এক কথায় উত্তর দিন:
20.

‘অপারেশন সার্চলাইট' কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে তারই নাম দেয় ‘অপারেশন সার্চলাইট'।

Created: 3 months ago | Updated: 1 day ago

প্রাচীন ভারতবর্ষে দাবা খেলার উৎপত্তি হয় । দাবা খেলার পূর্বনাম চতুরঙ্গ।

Created: 3 months ago | Updated: 3 days ago

‘I have a Dream' শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রদান করেন মার্টিন লুথার কিংয়ের। ভাষণটি প্রদান করেন ১৯৬৩ সালে।

Created: 3 months ago | Updated: 1 day ago

বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার হলেন চিত্রশিল্পী কামরুল হাসান। উল্লেখ্য, ‘জাতীয় পতাকা দিবস' পালিত হয়। ২৩ মার্চ। আর ‘জাতীয় পতাকা উত্তোলন দিবস' পালিত হয় ২ মার্চে ।

Related Sub Categories