মাটির ময়না' ছবিটির পরিচালক কে?
‘মাটির ময়না' ছবিটির পরিচালক তারেক মাসুদ । চলচ্চিত্রটি তৈরি করেন ২০০২ সালে ।
বিশ্বের বৃহত্তম স্বর্ণখনি কোন দেশে অবস্থিত?
বিশ্বের বৃহত্তম স্বর্ণখনি দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অবস্থিত ।
আয়তনের দিক থেকে সর্ববৃহৎ মুসলিম দেশ কোনটি?
আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হলো কাজাখস্তান এবং ক্ষুদ্রতম মুসলিম দেশ হলো মালদ্বীপ। আর জনসংখ্যার দিকে থেকে মুসলিম দেশ হলো ইন্দোনেশিয়া ।
কোন স্থানকে 'প্রাচ্যের ড্যান্ডি' বলা হতো?
নারায়ণগঞ্জ কে 'প্রাচ্যের ড্যান্ডি' বলা হতো।
‘দেবদাস' উপন্যাসটির লেখক কে?
‘দেবদাস' উপন্যাসটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উপন্যাসটি রচনাটির সাল ১৯১৭।
UNHCR এর পুর্ণরূপ কী?
UNHCR এর পুর্ণরূপ হলো United Nations High Commissioner for Refugees.
‘অপারেশন সার্চলাইট' কী?
১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে তারই নাম দেয় ‘অপারেশন সার্চলাইট'।
দাবা খেলার উৎপত্তি হয় কোন দেশে?
প্রাচীন ভারতবর্ষে দাবা খেলার উৎপত্তি হয় । দাবা খেলার পূর্বনাম চতুরঙ্গ।
‘I have a Dream' শীর্ষক বিখ্যাত ভাষণটি কে প্রদান করেন?
‘I have a Dream' শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রদান করেন মার্টিন লুথার কিংয়ের। ভাষণটি প্রদান করেন ১৯৬৩ সালে।
বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার হলেন চিত্রশিল্পী কামরুল হাসান। উল্লেখ্য, ‘জাতীয় পতাকা দিবস' পালিত হয়। ২৩ মার্চ। আর ‘জাতীয় পতাকা উত্তোলন দিবস' পালিত হয় ২ মার্চে ।