প্রনয়ন
প্রনয়ন = প্রণয়ন ।
পানিনি
পানিনি = পাণিনি ।
চীকির্ষা
চীকির্ষা = চিকীর্ষা।
সুষ্ঠ
সুষ্ঠ = সুষ্ঠু ।
নিরবিচ্ছিন্ন
নিরবিচ্ছিন্ন = নিরবচ্ছিন্ন।
আন্না
আন্না = আর + না।
নিন্দুক
নিন্দুক = নিন্দা + উক ।
বিচ্ছিন্ন
বিচ্ছিন্ন = বি + ছিন্ন।
রাজ্ঞী
রাজ্ঞী = রাজ্ + নী ।
তদ্রুপ
তদ্রুপ = তদ্ + রূপ ।
বর্তমান বিশ্বের বহুল আলোচিত বিষয়ের মধ্যে চতুর্থ শিল্পবিপ্লব অন্যতম একটি বিষয়। 'চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া।' আজকের যুগের ডিজিটাল বিপ্লব, যাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব শব্দটির উৎপত্তি ২০১১ সালে, জার্মান সরকারের একটি হাই টেক প্রকল্প থেকে। একে সর্বপ্রথম বৃহৎ পরিসরে তুলে নিয়ে আসেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ক্লস শোয়াব ।
বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্পবিপ্লবের ফলে। বর্তমান বিশ্বও টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির ওপর। এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট তিনটি শিল্পবিপ্লব ঘটেছে। এ শিল্পবিপ্লবগুলো বদলে দিয়েছে সারা বিশ্বের গতিপথ, বিশ্ব অর্থনীতির গতিধারা। চতুর্থ শিল্পবিপ্লব মূলত তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লব। এ বিপ্লবের ফলে নানামুখী সম্ভাবনার সৃষ্টি হবে দেশের সামগ্রিক চালচিত্রে। যেমনঃ অটোমেশনের প্রভাবে কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস, উৎপাদন শিল্পে নিয়ন্ত্রণ বৃদ্ধি, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বড় পরিবর্তন, বিশেষায়িত পেশার চাহিদা বৃদ্ধি, সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়ন। এ বিপ্লব অর্জনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস (IoT) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)।
বাংলাদেশ ইতোমধ্যেই তথ্যপ্রযুক্তিতে অনেক ভালো করেছে এবং বর্তমান বিশ্বের আধুনিক সব তথ্যপ্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
আগামীর প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতেও প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি উভয় খাতকেই সমানভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও ই-গভর্নেন্স, সার্ভিস ডেলিভারি, পাবলিক পলিসি অ্যান্ড ইমপ্লিমেনটেশন, তথ্যপ্রযুক্তি, বিকেন্দ্রীকরণ, নগর উন্নয়ন ও পরিকল্পনা এবং এসডিজি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও প্রশাসনিক নীতি কৌশল নিয়ে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ক্লাউড সার্ভার, ইন্টারনেট অব থিংস, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেয়া হবে ।
ডিজিটাল বাংলাদেশকে টেকসই করতে চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং উচ্চতর প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত যেমনঃ ডিজিটাল ডেভেলপমেন্ট, ডিজিটাল টেকনোলজি, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি, ইন্সট্রাকশনাল টেকনোলজি Robotics, IT / ITES, Cloud Computing, VLSI (Very-Large-Scal-Integration), Navigation (Vehicle), Hardware Navigation, Green technology, ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থাপনা, নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট, সাইবার নিরাপত্তা ও ব্যবস্থাপনা, ই-বর্জ্য ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান, গবেষণা ও জ্ঞানের উৎকর্ষ সাধনের ব্যবস্থা করা হবে।
পুরাঘটিত বর্তমান কালের একটি উদাহরণ লিখুন।
ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমনঃ এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ।
অপিনিহিতি কি?
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বা Apenthesis বলে। যেমনঃ আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি > মাইর ইত্যাদি ।
মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? একটি উদাহরণ দিন।
কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়। এরূপ ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি বা Aspirated. যেমনঃ খ, ঘ ইত্যাদি।
দ্বিরুক্তি শব্দ কি? উদাহরণ দিন।
দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। যেমনঃ ‘আমার জ্বর জ্বর লাগছে । অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ ।
বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২টি (ঐ, ঔ)।
কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীল খাতে বিনিয়োগের বিকল্প নেই। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ, প্রবাসীদের বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। দেশে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং জনগণের আয়স্তর বৃদ্ধির জন্য অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ। বিনিয়োগ বৃদ্ধির জন্য জেলা ও এলাকাভিত্তিক সম্ভাব্য বিনিয়োগের খাতসমূহ শনাক্ত করা প্রয়োজন । অঞ্চলভিত্তিক সম্ভাব্য বিনিয়োগের খাতসমূহ সনাক্ত করা বিনিয়োগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ।
= There is no alternative to investing in productive sectors for the economic development of any country. Investment of domestic entrepreneurs, investment of expatriates and foreign investment require for the aggregate development of the country. It is important for the economic development of the country to create employment, eliminate unemployment and increase the income level of the people. Identifying probable district and area based investment sectors is important to increase investment. Identifying potential investment sectors by region is an important step for investment.
Social media has seen a dramatic development in the past decade. Twitter and Facebook have grown a lot quicker and made a base of millions of users. If the technology continued to expand in this manner, then more and more people will be willing to grasp its advantages in later years. However, there is also a downside to technology. Social media impacts the society in the adverse way too. Though social media help you connect easily with the whole world, the increased tendency of comparing with others makes them feel left out or inferior than others. Excessive use of social media makes one socially isolated and lonely than those who are not a frequent user of this technology. It causes them substance use, aggressive behavior and depression. It is also observed that excessive use of social networks cause anxiety, depression, and mental illness in people. It adversely impacted their entire well-being too. Social media allows full liberty to users to speak and write what their heart says. Any negative comment from any user can harm the overall reputation of a business in just a few second. Social networking is an instant and convenient communication channel that only requires a smart phone with a good internet connection. Due to increased communication via social media, there is seen a decline in face to face interaction between people. Such online interaction has lowered the authenticity and quality of relationships between people. When people have all the right to write about any other person, institution, or personality, they can even misuse this right to harm the reputation and image of others. This is seen in the form of cyber bullying. Social media has been seen to make people susceptible to depression and reduced social skills.
Bangladesh and United Arab Emirates have agreed to further strengthen the existing bilateral relationship between the two countries for mutual benefits. Honorable Prime Minister of Bangladesh said," our aim is to connect our factors of production seamlessly for global Markets.
ধরি, উৎপাদন খরচ ১০০ টাকা
২০% লাভে উৎপাদনকারীর বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
আবার, ২০% লাভে পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য = ১২০ + ১২০ এর ২০% = ১৪৪ টাকা
আবার, ২০% লাভে খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য = ১৪৪ + ১৪৪ এর ২০% = ১৭২.৮ টাকা
প্রশ্নমতে, দ্রব্যের মূল্য বা খুচরা বিক্রেতার ১৭২.৮ অংশ = ২১.৬ টাকা
∴ উৎপাদন খরচ বা দ্রব্যের মূল্য ১০০ অংশ = ১২.৫ টাকা
৬% হার সুদে, ১০০ টাকায় এক বছরের সুদ ৬ টাকা
∴ ৯৫০ টাকায় ৮ বছরের সুদ টাকা = ৪৫৬ টাকা
আবার, ৭.৫% হার সুদে,
৭.৫ টাকা সুদ হয় ১ বছরে = ১০০ টাকায়
∴ ৪৫৬ টাকা সুদ হয় ১৯ বছরে = ৩২০ টাকায়
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ
সমাধান করুনঃ
দেওয়া আছে,
প্রাচীনকালে সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো?
প্রাচীনকালে সমতট বলতে কুমিল্লা ও নোয়াখালীকে বোঝানো হতো। উল্লেখ্য, বাংলা পূর্বে প্রায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। এগুলো হলো পুভ্র, হরিকেল, সমতট, গৌড়, বঙ্গ ইত্যাদি। প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা কুষ্টিয়া, যশোর, নদীয়া, শান্তিপুর, ফরিদপুর ও বৃহত্তর ময়মনসিংহ। হরিকেল হলে ডা. পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, ত্রিপুরা, ও সিলেট অঞ্চল। বরেন্দ্রভূমি রাজশাহী অঞ্চলের। পুণ্ড্রবর্ধন বর্তমানে বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত।
কত সাল থেকে ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে?
১৯৫২ সাল থেকে প্রতি বছর এ দিনটি জাতীয় শহিদ দিবস হিসেবে উদ্যাপিত হয়ে আসছে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় এবং এতে বিশ্বের মোট ১৮৮টি দেশ সমর্থন জানালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে মোট ৩৫ জন কে নিয়ে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। ১৯ জুন ১৯৬৮ সালে কুর্মিটোলা সেনানিবাসে এই মামলার কার্যক্রম শুরু হয়। ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে পাকিস্তান সরকার জনরোষের মুখে এই মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়।
বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয়?
বাংলাদেশের জন্য সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১১ এপ্রিল ১৯৭২ সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। ১২ অক্টোবর ১৯৭২ সালে কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করলে ৪ নভেম্বর ১৯৭২ সালে তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে সংবিধান কার্যকর হয়।
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে?
বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস।
IUCN এর পূর্ণরূপ কি?
International Union for Conservation of Nature বা আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি সংঘ। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ড রাষ্ট্রের গ্লান্ডের লেক জেনিভা অঞ্চলে ।
A long walk to freedom বই এর লেখক কে?
‘Long Walk to Freedom' গ্রন্থটির লেখক দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলা । তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৪ সালে ।
প্রাচীন এশিয়া মাইনর কোন দেশে অবস্থিত?
তুরস্ক এশিয়া মাইনর বা আনাতোলিয়া হিসেবে পরিচিত ।
BREXIT কি?
ব্রেক্সিট (BREXIT) চুক্তি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ। যা সংক্ষেপে ব্রেক্সিট নামে পরিচিত । ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সাথে ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে, সেখানে বসবাস বা কাজ করতে পারে। বৃটেন ১৯৭৩ সালে ইউরোপীয়ান ইকোনমিক কমিটির সাথে যুক্ত হয়। ২৩জুন, ২০১৬ সালে জুনে একটি গণ ভোট নিয়েছিলো যুক্তরাজ্য সেখানে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন । ৩১ জানুয়ারি, ২০২০ ব্রেক্সিট এ্যাক্ট কার্যকর হয়,অর্থাৎ ব্রিটেন ৪৭ বছর পর আনুষ্ঠানিক ভাবে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে। ইউনিয়নের বর্তমান সদস্য দেশ ২৭টি ।
বাংলাদেশ কোন টেকটোনিক প্লেটের সন্নিকটে অবস্থিত?
বাংলাদেশ অবস্থান করছে ভারতীয়, ইউরেশীয় ও মিয়ানমারের টেকটনিক প্লেটের মধ্যে।
সতীদাহ প্রথা বন্ধ করেন কোন গভর্নর জেনারেল?
সতীদাহ প্রথার বিলোপ আইন করেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (১৮২৯ সালে) । রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপের জন্য জোর প্রচেষ্টা করেন।
ব্লু ইকোনমি কি?
ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির প্রথম ধারণা দেন অধ্যাপক গুন্টার পাওলি ১৯৯৪ সালে তাঁর “The open Source from the Source.” গ্রন্থে। বিষয়টি সবার নজর কাড়ে ২০১০ সালে গ্রন্থটি প্রকাশিত হলে । সমুদ্র নির্ভর খাদ্য, জ্বালানি, ব্যবসা ও বিনোদনই ব্লু ইকোনোমি ।
বেগম রোকেয়া রচিত ২ টি বই এর নাম লিখুন।
বেগম রোকেয়া রচিত ২ টি বই এর নাম হলো সুলতানার স্বপ্ন, মতিচূর ।
‘সারেং বৌ' উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্রের নাম লিখুন?
সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের উপন্যাস হলো 'সারেং বৌ' (১৯৬২)।সারেং বউ উপন্যাসের নারী চরিত্রের নাম নবিতুন,অপর কেন্দ্রীয় চরিত্র কদম সারেং।
অপারেশন জ্যাকপট কি?
→ অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। এটি ছিল একটি আত্মঘাতী অপারেশন। এ অপারেশন ১৯৭১-এর ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়। ১০নং সেক্টরের অধীনে ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডো যোদ্ধাদের অসীম সাহসিকতার নিদর্শন এই অপারেশন জ্যাকপট ।
বল, চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক কি?
কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। যদি A ক্ষেত্রের উপর লম্বভাবে প্রযুক্ত বল F হয়, তাহলে চাপ P = অর্থাৎ চাপ অর্থাৎ চাপ = বল / ক্ষেত্রফল বা বল = চাপ ক্ষেত্রফল।
কম্পিউটারের মেমরি কি এবং কত ভাগে ভাগ করা যায়? মেমরি পরিমাপের একক কি?
কম্পিউটার মেমোরি বলতে কোন কম্পিউটার ব্যবস্থায় স্থায়ী বা অস্থায়ীভাবে উপাত্ত ধারণকারী যন্ত্রাংশকে বোঝায়। এগুলি মূলত অর্ধপরিবাহী চিপ দিয়ে বানানো হয়ে থাকে। একটি কম্পিউটার মেমোরি একটি মানুষের মস্তিষ্কের মত। এটি তথ্য এবং নির্দেশাবলী সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। কম্পিউটার মেমোরিতে তথ্য প্রক্রিয়াজাত করা এবং প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলি সংরক্ষণ করা হয়। যাকে কম্পিউটারে স্টোরেজ স্পেস বলা হয়। মেমোরি ছোট ছোট অসংখ্য অংশে ভাগ করা হয়েছে। উদাহরণ স্বরূপ, কম্পিউটার 64K শব্দ আছে, তাহলে এই মেমোরি ইউনিটে 64 * 1024 = 65536 মেমোরি অবস্থান আছে । এই অবস্থানের ঠিকানা (0 থেকে 65535 পর্যন্ত পরিবর্তিত হয়।
কম্পিউটারে সাধারণত ৩ ধরনের মেমোরি থাকে। এগুলো হলোঃ Main Memory Or Primary Memory (প্রধান মেমোরি), Auxiliary Memory Or Secondary Memory (সহায়ক বা গৌণ মেমোরি) এবং Cache Memory (ক্যাশ মেমোরি) । কম্পিউটারের মেমোরি পরিমাপের একক হলো বিট।
শ্বসনের সরল বিক্রিয়াটি লিখুন।
শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন: প্রক্রিয়া সাধিত হয় । শ্বসনে মূলত আমাদের শরীরের প্রতিটি কোষে শ্বসন গ্লুকোজ (C6H12O6) অণু অক্সিজেন দ্বারা জারিত হয়ে (O2 এর সাথে বিক্রিয়া করে) কার্বন ডাই-অক্সাইড (CO2), পানি (H2O) ও বিক্রিয়াটি হলো শক্তি উৎপন্ন করে। C6H12O6 + 6O2 → 6CO2 + 6H2O + শক্তি
মানব দেহে রক্তের ৫ টি কাজ লিখুন?
মানব দেহে রক্তের ৫ টি কাজ:
(ক) রক্ত সারা দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে;
(খ) লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে কোষে কোষে অক্সিজেন পরিবহণ করে;
(গ) শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণু ধ্বংস করে দেহকে সুস্থ রাখে;
(ঘ) দেহের কোন স্থান কেটে গেলে অনুচক্রিকা সে স্থানে রক্ত জমাট বাঁধায়। ফলে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হয়।
(ঙ) রক্তরসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, হজমকৃত খাদ্যবস্তু (যথাঃ গ্লুকোজ, অ্যামিনো এসিড, ফ্যাটি এসিড, গ্লিসারল), হরমোন ইত্যাদি দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়।
পদার্থবিজ্ঞানের ভাষায়, ফিশন প্রক্রিয়াতে একটি ভারী নিউক্লিয়াসকে একটি নিউট্রন দ্বারা আঘাত করলে এটি বিভক্ত হয়ে দুটি হালকা নিউক্লিয়াস, দু- তিনটি নিউট্রন এবং প্রায় দুশো মেগা-ইলেক্ট্রনভোল্ট শক্তি নির্গত করে। অপরদিকে, ফিউশন প্রক্রিয়াতে দুটি হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ততোধিক ভারী নিউক্লিয়াস গঠন করে এবং শক্তি নির্গত করে। সহজ ভাষায়, ফিশন অর্থাৎ ভেঙে যাওয়া এবং ফিউশন অর্থাৎ মিলিত হওয়া ৷
এসিড বৃষ্টি কেন হয়?
বায়ুতে সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফিউরিক এসিড বাষ্প বেশি থাকলে, বৃষ্টির সময় ঐ এসিড বাষ্প পানির সাথে যুক্ত হয়ে এসিড বৃষ্টির সৃষ্টি করে। সাধারণত শিল্প-কারখানা সমৃদ্ধ এলাকায় এসিড বৃষ্টি বেশি হয়। কারণ এসব কারখানা হতে নির্গত সালফারের বিভিন্ন অক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড বাতাসের সাথে মিশে এসিড বৃষ্টির সৃষ্টি করে ।
চুন
চুন এর রাসায়নিক সংকেত (CaO)
তুঁত
তুঁত এর রাসায়নিক সংকেত (CuSO4.5H2O)
চিনি
চিনি এর রাসায়নিক সংকেত (C12H22O11),
ফিটকিরি
ফিটকিরি এর রাসায়নিক সংকেত (K2SO4,Al2, (SO4)3. 24H2O)
খাবার লবণ
খাবার লবণ এর রাসায়নিক সংকেত (NaCl)
ইথাইল এলকোহল
ইথাইল এলকোহল এর রাসায়নিক সংকেত (C2H5OH বা C2H6O)
কার্বনিক এসিড
কার্বনিক এসিড এর রাসায়নিক সংকেত (H2CO3)
এখানে, বালকের গতিশক্তি ভর (বেগ)২ জুল = = ৫ জুল।
আবার, যুবকের গতিশক্তি ভর (বেগ)২ জুল = ৭.৫ জুল।