Created: 6 months ago | Updated: 6 hours ago

কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। যদি A ক্ষেত্রের উপর লম্বভাবে প্রযুক্ত বল F হয়, তাহলে চাপ P = অর্থাৎ চাপ = FA অর্থাৎ চাপ = বল / ক্ষেত্রফল বা বল = চাপ × ক্ষেত্রফল। 

কম্পিউটার মেমোরি বলতে কোন কম্পিউটার ব্যবস্থায় স্থায়ী বা অস্থায়ীভাবে উপাত্ত ধারণকারী যন্ত্রাংশকে বোঝায়। এগুলি মূলত অর্ধপরিবাহী চিপ দিয়ে বানানো হয়ে থাকে। একটি কম্পিউটার মেমোরি একটি মানুষের মস্তিষ্কের মত। এটি তথ্য এবং নির্দেশাবলী সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। কম্পিউটার মেমোরিতে তথ্য প্রক্রিয়াজাত করা এবং প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলি সংরক্ষণ করা হয়। যাকে কম্পিউটারে স্টোরেজ স্পেস বলা হয়। মেমোরি ছোট ছোট অসংখ্য অংশে ভাগ করা হয়েছে। উদাহরণ স্বরূপ, কম্পিউটার 64K শব্দ আছে, তাহলে এই মেমোরি ইউনিটে 64 * 1024 = 65536 মেমোরি অবস্থান আছে । এই অবস্থানের ঠিকানা (0 থেকে 65535 পর্যন্ত পরিবর্তিত হয়।

কম্পিউটারে সাধারণত ৩ ধরনের মেমোরি থাকে। এগুলো হলোঃ Main Memory Or Primary Memory (প্রধান মেমোরি), Auxiliary Memory Or Secondary Memory (সহায়ক বা গৌণ মেমোরি) এবং Cache Memory (ক্যাশ মেমোরি) । কম্পিউটারের মেমোরি পরিমাপের একক হলো বিট।

Created: 6 months ago | Updated: 6 hours ago

শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন: প্রক্রিয়া সাধিত হয় । শ্বসনে মূলত আমাদের শরীরের প্রতিটি কোষে শ্বসন গ্লুকোজ (C6H12O6) অণু অক্সিজেন দ্বারা জারিত হয়ে (O2 এর সাথে বিক্রিয়া করে) কার্বন ডাই-অক্সাইড (CO2), পানি (H2O) ও বিক্রিয়াটি হলো শক্তি উৎপন্ন করে। C6H12O6 + 6O2 → 6CO2 + 6H2O + শক্তি

Created: 6 months ago | Updated: 6 hours ago

মানব দেহে রক্তের ৫ টি কাজ: 

(ক) রক্ত সারা দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে; 
(খ) লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে কোষে কোষে অক্সিজেন পরিবহণ করে;
(গ) শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণু ধ্বংস করে দেহকে সুস্থ রাখে; 
(ঘ) দেহের কোন স্থান কেটে গেলে অনুচক্রিকা সে স্থানে রক্ত জমাট বাঁধায়। ফলে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হয়। 
(ঙ) রক্তরসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, হজমকৃত খাদ্যবস্তু (যথাঃ গ্লুকোজ, অ্যামিনো এসিড, ফ্যাটি এসিড, গ্লিসারল), হরমোন ইত্যাদি দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়।

পদার্থবিজ্ঞানের ভাষায়, ফিশন প্রক্রিয়াতে একটি ভারী নিউক্লিয়াসকে একটি নিউট্রন দ্বারা আঘাত করলে এটি বিভক্ত হয়ে দুটি হালকা নিউক্লিয়াস, দু- তিনটি নিউট্রন এবং প্রায় দুশো মেগা-ইলেক্ট্রনভোল্ট শক্তি নির্গত করে। অপরদিকে, ফিউশন প্রক্রিয়াতে দুটি হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ততোধিক ভারী নিউক্লিয়াস গঠন করে এবং শক্তি নির্গত করে। সহজ ভাষায়, ফিশন অর্থাৎ ভেঙে যাওয়া এবং ফিউশন অর্থাৎ মিলিত হওয়া ৷

সংক্ষেপে উত্তর দিন:
6.

এসিড বৃষ্টি কেন হয়?

Created: 6 months ago | Updated: 14 hours ago

বায়ুতে সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফিউরিক এসিড বাষ্প বেশি থাকলে, বৃষ্টির সময় ঐ এসিড বাষ্প পানির সাথে যুক্ত হয়ে এসিড বৃষ্টির সৃষ্টি করে। সাধারণত শিল্প-কারখানা সমৃদ্ধ এলাকায় এসিড বৃষ্টি বেশি হয়। কারণ এসব কারখানা হতে নির্গত সালফারের বিভিন্ন অক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড বাতাসের সাথে মিশে এসিড বৃষ্টির সৃষ্টি করে ।

রাসায়নিক সংকেত লিখুন।
7.

চুন 

Created: 6 months ago | Updated: 14 hours ago

চুন এর রাসায়নিক সংকেত (CaO)

রাসায়নিক সংকেত লিখুন।
8.

তুঁত 

Created: 6 months ago | Updated: 14 hours ago

তুঁত এর রাসায়নিক সংকেত (CuSO4.5H2O)

রাসায়নিক সংকেত লিখুন।
9.

চিনি 

Created: 6 months ago | Updated: 14 hours ago

চিনি এর রাসায়নিক সংকেত (C12H22O11), 

রাসায়নিক সংকেত লিখুন।
10.

ফিটকিরি 

Created: 6 months ago | Updated: 14 hours ago

ফিটকিরি এর রাসায়নিক সংকেত (K2SO4,Al2, (SO4)3. 24H2O)

রাসায়নিক সংকেত লিখুন।
11.

খাবার লবণ 

Created: 6 months ago | Updated: 14 hours ago

খাবার লবণ এর রাসায়নিক সংকেত (NaCl)

রাসায়নিক সংকেত লিখুন।
12.

ইথাইল এলকোহল 

Created: 6 months ago | Updated: 1 week ago

ইথাইল এলকোহল এর রাসায়নিক সংকেত (C2H5OH বা C2H6O)

রাসায়নিক সংকেত লিখুন।
13.

কার্বনিক এসিড 

Created: 6 months ago | Updated: 1 week ago

কার্বনিক এসিড এর রাসায়নিক সংকেত  (H2CO3)

Related Sub Categories