Created: 6 months ago | Updated: 8 hours ago

প্রাচীনকালে সমতট বলতে কুমিল্লা ও নোয়াখালীকে বোঝানো হতো। উল্লেখ্য, বাংলা পূর্বে প্রায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। এগুলো হলো পুভ্র, হরিকেল, সমতট, গৌড়, বঙ্গ ইত্যাদি। প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা কুষ্টিয়া, যশোর, নদীয়া, শান্তিপুর, ফরিদপুর ও বৃহত্তর ময়মনসিংহ। হরিকেল হলে ডা. পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, ত্রিপুরা, ও সিলেট অঞ্চল। বরেন্দ্রভূমি রাজশাহী অঞ্চলের। পুণ্ড্রবর্ধন বর্তমানে বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত।

১৯৫২ সাল থেকে প্রতি বছর এ দিনটি জাতীয় শহিদ দিবস হিসেবে উদ্‌যাপিত হয়ে আসছে

১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় এবং এতে বিশ্বের মোট ১৮৮টি দেশ সমর্থন জানালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে মোট ৩৫ জন কে নিয়ে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। ১৯ জুন ১৯৬৮ সালে কুর্মিটোলা সেনানিবাসে এই মামলার কার্যক্রম শুরু হয়। ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে পাকিস্তান সরকার জনরোষের মুখে এই মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। 

Created: 6 months ago | Updated: 21 hours ago

বাংলাদেশের জন্য সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১১ এপ্রিল ১৯৭২ সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। ১২ অক্টোবর ১৯৭২ সালে কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করলে ৪ নভেম্বর ১৯৭২ সালে তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে সংবিধান কার্যকর হয়।  

Created: 6 months ago | Updated: 21 hours ago

বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস।

সংক্ষেপে উত্তর দিন:
6.

IUCN এর পূর্ণরূপ কি?

Created: 6 months ago | Updated: 8 hours ago

International Union for Conservation of Nature বা আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি সংঘ। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ড রাষ্ট্রের গ্লান্ডের লেক জেনিভা অঞ্চলে ।

সংক্ষেপে উত্তর দিন:
7.

A long walk to freedom বই এর লেখক কে?

Created: 6 months ago | Updated: 8 hours ago

‘Long Walk to Freedom' গ্রন্থটির লেখক দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলা । তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৪ সালে ।

Created: 6 months ago | Updated: 21 hours ago

তুরস্ক এশিয়া মাইনর বা আনাতোলিয়া হিসেবে পরিচিত ।

সংক্ষেপে উত্তর দিন:
9.

BREXIT কি?

Created: 6 months ago | Updated: 10 hours ago

ব্রেক্সিট (BREXIT) চুক্তি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ। যা সংক্ষেপে ব্রেক্সিট নামে পরিচিত । ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সাথে ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে, সেখানে বসবাস বা কাজ করতে পারে। বৃটেন ১৯৭৩ সালে ইউরোপীয়ান ইকোনমিক কমিটির সাথে যুক্ত হয়। ২৩জুন,  ২০১৬ সালে জুনে একটি গণ ভোট নিয়েছিলো যুক্তরাজ্য সেখানে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন । ৩১ জানুয়ারি, ২০২০ ব্রেক্সিট এ্যাক্ট কার্যকর হয়,অর্থাৎ ব্রিটেন ৪৭ বছর পর আনুষ্ঠানিক ভাবে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে। ইউনিয়নের বর্তমান সদস্য দেশ ২৭টি ।

Created: 6 months ago | Updated: 21 hours ago

বাংলাদেশ অবস্থান করছে ভারতীয়, ইউরেশীয় ও মিয়ানমারের টেকটনিক প্লেটের মধ্যে। 

Created: 6 months ago | Updated: 21 hours ago

সতীদাহ প্রথার বিলোপ আইন করেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (১৮২৯ সালে) । রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপের জন্য জোর প্রচেষ্টা করেন।

সংক্ষেপে উত্তর দিন:
12.

ব্লু ইকোনমি কি?

Created: 6 months ago | Updated: 8 hours ago

ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির প্রথম ধারণা দেন অধ্যাপক গুন্টার পাওলি ১৯৯৪ সালে তাঁর “The open Source from the Source.” গ্রন্থে। বিষয়টি সবার নজর কাড়ে ২০১০ সালে গ্রন্থটি প্রকাশিত হলে । সমুদ্র নির্ভর খাদ্য, জ্বালানি, ব্যবসা ও বিনোদনই ব্লু ইকোনোমি ।

Created: 6 months ago | Updated: 21 hours ago

বেগম রোকেয়া রচিত ২ টি বই এর নাম হলো সুলতানার স্বপ্ন, মতিচূর ।

সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের উপন্যাস হলো 'সারেং বৌ' (১৯৬২)।সারেং বউ উপন্যাসের নারী চরিত্রের নাম নবিতুন,অপর কেন্দ্রীয় চরিত্র কদম সারেং।

সংক্ষেপে উত্তর দিন:
15.

অপারেশন জ্যাকপট কি?

Created: 6 months ago | Updated: 8 hours ago

→ অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। এটি ছিল একটি আত্মঘাতী অপারেশন। এ অপারেশন ১৯৭১-এর ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়। ১০নং সেক্টরের অধীনে ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডো যোদ্ধাদের অসীম সাহসিকতার নিদর্শন এই অপারেশন জ্যাকপট ।

Related Sub Categories