৪০ কেজি ভরের একটি বালক এবং ৬০ কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে এক সাথে দৌড়ে একই সময়ে ছাদের একই জায়গায় পৌছাল। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল ৩০ মিটার/ মিনিট। যুবকদের গতিশক্তি নির্ণয় করুন।
এখানে, বালকের গতিশক্তি = ১২ × ভর × (বেগ)২ জুল = ১২ × ৪০ × ১২ ২ = ৫ জুল।
আবার, যুবকের গতিশক্তি ১২ × ভর × (বেগ)২ জুল = ১২ × ৬০ × ১২২ = ৭.৫ জুল।