কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা || সিপাই (11-03-2022) || 2022

All

নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন:
1.

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

শ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, যা নেপালে সগরমাথা এবং তিব্বতে চেহামোলাংমা নামে পরিচিত বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ । উল্লেখ্য, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো তাজিং ডং (১,২৮০ মিটার উঁচু), যার অপর নাম বিজয় । এই পর্বতশৃঙ্গটি সাইচল পর্বতসারি, রুমা, বান্দরবানে অবস্থিত

নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন:
2.

উত্তমাসা অন্তরীপ কোথায় অবস্থিত?

Created: 3 months ago | Updated: 1 day ago

উত্তমাসা অন্তরীপ Cape of Good Hope বা উত্তমাসা অন্তরীপ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। উল্লেখ্য, অন্তরীপ হচ্ছে এক ধরনের ভূমিরূপ। ভূগোলের পরিভাষায় ভূপৃষ্ঠের কোন অংশ ক্রমশ সরু হয়ে সাগরে প্রবেশ করলে সেই সংকীর্ণ অংশকে অন্তরীপ বলা হয়। এটি সরু হয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।

Created: 3 months ago | Updated: 12 hours ago

আমেরিকার সীমান্তবর্তী প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় ।

নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন:
4.

AIDS-এর পূর্ণরূপ কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

AIDS-এর পূর্ণরূপ  Acquired Immune Deficiency Syndrome.

নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন:
5.

সার্স (SARS) কী?

Created: 3 months ago | Updated: 5 days ago

SARS এর পূর্ণরূপ হলো Severe Acute Respiratory Syndrome. এটি একটি মরণঘাতী ভাইরাস ।

নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন:
6.

রাতকানা রোগ কীসের অভাবে হয়?

Created: 3 months ago | Updated: 13 hours ago

ভিটামিন A- এর অভাবে রাতকানা রোগ হয় ।

নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন:
7.

'গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কার লেখা?

Created: 3 months ago | Updated: 1 day ago

'গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই কাব্যগ্রন্থটির জন্য তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।

নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন:
8.

কোন মুসলিম বীর প্রথম ‘সিন্ধু’ বিজয় করেন?

Created: 3 months ago | Updated: 12 hours ago

মুহম্মদ বিন কাসিম মুসলিম বীর প্রথম ‘সিন্ধু’ বিজয় করেন ।

নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন:
9.

বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ?

Created: 3 months ago | Updated: 1 day ago

বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ ।

নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন:
10.

লুভ্যর মিউজিয়াম কোথায় অবস্থিত?

Created: 3 months ago | Updated: 1 day ago

লুভ্যর মিউজিয়াম পৃথিবীর প্রাচীন জাদুঘরগুলোর মধ্যে অন্যতম একটি। এটি ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে অবস্থিত।

নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন:
11.

‘ছয় দফা’ কে উত্থাপন করেন?

Created: 3 months ago | Updated: 15 hours ago

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বাঙালি জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন ।

নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন:
12.

রণ সঙ্গীত কার লেখা?

Created: 3 months ago | Updated: 12 hours ago

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীত ‘চল চল চল' এর রচয়িতা। সরকারি কোনো অনুষ্ঠানে গানটির প্রথম ২১ চরণ বাজিয়ে শুনানো হয়। অন্যদিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা' রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ।

নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন:
13.

বাংলাদেশ কবে ওআইসি'র সদস্যপদ লাভ করে?

Created: 3 months ago | Updated: 2 days ago

বাংলাদেশ ওআইসর সদস্যপদ লাভ করে ২৩ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে । আর ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘেরও সদস্যপদ লাভ করে ।

নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন:
14.

পানিকে বরফে পরিণত করলে আয়তনের কী পরিবর্তন ঘটে?

Created: 3 months ago | Updated: 5 days ago

অধিকাংশ পদার্থকেই তরল থেকে কঠিন পরিণত করলে এদের আয়তন কমে । তবে কয়েকটি পদার্থের ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যেমন তরল পানিকে কঠিন। বরফে পরিণত করলে এর আয়তন বেড়ে যায়। এ কারণে পানির তুলনায় বরফের ঘনত্ব কম।

নিম্মোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন:
15.

বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশের নাম কী?

Created: 3 months ago | Updated: 5 days ago

বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশের নাম প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড। এটি ব্রিটেনের সাফল্ক সমুদ্রের ধারে অবস্থিত।

Related Sub Categories