ক্ষুধার্ত
ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত ।
ভাবুক
ভাবুক = ভৌ + উক ।
ব্যর্থ
ব্যর্থ = বি + অর্থ।
ষোড়শ
ষোড়শ = ষট্ + দশ।
ইতিমধ্যে
ইতিমধ্যে = ইতঃ + মধ্যে।
গোঁফ খেজুরে
গোঁফ খেজুরে (নিতান্ত অলস): গোঁফ খেজুরে লোক দিয়ে কোনো কাজই হয় না ।
পায়াভারী
পায়াভারী (অহংকার): ভালো চাকরি পেয়ে ওর খুব পায়াভারী হয়েছে।
চাঁদের হাট
চাঁদের হাট (ধনেজনে পরিপূর্ণ সংসার): ছেলে-মেয়েরা সবাই প্রতিষ্ঠিত, বিবাহিত-এখন তোমার সংসার তো চাঁদের হাট
ঢেঁকির কুমির
ঢেঁকির কুমির (অপদার্থ): তোমার মতো ঢেঁকির কুমির দিয়ে কোনো কাজই হবে না ।
থই থই করা
থই থই করা (পরিপূর্ণ হওয়া): বর্ষার পানিতে খাল, বিল থই থই করছে।
চৈত্র মাসের ফসল
চৈত্র মাসের ফসল = চৈতালি
সমুদ্রের ঢেউ
সমুদ্রের ঢেউ = ঊর্মি।
মৃতের মত অবস্থা
মৃতের মত অবস্থা = মুমূর্ষু ।
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।
প্রকাশিত হবে এমন
প্রকাশিত হবে এমন = প্রকাশ্য ।
বিভিষীকা
বিভিষীকা = বিভীষিকা ।
বুদ্ধিজীবি
বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী।
নীরিক্ষন
নীরিক্ষন = নিরীক্ষণ ।
আদ্যোক্ষর
আদ্যোক্ষর = আদ্যক্ষর।
মুমুর্ষু
মুমুর্ষু = মুমূর্ষু।