http পূর্ণরূপ হলো Hypertext Transfer Protocol Secure. আর http হচ্ছে ইন্টারনেটে তথ্য আদান প্রদানের একটি জনপ্রিয় ও বহুল প্রচলিত পদ্ধতি। পদার্থবিদ ও কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স লী ১৯৮৯ সালে এই পদ্ধতিটি তৈরি করেন। http এর প্রথম সংস্করণ হল এইচটিটিপি/১.১, যা ১৯৯৭ সালে আরএফসি ২০৬৮ নামে প্রথম ব্যবহৃত হয়।

Created: 2 months ago | Updated: 1 day ago

ই-পুর্জি হলো চিনিকলের পুর্জি অর্থাৎ ইক্ষু সরবরাহের অনুমতিপত্রকে ই-পুর্জি বোঝায়। এটি একটি ‘ই-কমার্স’ জাতীয় সেবা। আর বর্তমানে ই-পর্চা (Eporcha) হচ্ছে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি ওয়েবসাইট Eporcha gov bd. যেখানে আমরা এই ওয়েবসাইটটি ব্যবহার করে ভূমি সংক্রান্ত সকল সেবা গ্রহণ করতে পারি ।

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ শুক্রবার (১১ মে) দিবাগত রাত ২:১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় । এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো ।

প্রোগ্রামিং হল একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য এক্সিকিউটেবল কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন ও বিল্ডিংয়ের প্রক্রিয়া। প্রোগ্রামের লিখিত রূপটিকে সোর্স কোড বলা হয় । যিনি সোর্স কোড লিখেন তাকে প্রোগ্রামার। যেকোনো বই একটি ভাষাতে যেমন ইংরেজি, রুশ, জাপানি, বাংলা, ইত্যাদিতে লেখা হয়, তেমনি প্রতিটি প্রোগ্রাম কোন একটি নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষাতে লেখা হয়, যেমন সি++, জাভা ইত্যাদি। প্রোগ্রাম রচনা করার সময় প্রোগ্রামারকে ঐ নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্স বা ব্যাকরণ মেনে চলতে হয়। কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অগাস্টা অ্যাডা লাভলেসের (১৮১৫-১৮৫২) জন্ম ইংল্যান্ডে। অগাস্টা অ্যাডা কিং নোয়েল বা লাভলেসের কাউন্টেস নামেও তিনি পরিচিত। ছিলেন ইংরেজি গণিতবিদ ও লেখক ।

ফরিদপুর জেলার পূর্বনাম ছিলো ‘ফতেহাবাদ’। এই জেলাটি ১৮১৫ সালে প্রতিষ্ঠিত হয়। আর ফরিদপুরের নামকরণ করা হয়েছে প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদুদ্দিনর নামানুসারে ।

ফরিদপুর ৮নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এবং এই সেক্টরের সেক্টর কমান্ডার  ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী (আগস্ট পর্যন্ত) ও মেজর এম. এ. মঞ্জুর (আগস্ট-ডিসেম্বর)। আর সেই সেক্টরের সদরদপ্তর ছিল কল্যাণী, ভারতে ।

ফরিদপুর জেলায়  তিন ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ)।

২০ জানুয়ারি (বুধবার) শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। তার স্মরণে দিনটি শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

১৯১৫ সালে তৎকালীন ভারত (ব্রিটিশ) সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘স্যার বা নাইট' উপাধি প্রদান করেন। আর ১৯১৯ সালে । তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে 'নাইট' উপাধি ত্যাগ করেন। উল্লেখ্য, ১৯১৩ সালের ২৬ ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে 'ডি লিট' প্রদান করে।

Related Sub Categories