উদ্ধৃত
উদ্ধৃত = উৎ + হৃত।
যাচ্ঞা
যাচ্ঞা = যাচ্ + না।
সুবন্ত
সুবন্ত = সুপ্ + অন্ত ।
গুড়ে বালি
গুড়ে বালি (আশায় নৈরাশ্য): আশা করে ছিলাম চাচার সম্পত্তি পাব, এখন দেখছি তা গুড়ে বালি ।
প্রিয়ংবদা
প্রিয়ংবদা (প্রিয়ভাষীণি; প্রিয় বাক্য বলে যে নারী): প্রিয়ংবদাকে সকলেই পছন্দ করেন।
ইট পাথরের বাড়ি বেশ শক্ত
ইট পাথরের বাড়ি বেশ শক্ত । = করণে ৬ষ্ঠী বিভক্তি ।
জল পড়ে পাতা নড়ে
জল পড়ে পাতা নড়ে। = কর্তৃ কারকে শূন্য বিভক্তি ।
তার ধর্মে মতি আছে
তার ধর্মে মতি আছে। = অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
কারক
কারক = √কৃ + অক/ ণক
দৃশ্য
দৃশ্য = √দৃশ + য ।
আত্মীয়
আত্নীয় = আত্মন্ + ঈয় ।
১৯৭১ সালের ৭ই মার্চ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। মূলত সেদিনই স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ লক্ষাধিক লোকের সমাবেশে পাকিস্তানি শাসকের হুমকির মুখেও রেসকোর্স ময়দানে ২৩ বছরের বঞ্চিত, অবহেলিত ও শোষিত বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। তাঁর ১৮ মিনিটের অসামান্য ভাষণে রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টির পরিচয় মেলে। সেই দিন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ নতুন জীবনের মন্ত্রে দীক্ষিত হয়। মুক্তিকামী বাঙালির স্বাধীনতা আন্দোলনের কর্মপন্থা-কৌশল তুলে ধরেন, দেন সঠিক দিকনির্দেশনা। 'আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের উপর আমার অনুরোধ রইল- প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।' প্রায় দুইশ বছর ব্রিটিশ শাসন ও তেইশ বছরের পাকিস্তানি শোষণের শিকার বাঙালি জাতি । ১৯৪৭ এর দেশভাগের পর থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ববাংলায় আধিপত্যে বিস্তার করতে নতুন নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিরলস সংগ্রাম-আন্দোলন করতে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৮ থেকে শুরু করে ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৬ এর ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের সাধারণ নির্বাচনে জয়লাভ, সর্বোপরি, একাত্তরের মুক্তিযুদ্ধ- এই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তিনি স্বাধীন
সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়কে অবশ্যম্ভাবী করে তোলেন ।
Turn every house into a ___, resist the enemy with everything you have ___. since we have house to ____ our lives, we shall give more blood. We shall __ the people ____. Joy Bangla -Sheikh Mujibur Rahaman, march 7, 1971.
"Turn every house into a fortress, resist the enemy with everything you have free Since we have learned to sacrifice our lives, we shall give more blood. We shall tree the people of this land. The struggle this time is for freedom the struggle this time is for independence. Joy Bangla ' - Sheikh Mujibur Rahman, March 7, 1971
অনুবাদঃ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। আমরা যেহেতু জীবন দিতে শিখেছি, আমরা রক্ত আরো দিব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ‘জয় বাংলা' ।
Fisheries is the occupation or industry of catching fish or tapping other marine or freshwater resources. One of the major sectors of Bangladesh agriculture is represented by the fisheries sector, Being a deltaic land with numerous rivers and inland haors and beels (lakes and lowland areas of considerable size), and also ponds that are dug in populated areas for the purpose of bathing, washing and often as a source of drinking water, fish became an integral part of the food culture. In the past hardly any need was felt for fisheries education and research, because population was low and fish in plenty. Fisheries now play a major role in nutrition, employment and foreign exchange earning. Fish alone supply about 60% of animal protein and about 1.4 million people are directly employed by the fisheries sector. About another 11 million people indirectly earn their livelihood out of activities related to fisheries. The growth rate of fish production during the last seven years averaged at 6.5% which fell short of increased demand; however, the present rate of fish production has increased to about 8 percent.
UNESCO added the speech _____ the memory of the World register.
UNESCO added the speech to the memory of the World register.
বাক্যের অর্থঃ ইউনেস্কো মেমরি অব ওয়ার্ল্ড রেজিস্টারে ভাষণকে সংযুক্ত করেছে।
The teacher is talking ____ the farmer.
The teacher is talking to the farmer.
বাক্যের অর্থঃ শিক্ষক কৃষকের সাথে কথা বলছেন।
১ম রাশি,
২য় রাশি,
৩য় রাশি,
৪র্থ রাশি,
∴ নির্ণেয় ল.সা.গু.
r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি
∴ ১৪ সেন্টিমিটার বিশিষ্ট বৃত্তের পরিধি সেন্টিমিটার। (উত্তর)