পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় || অফিস সহায়ক (15-04-2022) || 2022

All

সকল বিষয়

সন্ধি বিচ্ছেদ করুন:
1.

চলচ্চিত্র

Created: 3 months ago | Updated: 3 days ago

চলচ্চিত্র = চলৎ + চিত্র।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

আদ্যন্ত

Created: 3 months ago | Updated: 3 days ago

আদ্যন্ত = আদি + অন্ত ।

এক কথায় প্রকাশ করুনঃ
3.

যা পূর্বে ছিল এখন নেই।

Created: 3 months ago | Updated: 3 days ago

যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব

এক কথায় প্রকাশ করুনঃ
4.

একই সময়ে বর্তমান

Created: 3 months ago | Updated: 3 days ago

একই সময়ে বর্তমান = সমসাময়িক ।

অর্থসহ বাক্য রচনা করুন:
5.

শাঁখের করাত

Created: 3 months ago | Updated: 3 days ago

শাখের করাত (উভয় সঙ্কট): সত্যি কথা বললে লোকটির চাকরি যাবে, আর গোপন করলে সোহেলের ক্ষতি এ যে শাঁখের করাত।

অর্থসহ বাক্য রচনা করুন:
6.

গোড়ায় গলদ

Created: 3 months ago | Updated: 3 days ago

গোড়ায় গলদ (প্রথমেই ত্রুটি): বই না কিনেই ক্লাসে এসেছ, তোমার তো দেখছি গোড়াতেই গলদ ।

ভুল থাকলে শুদ্ধ করে লিখুন।
7.

মুমূর্ষ

Created: 3 months ago | Updated: 3 days ago

মুমূর্ষ = মুমূর্ষু । 

ভুল থাকলে শুদ্ধ করে লিখুন।
8.

বিশ্লেসন

Created: 3 months ago | Updated: 3 days ago

বিশ্লেসন = বিশ্লেষণ ।

বিপরীত শব্দ লিখুন:
9.

অবনত

Created: 3 months ago | Updated: 3 days ago

অবনত = উন্নত

বিপরীত শব্দ লিখুন:
10.

প্রসারণ

Created: 3 months ago | Updated: 3 days ago

প্রসারণ = সংকোচন।

Complete the following sentence with appropriate word:
11.

The ___ stops outside our house

Created: 3 months ago | Updated: 3 days ago

The car/cars stops outside our house.

(car) বাক্যের অর্থঃ গাড়িটি বাড়ির বাইরে গিয়ে থামে ।

The children were waiting for me. 

The school stands on the bank of the Padma. 

বাক্যের অর্থঃ স্কুলটি পদ্মা নদীর তীরে অবস্থিত ।

Make sentence with following idioms and phrases:
14.

All in all

Created: 3 months ago | Updated: 1 day ago

All in all (সর্বেসর্বা): Now-a-days, no one is all in all.

Make sentence with following idioms and phrases:
15.

Black ship 

Created: 3 months ago | Updated: 1 day ago

Black ship ( কুলাঙ্গার ) : He was the black sheep of the family.

Created: 3 months ago | Updated: 11 hours ago

সূর্য পূর্ব দিকে উদিত হয় 

= The sun rises in the east.

Created: 3 months ago | Updated: 1 day ago

মধু খেতে মিষ্টি 

=  Honey tastes sweet.

Created: 3 months ago | Updated: 1 day ago

আমার জ্বর এসেছে

= I have a fever.

বাংলায় অনুবাদ করুন:
19.

He will do the sum in the morning

Created: 3 months ago | Updated: 1 day ago

He will do the sum in the morning 

= সে সকালে অঙ্কটি করবে।

বাংলায় অনুবাদ করুন:
20.

He seems to be gentleman.

Created: 3 months ago | Updated: 1 day ago

He seems to be gentleman 

= তাকে দেখে ভদ্রলোক মনে হয় ৷

৪টি মাছের বিক্রয়মূল্য =   ×  = ,

∴ ক্ষতি হয় = ১,৬০০ - ১,৪০০ = ২০০ টাকা

∴ শতকরা ক্ষতি হয়  = × =  %

Created: 3 months ago | Updated: 11 hours ago

আমরা জানি, ab = a+b22 - a-b22 = 822 - 422 = 42- 22 = 16-4 = 12

দেওয়া আছে, x2 + y2 +5xy

= (x + y)2  2xy + 5xy = (x + y)2 + 3xy

= 72 + 3 × 10 [মান বসিয়ে]

= 49 + 30

= 79

সংজ্ঞা লিখুন:
24.

সমকোণী

Created: 3 months ago | Updated: 13 hours ago

যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা ৯০°-র সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে ।

সংজ্ঞা লিখুন:
25.

সামান্তরিক

Created: 3 months ago | Updated: 3 days ago

যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামান্তরিক বলে ।

বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ'। এর ইংরেজি নামঃ The People's Republic of Bangladesh.

মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী মুজিবনগর সরকার গঠিত হয় । ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ এপ্রিল তারিখে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন।

শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ (বাংলার ১৩২৭ সনের ২০ চৈত্র), রোজ মঙ্গলবার | রাত ৮ টায় ব্রিটিশ ভারতের তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে শেষ । পরিবারের এক টিনের ঘরে জন্মগ্রহণ করেন। ৬ জন ভাই-বোনের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়।

আগ্রা তাজমহলের নির্মাতা ছিলেন সম্রাট শাহজাহান। উল্লেখ্য, মোগল সাম্রাজ্যের উদ্যানে তাজমহল নির্মাণ করা হয়। যারা পাশ দিয়েই বয়ে চলেছে যমুনা নদী। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে। এটি নির্মাণ করেন। ১৬৩২ সালে এটি নির্মাণ শুরু হয়; মসজিদ ও দক্ষিণে মূল প্রবেশদ্বার বাইরের উদ্যান যুক্ত করে নির্মাণকাজ সম্পন্ন হয় দীর্ঘ ২১ বছর পর অর্থাৎ ১৬৫৩ খ্রিস্টাব্দে। ওস্তাদ আহমেদ লাহোরি তাজমহলের সমস্ত কারিগর দের মধ্যে মূল স্থপতি ছিলেন।

বর্তমানে বাংলাদেশে মোট ৮টি বিভাগ; ৬৪টি জেলা; ৪৯৫টি উপজেলা; ৬৫২টি থানা; ১২টি সিটি কর্পোরেশন; ৩২৯টি পৌরসভা; ৪,৫৭১টি ইউনিয়ন এবং ৮৭,১৯১টি গ্রাম রয়েছে।

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

Created: 3 months ago | Updated: 10 hours ago

VAT মানে Value Added Tax বা মূল্য সংযোজন কর ।

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি  লুই আইকান।

হুমায়ুন আহমেদ রচিত 'আগুনের পরশমণি’ উপন্যাসের মূল উপজীব্য মুক্তিযুদ্ধ। এটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে তিনি এই উপন্যাসের উপর ভিত্তি করে ‘আগুনের পরশমণি' নামে চলচ্চিত্র নির্মাণ করেন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর এর আয়তন বিভিন্ন সময় বেড়েছে। যেমন বাংলাদেশের উপকূল অঞ্চলে গত ২০ বছরে অস্বাভাবিকভাবে প্রায় পঞ্চাশোর্ধ দ্বীপ জাগে, বিভিন্ন জরিপে দেখা যায় তার মোট সম্ভাব্য আয়তন প্রায় ১,৬০০ বর্গকিলোমিটার । এদিকে ছিটমহল সহ ১,৪৭,৬১০ এর সাথে এই আয়তন অর্থ্যাৎ ১,৬০০ বর্গকিলোমিটার যুক্ত করলে বাংলাদেশের আয়তন দাঁড়ায় ১,৪৯,২১০ বর্গকিলোমিটার (প্রায়)। তবে এই দুটি ক্ষেত্র থেকে বাংলাদেশের আয়তনে খুব একটা ফারাক না হলেও বর্তমান আয়তনে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে বাংলাদেশের সমুদ্রজয়। বেশ ক'বছর আগে ভারত থেকে পাওয়া প্রায় ২৮ হাজার ৪শত ৬৭ বর্গকিলোমিটার ও অন্যদিকে মায়ানমারের কাছ থেকে প্রায় ৭০ হাজার বর্গকিলোমিটার সমুদ্র সীমা জয় করার সুবাদে বাংলাদেশের মোট আয়তন হতে পারে ২,৪৭,৬৭৭ বর্গকিলোমিটার প্রায় । যা পূর্বের আয়তনের চেয়ে প্রায় ১ লাখ বর্গকিলোমিটার বেশি।

Related Sub Categories