সমকোণী
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্র দাড়িয়ে থাকে। ঐ শ্রেণিতে বেঞ্চের সংখ্যা কত?
একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয় তবে পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য কত?
একজন বিক্রেতা একটি বই এর বিক্রয়মূল্যের উপর ৫% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ করলো । যদি ঐ বই এর ক্রয়মূল্য ৩৮০ টাকা হয়ে থাকে তবে ঐ বই এর বিক্রয়মূল্য কত লেখা হয়েছিল?
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে?
একটি বাস A থেকে B এর দিকে ২০ কি.মি/ঘণ্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৩০ কি.মি/ঘণ্টা বেগে ফিরে আসে। তাহলে বাসের গড় গতিবেগ কত?