একটি বাস A থেকে B এর দিকে ২০ কি.মি/ঘণ্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৩০ কি.মি/ঘণ্টা বেগে ফিরে আসে। তাহলে বাসের গড় গতিবেগ কত?
৩০টি কমলা স্বপন, তপন ও মননের মধ্যে ৫ : ৩ : ২ অনুপাতে ভাগ করলে প্রত্যেকে কয়টি করে কমলা পাৰে?
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অংক দশক স্থানীয় অংকের তিন গুণ অপেক্ষা এক বেশি । অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অংক সমষ্টির আট গুণের সমান সংখ্যাটি কত?
একটি দ্রব্য ৬% লাভে বিক্রয় করা হলো। যদি ক্রয়মূল্য ৪% কম এবং বিক্রয়মূল্য ৪ টাকা বেশি হতো, তাহলে ১২.৫% লাভ হতো। দ্রব্যটি কত মূল্যে ক্রয় করা হয়েছিল?
একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা ৫৮। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুনের চেয়ে ৫ রান কম। ঐ খেলায় ইমনের রান কত?