`বনফুল’ কার ছদ্মনাম?
'বনফুল' বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম ।
‘রিক্সা’ কোন দেশি শব্দ?
‘রিক্সা’ জাপানি ভাষার শব্দ ।
`চর্যাপদ’ কি?
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ। বৌদ্ধ সহজিয়া সাধকদের এ সাধন সংগীত চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন ১৯০৭ সালে।
জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়?
জীবনানন্দ দাশ ১৮৯৯ সালে ১৭ ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন ।
ঘোড়া রোগ
ঘোড়া রোগ (সাধ্যের অতিরিক্ত সাধ): পাঁচ হাজার টাকা মাসিক বেতন পেয়ে দৈনিক পোলাও খেতে চাও, একেই বলে গরিবের ঘোড়া রোগ
কেতাদুরস্ত
কেতাদুরস্ত (পরিপাটি): চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক ।
ভবন
ভবন = ভো + অন ।
প্রত্যহ
প্রত্যহ = প্রতি + অহ ।
হনন করার ইচ্ছা
হনন করার ইচ্ছা = জিঘাংসা
জানবার ইচ্ছা
জানবার ইচ্ছা = জিজ্ঞাসা
The Great Liberation War is the ultimate destination of our existence. In our life the term is not only confined to a word. Liberation war is the name of a flaming agony in the heart of each and every Bengali. Liberation war is the another name of Bengali's glory and pride sensation and firmness, inspiration and revolt. Liberation war is the foundation of our nationalism, survival and shelter of proceeding.
= মহান স্বাধীনতা যুদ্ধ আমাদের জীবনের অস্তিত্বের আসল ঠিকানা। আমাদের জীবনে তা শুধু একটি শব্দের মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রতিটি বাঙালির অন্তরের জ্বলন্ত সন্তাপের নামই স্বাধীনতা যুদ্ধ। স্বাধীনতা যুদ্ধের আরেক নাম হলো বাঙালীর গর্ব, অহঙ্কার, আবেগ, একগুয়েমি, অনুপ্রেরণা আর বিদ্রোহ। স্বাধীনতা যুদ্ধ হলো আমাদের জাতীয়তাবাদ, সংগ্রাম আর কর্মপন্থার ভিত্তি ।
Traffic Jam is one of the most irritating problems in Bangladesh. It causes intolerable suffering to the passengers. This problem is the result of rapid growth of population and the increasing number of vehicle. Many vehicles, moving on the same road in the same time are causing traffic jam. Many drivers do not obey the traffic rules. Some drivers stop buses here and there and try to board passengers. To relieve the passengers of the sufferings of traffic jam, several steps should be taken by the government as well non-government organizations. Traffic rules should be imposed strictly so that the drivers are bound to obey them. The number of traffic police should be increased
সাফল্যের জন্যে তোমাকে অভিনন্দন জানাচ্ছি
সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি।
= I am congratulating you for your success.
তুমি কি বই খানা পড়ে শেষ করেছো?
তুমি কি বই খানা পড়ে শেষ করেছো?
= Have you finished reading this book?
শব্দটি কেটে দাও
শব্দটি কেটে দাও।
= Pen through the word.
সত্য কখনো চাপা থাকে না
সত্য কখনো চাপা থাকে না।
= Truth will out.
এটি কিভাবে করতে হয় আমি তা জানি না ।
এটি কিভাবে করতে হয় আমি তা জানি না ।
= I don't know how to do it.
Blue and Blood
Blue Blood (আভিজাত্য): He has blue blood in his attitude.
Hard and Fast
Hard and Fast ( বাঁধা ধরা): There is no such hard and fast rule in this matter.
Hail from
Hail from (কোথাও থেকে আসা): Where do you hail from?
Maiden speech
Maiden Speech (পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ): The maiden speech delivered by the Omor Faruk astonished everyone.
Sine die
Sine die (অনির্দিষ্টকালের জন্য): The case was adjourned sine die.
He is ___ European
He is a European.
বাক্যের অর্থঃ তিনি একজন ইউরোপীয়ান ।
____ French are famous for their food.
The French are famous for their food.
বাক্যের অর্থঃ ফ্রেঞ্চ জাতি খাবারের জন্য বিখ্যাত ।
He is blind ___one eye
He is blind of one eye.
বাক্যের অর্থঃ তার এক চোখ কানা ।
Rahim paid current bill ____cash
Rahim paid current bill with cash.
বাক্যের অর্থঃ রহিম নগদে বিদ্যুৎ বিল পরিশোধ করেছিল।
Government has been entrusted ____ elected politician.
Government has been entrusted to elected politician.
বাক্যের অর্থঃ নির্বাচিত রাজনীতিবিদদের নিকট সরকার দায়িত্ব অর্পণ করেছিল।
এখানে, O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তের AB একটি জ্যা।
এখানে AB জ্যার উপর লম্ব OD = 3 cm এবং ব্যাসার্ধ OA = 5 cm
এখন, সমকোণী ত্রিভুজ বলে
এখন, বৃত্তের কেন্দ্র হতে অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে বলে AD = BD
∴
অর্থাৎ জ্যার দৈর্ঘ্য ৪ cm
হলে এর মান নির্ণয় করুন।
দেওয়া আছে,
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম বঙ্গবন্ধু টানেল। উল্লেখ্য, চীনের বাণিজ্য নগরী সাংহাইয়ের ‘ওয়ান সিটি টু টাউন'র আদলে গড়ে তোলা হচ্ছে কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু টানেল । কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য ৩.৪০ কিলোমিটার ।
বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম House of the Nation. উল্লেখ্য, বাংলাদেশের আইনসভার নাম হলো ‘জাতীয় সংসদ'। বাংলাদেশের জাতীয় সংসদ হলো এক কক্ষ বিশিষ্ট ।
বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কাজ করে আসছে। (United Nations Iran-Iraq Military Observer Group বা UNIIMOG) থেকে ।
উপমহাদেশে প্রথম কাগুজে মুদ্রা লর্ড ক্যানিং (১৮৫৭ সালে) চালু করেন।
মেট্রোরেলের অফিসিয়াল নাম ম্যাস র্যাপিড ট্রানজিট (MRT). উল্লেখ্য, মেট্রোরেলের দৈর্ঘ্য ২০.১০ কিমি; স্টেশনের সংখ্যা ১৬টি; ২৯ আগস্ট, ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের ভায়াডাক্টে পরীক্ষামূলক ট্রেন চালানো হয় ।
CNG এর পূর্ণরূপ Compressed Natural Gas. উল্লেখ্য, CNG হচ্ছে এক ধরনের জীবাশ্ম জ্বালানি যা পেট্রোল, ডিজেল কিংবা প্রোপেনের (LPG) পরিবর্তে ব্যবহৃত হয় ।
ওরা এগারজন' চলচ্চিত্রের পরিচালক চাষী নজরুল ইসলাম (চলচ্চিত্রটি তৈরি করেন ১৯৭২ সালে)।
‘সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর ভাস্কর হলেন নিতুন কুন্ডু। উল্লেখ্য তিনি আরো ৩টি ভাস্কর্য তৈরি করেনঃ সার্ক ফোয়ারা, কদম ফোয়ারা এবং সাম্পান।
বাংলাদেশ ২০২৬ সালে LDC থেকে উত্তোরণ করবে।
সর্বশেষ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০২২ সালের নভেম্বর মাসে , যার আনুষ্ঠানিক নাম কনফারেন্স অব পার্টিজ-২৭ বা কপ-২৭।
রাশিয়া’ ইউক্রেন যুদ্ধ’ বিশ্ব অর্থনীতি এর প্রভাব
রাশিয়া ও ইউক্রেনের পর ইউরোপের অনেক দেশই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এ যুদ্ধের ফলে। যদিও বিশ্ব অর্থনীতিতে রাশিয়ার অবদান মাত্র ৬ শতাংশ, চলমান সংকট বিশ্ব অর্থনীতিতে অবশ্যই বিরূপ প্রভাব ফেলবে। ১৯৭৩ সালে যখন বিশ্বজুড়ে ‘তেল সংকট’ দেখা দেয় তখন বৈশ্বিক অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের অবদান আজকের রাশিয়ার অবদানের চেয়েও কম ছিল। তবুও তেল সংকটে এক নাজুক অবস্থা তৈরি হয়েছিল বিশ্বজুড়ে। কারণ জ্বালানির জন্য অল্প কিছু তেল, গ্যাস রফতানিকারক দেশের ওপর বিশ্ব নির্ভরশীল। আর এটাই বৈশ্বিক রাজনীতিতে রাশিয়ার প্রধান দাবার গুটি। দেশটির গ্যাস ও জ্বালানি তেলের মজুদ এবং ইউরোপের বিভিন্ন দেশে তাদের সরবরাহ রাশিয়ার একটি প্রধান হাতিয়ার। ইউরোপের মোট প্রাকৃতিক গ্যাসের চাহিদার ৪০ শতাংশ এবং জ্বালানি তেলের এক-তৃতীয়াংশ রাশিয়া একাই সরবরাহ করে। রাশিয়া ছাড়াও নরওয়ে, আলজেরিয়া ও আজারবাইজান ইউরোপে গ্যাস সরবরাহ করে। ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানি তার প্রাকৃতিক গ্যাসের চাহিদার ৬৫ শতাংশ রাশিয়া থেকে আমদানি করে। এছাড়া ইতালি তার মোট গ্যাসের চাহিদার ৪৩ শতাংশ এবং ফ্রান্স ১৬ শতাংশ রাশিয়া থেকে আমদানি করে। ইউরোপের অন্য ছোট দেশ, যেমনঃ চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়ার প্রাকৃতিক গ্যাসের চাহিদার সিংহভাগই জোগান দেয় রাশিয়া। বলা যায়, রাশিয়ার জ্বালানি শক্তিই ইউরোপের বাড়িগুলোকে উষ্ণ রাখে, কারখানাগুলো সচল রাখে আর যানবাহনগুলোকে দেয় প্রয়োজনীয় জ্বালানি। তাই রাশিয়া যদি গ্যাস ও জ্বালানি তেল সরবরাহে হস্তক্ষেপ করে, ইউরোপের অর্থনীতি যে চরম জ্বালানি সংকটে পড়বে, সে কথা বলার অপেক্ষা রাখে না।
নবায়নযোগ্য জ্বালানি
নবায়নযোগ্য শক্তি বা নবায়নযোগ্য জ্বালানি হলো এমন শক্তি, যা পুনরায় বা বারবার ব্যবহার করা যায়। ব্যবহারের ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। নবায়নযোগ্য শক্তির উৎসগুলো হলোঃ সৌর শক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, সমুদ্র শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি, সমুদ্র তাপ শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, জলবিদ্যুৎ, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন ফিউশন নিউক্লিয়ার পাওয়ার ইত্যাদি।