`বনফুল’ কার ছদ্মনাম?
'বনফুল' বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম ।
‘রিক্সা’ কোন দেশি শব্দ?
‘রিক্সা’ জাপানি ভাষার শব্দ ।
`চর্যাপদ’ কি?
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ। বৌদ্ধ সহজিয়া সাধকদের এ সাধন সংগীত চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন ১৯০৭ সালে।
জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়?
জীবনানন্দ দাশ ১৮৯৯ সালে ১৭ ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন ।
ঘোড়া রোগ
ঘোড়া রোগ (সাধ্যের অতিরিক্ত সাধ): পাঁচ হাজার টাকা মাসিক বেতন পেয়ে দৈনিক পোলাও খেতে চাও, একেই বলে গরিবের ঘোড়া রোগ
কেতাদুরস্ত
কেতাদুরস্ত (পরিপাটি): চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক ।
ভবন
ভবন = ভো + অন ।
প্রত্যহ
প্রত্যহ = প্রতি + অহ ।
হনন করার ইচ্ছা
হনন করার ইচ্ছা = জিঘাংসা
জানবার ইচ্ছা
জানবার ইচ্ছা = জিজ্ঞাসা