জেলা জজ আদালত, সিরাজগঞ্জ || অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (22-04-2022) || 2022

All

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ (বাংলা ১৩২৭ সনের ২০ চৈত্র), রোজ মঙ্গলবার রাত ৮ টায় ব্রিটিশ ভারতের তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে শেখ পরিবারের এক টিনের ঘরে জন্মগ্রহণ করেন ।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখুন:
2.

‘অপারেশন সার্চলাইট ‘ কি

Created: 6 months ago | Updated: 18 hours ago

অপারেশন সার্চলাইট ২৫ মার্চ ১৯৭১ সালে সংঘটিত হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে তারই নাম দেয় ‘অপারেশন সার্চলাইট' ।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখুন:
3.

‘ছয় দফা’ কি?

Created: 6 months ago | Updated: 18 hours ago

বাঙালি জাতির মুক্তির সনদ। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বাঙালি জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন ।

Created: 6 months ago | Updated: 18 hours ago

আমাদের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এবং রণ সংগীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম ।

অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নির্দেশে এম. এ. জি ওসমানী সমগ্র দেশকে ১১ টি সেক্টরে ভাগ করেন এবং সিরাজগঞ্জ ৭নং  সেক্টরের অধীন।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখুন:
6.

ভিটামিন- এ এর উৎস কি কি?

Created: 6 months ago | Updated: 18 hours ago

হলুদ রঙের শাকসবজি, লালশাক, পুঁইশাক, গাজর, আম, ছোট মাছ, মাছের তেল, দুধ ইত্যাদি খাদ্যে প্রচুর পরিমাণে ভিটামিন-এ রয়েছে। এটি রেটিনল, বিটা ক্যারোটিন হিসেবে পাওয়া যায়।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখুন:
7.

করোনা ভাইরাস সংক্রমণ হতে বাঁচার উপায় কি কি?

Created: 6 months ago | Updated: 8 hours ago

করোনা ভাইরাস সংক্রমণ হতে বাঁচার উপায়ঃ 

সাবান পানি দিয়ে হাত ধোয়া; হাত না ধুয়ে চোখ, মুখ ও না স্পর্শ না করা; হাঁচি কাঁশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা; অসুস্থ পশু/ পাখির সংসম্পর্শে না আসা, মাছ, মাংস অলভাবে রান্না করে খাওয়া।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখুন:
8.

সুষম খাদ্য বলতে কিবুঝায়?

Created: 6 months ago | Updated: 18 hours ago

যে খাদ্য গ্রহণে দেহের প্রয়োজনীয় পরিমাণে সকল খাদ্য উপাদান পাওয়া যায় এবং দেহের সার্বিক প্রয়োজনীয়তা পূরণ হয় সেই খাদ্য সমষ্টিকে সুষম খাদ্য বলে । সুষম খাদ্যে শর্করা, আমিষ ও জাতীয় উপাদানের অনুপাত হল ৪ : ১ : ১। খাদ্যের উপাদন ৬টি। এগুলো উপযুক্ত অনুপাতে গ্রহণই সুষম খাদ্য। একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের প্রতিদিন প্রায় ২৫০০ থেকে ৩০০০ কিলোক্যালরি শক্তি প্রয়োজন হয় ।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখুন:
9.

রংধনুর সাতটি রয়ের নাম লিখুন

Created: 6 months ago | Updated: 18 hours ago

বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা এবং লাল রং। উল্লেখ্য, বৃষ্টির ফোটায় সূর্যের আলো পড়লে বৃষ্টির ফোঁটা প্রিজমের ন্যায় কাজ করে এবং সূর্যের সাদা আলো বিশ্লিষ্ট হয়ে সূর্যের বিপরীত
দিকে আকাশে উজ্জ্বল বর্ণের কার্ভ বা অর্ধবৃত্ত তৈরি করে। একে রংধনু বা রামধনু বলে ।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখুন:
10.

কম্পিউটার ভাইরাস কি?

Created: 6 months ago | Updated: 14 hours ago

কম্পিউটার ভাইরাস এ ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ (Self Executed), সংক্রমণ (Self Extracted), নিজস্ব সংখ্যাবৃদ্ধি (Self Replicated) করে। এই প্রোগ্রাম কিছু নির্দেশ বহন করে যা কম্পিউটারের সিপিইউ কর্তৃক গ্রহণ করে কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। এই প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা। কম্পিউটারের পরিভাষায় ভাইরাস (Virus) শব্দটির পূর্ণরূপ হলো Vital Information Resources Under Seize অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। গবেষক ফ্রেডরিক কোহেন (Frederick Cohen) এই ভাইরাসের নামকরণ করেন। এটি একটি Software বা প্রোগ্রাম যা দ্বারা কম্পিউটারের অপারেটিং সিস্টেম ক্ষতিসাধন করে থাকে ।

Related Sub Categories