খয়ের খাঁ
খয়ের খাঁ (চাটুকার): তুমি তো বড় সাহেবের খয়ের খাঁ, তিনি যা বলেন তুমি তাই করো ।
উড়ো চিঠি
উড়ো চিঠি (বেনামি চিঠি/ নামহীন চিঠি): ভয় দেখাবার জন্যে একটা উড়ো চিঠি লেখা হয়েছে ।
ডান হাতের ব্যাপার
ডান হাতের ব্যাপার (খাওয়া): আগে ডান হাতের ব্যাপারটা সেরে নিতে দাও ।
তাসের ঘর
তাসের ঘর (ক্ষণস্থায়ী): একমাত্র ছেলে পরীক্ষায় ফেল করায় মায়ের স্বপ্ন তাসের ঘরের মত ভেঙ্গে গেল ।
পটল তোলা
পটল তোলা (মারা যাওয়া): বুড়ো আজ বাদে কাল পটল তুলবে অথচ রাগ কমে না ।
অস্তি
অস্তি = নাস্তি ।
ওস্তাদ
ওস্তাদ = শাগরেদ ।
টাটকা
টাটকা = বাসি ।
সঞ্চয়
সঞ্চয় = অপচয় ।
সুশীল
সুশীল = দুঃশীল ।
সরোবরে জন্মে যা
সরোবরে জন্মে যা = সরোজ।
অনেকের মধ্যে একজন
অনেকের মধ্যে একজন = অন্যতম ।
যিনি প্রথম পথ দেখান
যান প্রথম পথ দেখান = পথপ্রদর্শক
যার অন্য কোন উপায় নেই
যার অন্য কোন উপায় নেই = অনন্যোপায়।
প্রায় মৃত
প্রায় মৃত = মুমূর্ষু ।
যতকাল রবে পদ্মা-মেঘনা-গৌরী-যমুনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।” ধানমন্ডি এই নাম্বার। মেইন রোড থেকে কিছুদূর গিয়ে ডান দিকে একটা ব্রীজ। ব্রীজ পেরোলেই সাইন বোর্ড ঘোষণা করছে সামনেই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। গেট এ চেক আপের কড়াকড়ি একটা প্রশ্নই বারবার মনে করিয়ে দেয়- সেদিন তোমরা কোথায় ছিলে? আজকের সতর্কতাটা যদি ৪৭ বছর আগে দেখাতে তাহলে হয়ত বঙ্গবন্ধু আজ জীবিত থাকতেন। যাই হোক, মোবাইল জমা দিয়ে কার্ড নিয়ে আমরা ঢুকে গেলাম জাদুঘরের ভিতর। দুটো অংশ সেখানে। একটা বঙ্গবন্ধুর বাড়ি, একটা সম্প্রসারিত জাদুঘর। বাড়িটাতে ঢোকার সময় প্রথমেই যে ঘরটা চোখে পরে তা হল রান্নাঘর। রান্নার হাড়ি-পাতিল-ডেকচিগুলো এমনভাবে রাখা যে হঠাৎ এক মূহুর্তের জন্য ভুলেই গিয়েছিলাম এখানে আর কেউ কখনো রান্না করতে আসবে না। তিনতলা বাড়িটার একতলায় ১৫ আগস্ট, ১৯৭৫ এ নিহত সবার ছবি আর কিছু আসবাবপত্র। দোতলায় ওঠার সিঁড়ি বাইতে, হেঁটে হেঁটে একের পর এক ঘরগুলো দেখতে দেখতে একটা কথাই বারবার মনে হচ্ছিল- এই বাড়িতে একদিন বঙ্গবন্ধু থাকতেন। এই পথ ধরে তিনি হাঁটতেন। এই ডাইনিং টেবিলে খেতেন। বঙ্গবন্ধুর বেডরুম আজো গুলির চিহ্ন ধারণ করে আছে। গুলি লেগে আছে শেখ জামাল আর তার নববধূর ঘরটিতেও ।
তৃতীয় তলাটা মূলত ছাদ। এক পাশে পড়ার ঘর। নিরিবিলি এই ঘরটা বরাদ্দ থাকত পরিবারের কোন সদস্যের পরীক্ষা থাকলে তার জন্য। আর একপাশে শেখ কামাল আর সুলতানা কামাল এর ঘর। পনেরই আগস্টের হত্যাযজ্ঞ, লুটপাট সবকিছুর পর ও আগের মত করে সাজানোর চেষ্টা করা হয়েছে ঘরগুলোকে। শেখ কামালের ঘরে পিয়ানো, সেতার সব জায়গা মত আছে। শুধু সেগুলো বাজানোর জন্য শেখ কামাল বেঁচে নেই। ফুলদানিতে ১৪ আগস্ট, ১৯৭৫ এ সাজিয়ে রাখা ফুল। শুকিয়ে গেছে অনেক আগেই। তবু স্মৃতি ধারন করে রেখেছে। হয়ত সুলতানা কামালের এতটুকু স্পর্শের স্মৃতি। সেই সিঁড়িতে আজো বুলেটের দাগ। জাতির পিতার রক্তের দাগ।
পাশেই সম্প্রসারিত জাদুঘর। চার তলা বিশিষ্ট জাদুঘরটিতে প্রতি পরতে পরতে ছড়িয়ে আছে এই দেশটার জন্য বঙ্গবন্ধু আর তার পরিবারের আত্মত্যাগের কাহিনি। মহাত্মা গান্ধী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী দের পাশে দাঁড়িয়ে থাকা তরুণ মুজিব এর ছবি। ভাষা আন্দোলনের ছবি। কেন যেন বায়ান্নতে ছাত্রদের আন্দোলনে রাস্তায় শুয়ে পরার ছবি দেখে শাহবাগের ছবিগুলো মনে ভাসছিল। আহত সহযোদ্ধাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন শেখ মুজিব ভাষণ দিচ্ছেন নৌকায় চড়ছেন। কত টুকরা টুকরা স্মৃতি। একসাথে করলে কি হয়? হয় একটি জাতির জন্মের ইতিহাস। শেখ কামাল- শেখ জামালের একাত্তরের রনাঙ্গনের পোশাক, ছোট্ট রাসেলের খেলার বল এমনকি খোপের পায়রাগুলো পর্যন্ত এক মহাত্মার কথা প্রতি মূহর্তে স্মরন করিয়ে দেয়।
চার তলাব্যাপী ইতিহাসের প্রদর্শনী দেখা শেষে আবার ঘরে ফেরা। শুধু কানে বাজছিল বঙ্গবন্ধুর সেই অমর উক্তি- “ফাঁসির মঞ্চে যাওয়ার সময় বলে যাব আমি বাঙালি। বাংলা আমার দেশ। বাংলা আমার ভাষা। বাংলার মাটি আমার স্থান।
They live ___ catching fish.
They live by catching fish.
বাক্যের অর্থঃ তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে।
He gets ___ well with this colleagues
He gets on well with his colleagues.
বাক্যের অর্থঃ সে তার সহকর্মীদের সাথে মিলেমিশে থাকতে পারে ।
You ____ better call a doctor
You had better call a doctor.
বাক্যের অর্থঃ তুমি বরং একজন ডাক্তার ডাক।
Don’t be ___ such a hurry.
Don't be had such a hurry.
বাক্যের অর্থঃ ওরকম তাড়াতাড়ি করো না ।
He does not leave his house___ 9 o’clock
He does not leave his house at 9 o'clock.
বাক্যের অর্থঃ তিনি ৯ টায় বাড়ি থেকে বের হন না।
He was immediately anxious for starting.
He was immediately anxious for starting.
= He was anxious for starting. বাক্যের অর্থঃ তিনি দ্রুত শুরুর প্রত্যাশা দিলেন ।
He will anxious start a business
He will recently start a business.
= He has started a business recently. বাক্যের অর্থঃ সম্প্রতি তিনি একটি ব্যবসায় শুরু করেছেন।
I insisted him to go there.
insisted him to go there.
= I insisted him on going there. বাক্যের অর্থঃ তাকে সেখানে যেতে আমি বাধ্য করেছিলাম।
He went to the mosque to pray.
He went to the mosque to pray.
= He went to the mosque for praying. বাক্যের অর্থঃ নামাজ পড়তে সে মসজিদে গিয়েছিল
Get the picture hanged in your room.
Get the picture hanged in your room.
= Get the picture hung in your room. বাক্যের অর্থঃ তোমার কক্ষে ছবিটি টানিয়ে রেখো ।
Fire burnt the ship
Fire burnt the ship.
= The ship was burnt with fire. বাক্যের অর্থঃ আগুন জাহাজটিকে পুড়িয়ে ফেললো।
Read the book.
Read the book.
= Let the book be read, বাক্যের অর্থঃ বইটি পড়ো।
The thief was caught
The thief was caught.
= Someone caught the thief. বাক্যের অর্থঃ চোরটি ধরা পড়েছিলো।
Did you take the therapy?
Did you take the therapy?
= Was the therapy taken by you? বাক্যের অর্থঃ তুমি কি থেরাপি নিয়েছিলে?
I was anyone me.
I was annoyed with with him
= He annoyed me. বাক্যের অর্থঃ সে আমাকে বিরক্ত করেছিল ।
Eid is the most important festival celebrated by Muslims around the world. One is Eid-ul-Fitr or Eid and the other is Eid-ul-Azha or Bakr-Eid. Eid-ul-Fitr or Eid is a festival that marks the end of the month of Ramadan. Ramadan is the holy month of fasting for Muslim. It is the ninth month in the Muslim Calendar. After the completion of the month, when the new moon is seen, the celebration of Eid gets to start. On the other hand, Eid-ul-Azha is celebrated as a festival of sacrifice by Muslims all over the world. After the prayers of Eid, sacrifice is done. On the day of the Eid Muslims dress up in new clothes and go to eidgah or mosque for special prayers. They offer special prayers for peace and prosperity of all. They wish one another by saying Eid Mubarak and share their love and affection for one another. People visit relatives' and friends' home. They all exchange gifts with one another. Some of the special dishes like Biriyani, kheer, sewai and sheer kurma are prepared during the festival. They are served among the family members and the relatives. The happiest of all are children. For them, the day is one of the most exciting days. They love to wear new clothes on that day. Children are given money or eedi by the elders (Eid gifts).Eid is celebrated in great joy and happiness. The festival is a day of joy and thanksgiving. It is a festival which gives the message of kindness, sympathy and brotherhood. It is a festival of love and compassion.
রাস্তাবাদে একবাহুর দৈর্ঘ্য = ৩০০ মিটার
∴ রাস্তাবাদে ক্ষেত্রফল = (৩০০)২ বর্গমিটার ।
আবার, রাস্তাসহ একবাহুর দৈর্ঘ্য মিটার ।
∴ রাস্তাসহ ক্ষেত্রফল = (৩০৮)২ বর্গমিটার ।
অতএব, রাস্তার ক্ষেত্রফল = (৩০৮)২ - (৩০০)২
বর্গমিটার।
আমরা জানি,
বর্তমান জনসংখ্যা p = ৩০,০০,০০০; জনসংখ্যা বৃদ্ধির হার সময় n = ৩ বছর।
এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রঃ
৬০০ টাকার ঘড়ি ১০% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য হয় = (৬০০ এর ১১০%) টাকা
= ৬৬০ টাকা