বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট || কেয়ারটেকার (10-06-2022) || 2022

All

সকল বিষয়

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যে বৃক্ষে ফল হয় কিন্তু ফুল হয় না। =  বনস্পতি

এক কথায় প্রকাশ করুন:
2.

দ্বীপে জন্ম হয়েছে যায়

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

দ্বীপে জন্ম হয়েছে যার = দ্বৈপায়ন ।

এক কথায় প্রকাশ করুন:
3.

পা দিয়ে যে চলে না

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

পা দিয়ে যে চলে না = পন্নগ।

এক কথায় প্রকাশ করুন:
4.

দেহে, মনে ও কথায়

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

দেহে, মনে ও কথায় = কায়মনোবাক্যে ।

এক কথায় প্রকাশ করুন:
5.

যে নারীর হাসি সুন্দর

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
6.

ভিক্ষা দাও দেখিলে 'ভিক্ষুক'

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক = সম্প্রদানে শূন্য।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
7.

'আজকে' নগদ কালকে ধার

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

আজকে নগদ কালকে ধার = অধিকরণে ২য় বিভক্তি ।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
8.

তুমি এখন 'বাড়ি' যেতে পার

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

তুমি এখন বাড়ি যেতে পার = . অধিকরণে শূন্য ।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
9.

'কষ্ট' না করলে কেষ্ট মিলে না

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

কষ্ট না করলে কেষ্ট মিলে না = কর্মে শূন্য ।

কারক ও বিভক্তি নির্নয় করুন:
10.

'ফুলে ফুলে' ঘর ভরেছে

Created: 4 weeks ago | Updated: 1 week ago

ফুলে ফুলে ঘর ভরেছে = করণে ৭মী ।

Rural Electrification in Bangladesh

Bangladesh is an energy hunger country. After the liberation war to meet up power crisis was one of the most important challenges for government. Day by day the challenge becomes really harder to harder to meet up power crisis, especially to meet up power crisis in rural area. So government formed Rural Electrification Board (REB) from Bangladesh Power Development Board (BPDB) to fulfill the power demand for village people. This organization is playing a vital role for the village people. After the establishment of REB now more than 90% of the villages are being electrified. The BPDB is responsible for major portion of generation and distribution of electricity mainly in urban areas of the country. The Board is now under the power Division of the ministry of power, Energy and Min- eral Resources.

Created: 4 weeks ago | Updated: 1 week ago

নাচতে না জানলে উঠোন বাঁকা। 

=  A bad workman quarrels with his tools.

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

তাদের বিনয়ী হওয়া উচিত ছিল। 

=  They should have been modest.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

ছেলেরা আকাশে ঘুড়ি উড়াচ্ছে। 

= The boys are flying kites in the sky.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

সে আমাকে দাওয়াত দিয়েছে। 

= He has invited me.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

করিম ঘামছে না। 

= Karim is not sweating.

সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ সে.মি. হলে পীথাগোরাসের উপপাদ্যের ভিত্তিতে, ভূমি  ৫ সে.মি. এবং লম্ব  ১২ সে.সি.  হবে। 

আমরা জানি, 

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ×ভূমি ×উচ্চতা 

=××

= সে.মি. 

উত্তর : ত্রিভুজটির ক্ষেত্রফল ৩০ বর্গ সে.মি. 

 

দেওয়া আছে, লোকসংখ্যা r = ৭০,০০,০০০ জন; বৃদ্ধির হার  =  = .;  সময় n = ৩ বছর। 

∴ নির্ণেয় লোকসংখ্যা  = p  + r 

= ,, +. = ,, . = ,,  × .

= ৭৬,৪৯,০৮৯ জন ।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বরাদ্দের হার  ২৪ হাজার ২২০ কোটি টাকা ।

'আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি' উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর।  কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে উল্লিখিত মন্তব্যটি করেছিলেন ১৯৭৩ সালে আলজিয়ার্স জোট নিরপেক্ষ সম্মেলনে।

বগুড়া জেলার শেরপুর উপজেলার ভুরানিপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে ১৬ মার্চ, ২০২১ সালে ‘শস্যচিত্র' (Largest Crop Field Mosaic) ক্যাটাগরিতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর স্বীকৃতি লাভ করে।

Created: 4 weeks ago | Updated: 1 week ago

তড়িৎ চৌম্বক আবেশের আবিষ্কারক মাইকেল ফ্যারাডে।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

বেগম' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক নূরজাহান বেগম ।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

বাংলা একাডেমির তথ্যানুযায়ী, নতুন বাংলা বর্ষপুঞ্জি অনুসারে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন। এই ৬ মাসের হিসাব হবে ৩১ দিনে। তাই সঠিক উত্তর হবে ৬ টি ।

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

বাংলাদেশের জাতীয় পতাকার নকশা করেছেন কামরুল হাসান। আর ‘জাতীয় পতাকা দিবস' পালিত হয় ২৩ মার্চ। 'জাতীয় পতাকা উত্তোলন দিবস' পালিত হয় ২ মার্চে ।

সংক্ষেপে উত্তর দিন:
27.

ICARDA শব্দের পূর্ণরূপ

Created: 4 weeks ago | Updated: 8 hours ago

ICARDA  - International Center for Agricultural Research in the Dry Areas

সংক্ষেপে উত্তর দিন:
28.

CEDAW শব্দের পূর্ণরূপ

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

CEDAW - Convention on the Elimination of All Forms of Discrimination against Women 

Related Sub Categories