বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট || কেয়ারটেকার (10-06-2022) || 2022

All

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বরাদ্দের হার  ২৪ হাজার ২২০ কোটি টাকা ।

'আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি' উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর।  কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে উল্লিখিত মন্তব্যটি করেছিলেন ১৯৭৩ সালে আলজিয়ার্স জোট নিরপেক্ষ সম্মেলনে।

বগুড়া জেলার শেরপুর উপজেলার ভুরানিপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে ১৬ মার্চ, ২০২১ সালে ‘শস্যচিত্র' (Largest Crop Field Mosaic) ক্যাটাগরিতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর স্বীকৃতি লাভ করে।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

তড়িৎ চৌম্বক আবেশের আবিষ্কারক মাইকেল ফ্যারাডে।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

বেগম' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক নূরজাহান বেগম ।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

বাংলা একাডেমির তথ্যানুযায়ী, নতুন বাংলা বর্ষপুঞ্জি অনুসারে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন। এই ৬ মাসের হিসাব হবে ৩১ দিনে। তাই সঠিক উত্তর হবে ৬ টি ।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

বাংলাদেশের জাতীয় পতাকার নকশা করেছেন কামরুল হাসান। আর ‘জাতীয় পতাকা দিবস' পালিত হয় ২৩ মার্চ। 'জাতীয় পতাকা উত্তোলন দিবস' পালিত হয় ২ মার্চে ।

সংক্ষেপে উত্তর দিন:
9.

ICARDA শব্দের পূর্ণরূপ

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

ICARDA  - International Center for Agricultural Research in the Dry Areas

সংক্ষেপে উত্তর দিন:
10.

CEDAW শব্দের পূর্ণরূপ

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

CEDAW - Convention on the Elimination of All Forms of Discrimination against Women 

Related Sub Categories