বাঘের আড়ি
বাঘের আড়ি (প্রবল জেদ): বাবুল আজ খেলনা কেনার জন্য বাঘের আড়ি ধরেছে।
বর্ণচোরা আম
বর্ণচোরা আম (কপট ব্যক্তি): লোকটি বর্ণচোরা আম, তার আসল রূপ ধরা যায় না।
ফুটো পয়সার লড়াই
ফুটো পয়সার লড়াই (সামান্য বিষয় নিয়ে বিবাদ): ফুটো পয়সার লড়াইয়ে থানা পুলিশ করা ঠিক নয়।
ষাঁড়ের গোবর
ষাঁড়ের গোবর (অপদার্থ লোক): ছেলেগুলো সব ষাঁড়ের গোবর, পড়ে পড়ে মার খায় ।
হস্তিমুর্খ
হস্তিমূর্খ (ভীষণ বোকা): সামান্য ব্যাপারটা বুঝতে পারলে তুমি তো একটা হস্তিমূর্খ দেখছি।
যিনি প্রতিষ্ঠা লাভ করেছেন।
যিনি প্রতিষ্ঠা লাভ করেছেন = লব্ধপ্রতিষ্ঠ
যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত
যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত = নৈয়ায়িক
যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছ।
যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছ = ক্রমবর্ধমান
যা লঙ্ঘন করা দুরূহ
যা লঙ্ঘন করা দুরূহ = দুর্লঙ্গনীয়
যে অন্য দিকে মন দেয় না
যে অন্য দিকে মন দেয় না = অনন্যমনা
মহর্ষি
মহর্ষি = মহা + ঋষি
নিষ্ঠা
নিষ্ঠা = নিঃ + ঠা
ক্ষুধার্ত
ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত।
জ্যোতির্বিদ
জ্যোতির্বিদ = জ্যোতিঃ + বিদ ।
অঙ্কিত
অঙ্কিত = অঙ্ক + ত (ক্ত)।
একটা গোপন কথা বলি
একটা গোপন কথা বলি
= একটা গোপনীয় কথা বলি ।
সে তার শিক্ষকের একান্ত বাধ্যগত ছাত্র
সে তার শিক্ষকের একান্ত বাধ্যগত ছাত্র
= সে তার শিক্ষকের একান্ত বাধ্য/ অনুগত ছাত্ৰ ৷
সমস্ত ছাত্রগণই পড়াশোনায় অমনযোগী নহে
সমস্ত ছাত্রগণই পড়াশোনায় অমনোযোগী নহে
= সকল ছাত্রই পড়াশোনায় অমনোযোগী নয় ।
আমার কথায় প্রমাণ হলো
আমার কথাই প্রমাণ হলো
= আমার কথাই প্রমাণিত হলো
তার এখন সংকট অবস্থা
তার এখন সংকট অবস্থা
= তার এখন সংকটাপন্ন অবস্থা ।
মানবাধিকার বলতে বোঝায় মৌলিক অধিকার এবং স্বাধীনতা যা সকল মানুষের ন্যায়সঙ্গত অধিকার। প্রচলিত ধারণায় এই অধিকারগুলো হচ্ছে অখণ্ডনীয় এবং মৌল'। তবে এ সকল অধিকার এবং স্বাধীনতা যেসব ক্ষেত্রেই প্রয়োগ করা হোক, তা থাকবে বিতর্কের জন্য উন্মুক্ত। তাই দেখা যায় যে, কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক এবং নাগরিক অধিকার (যা প্রথম প্রজন্মের অধিকার বলে বিবেচিত) বেশি সুবিধা দিচ্ছে বলে অনেকে প্রাধান্য দেন, আবার কিছু কিছু ক্ষেত্রে সামাজিক এবং অর্থনৈতিক অধিকারকে যা দ্বিতীয় প্রজন্মের অধিকার বলে বিবেচিত অনেকে গুরুত্ব দিয়ে থাকেন। অনেকে আবার গুরুত্ব দিচ্ছেন যে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে উল্লেখিত মানবাধিকার নির্ধারিত হয় নির্দিষ্ট সংস্কৃতির মাধ্যমে এবং বৈশ্বিক ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র: ২য় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা লাভের অল্প কিছু দিনের মধ্যে ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বজনীন মানবাধিকার ঘোষণার প্রাথমিক ভিত্তির দলিলটি গৃহীত হয়। বাধ্যবাধকতাহীন এই দলিলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একনায়ক সুলভ ক্ষমতার ব্যবহার থেকে ব্যক্তিকে রক্ষা করার উদ্দেশ্যে মানবাধিকারের রূপরেখা তৈরি করা হয়েছিল। বিশ্বের সবগুলো মহাদেশের এবং ধর্মের প্রতিনিধিদের মধ্য থেকে রূপরেখা তৈরি করা হয়েছিল। বিশ্বের সবগুলো মহাদেশের এবং ধর্মের প্রতিনিধিদের মধ্য থেকে আন্তর্জাতিকভাবে নির্বাচিত বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি কমিটির দ্বারা গবেষণার মাধ্যমে এবং প্রতিটি অধিকার আলাদা অংশে বিভক্ত করে সর্বজনীন মানবাধিকার তত্ত্বটি প্রস্তুত হয়। সর্বজনীন মানবাধিকার তত্ত্বে মৌলিক অধিকার এবং স্বাধীনতার কথা বলা হয়েছে, যা সমগ্র মানব সত্তার সাথে জড়িত। UDHR এর ১ নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, সকল মানুষই স্বাধীন অবস্থায় সম- মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। এর সাথে যোগ করা হয়েছে অর্থনীতি, সামাজিক-সাংস্কৃতিক অধিকার এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার। সব অধিকারের সমন্বয়ে প্রণীত ইউডিএইচআর-এ আশা করা হয়েছিল যে, মৌলিক অধিকারসমূহ অবিচ্ছেদ্য এবং অলঙ্ঘনীয় ভাবে তৈরি।
In cold blood
In cold blood (বিনা উত্তেজনায়; ঠাণ্ডা মাথায়): They killed the police officer in cold blood.
Cow down
Cow down (কারো অনুজ্ঞাবর্তী হওয়া): Don't make him cow down to you.
Man of straw
Man of straw ( অপদার্থ): Such an important job can not be done by such a man of straw.
In a body
In a body (দলবদ্ধ হয়ে): All the students came out in a body.
Dead letter
Dead letter (যে আইন আর চালু নেই): The law is a dead letter now.
Sweet _____the uses of adversity.
Sweet are the uses of adversity.
বাক্যের অর্থঃ দুর্দিনের দানই মধুর।
___should objective people smoking in their reading room.
Students should object people smoking in their reading room.
বাক্যের অর্থঃ ছাত্রদের উচিৎ শ্রেণিকক্ষে মানুষকে ধুমপান হতে বিরত রাখা ।
This thing differs from that.
বাক্যের অর্থঃ এই জিনিসটি ওটা থেকে ভিন্ন।
He comes ____ a noble family.
He comes of a noble family.
বাক্যের অর্থঃ তিনি একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছেন।
The teacher is popular ____ his students.
The teacher is popular among his students.
বাক্যের অর্থঃ শিক্ষক তার ছাত্রছাত্রীদের নিকট জনপ্রিয়।
পদ্মা সেতু আমাদের অহংকার, যা নিজস্ব অর্থায়নে নির্মিত
পদ্মা সেতু আমাদের অহংকার, যা নিজস্ব অর্থায়নে নির্মিত
= Padma bridge is our pride which is established with own finance.
বুলবুল যখন জেগে উঠল, তখন বৃষ্টি হচ্ছিল
বুলবুল যখন জেগে উঠল, তখন বৃষ্টি হচ্ছিল
= Bubul woke up while it was raining
তার জন্য জায়গা করে দাও
তারজন্য জায়গা করে দাও
= Make a room for him.
মেট্রোরেলের কাজ চলছে
মেট্রোরেলের কাজ চলছে
= The construction of metro rail is in progress.
আমার ঘড়িতে এখন ১০ টা বাজে
আমার ঘড়িতে এখন ১০ টা বাজে
= It is 10 by my watch.
Has the done it?
Has he done it?
= Has it been done by him? (বাক্যের অর্থঃ তিনি কি, কাজটি করেছেন?)
Do the work?
Do the work
= Let the work be done বাক্যের অর্থঃ কাজটি করা হোক
Rice sells cheap
Rice sells cheap
= Rice is cheap when it is sold. বাক্যের অর্থঃ চাল সস্তায় বিক্রি হয়।
Do not look down upon the poor.
Do not look down upon the poor
= Let not the poor be looked down upon. বাক্যের অর্থঃ গরীবদের অবজ্ঞা করো না ।
My pen has been stolen
My pen has been stolen
= Someone has stolen my pen. বাক্যের অর্থঃ কেউ আমার কলম চুরি করেছে।
Bangladesh is a massively power-deficient country with peak power shortages of around 25%. More than 60% of its people do not have access to the power grid. The country only produces 3500- 4200 MW of electricity against a daily demand for 4000-5200 MW on average, according to official estimates. Solar energy is an ideal solution as it can provide gridless power and is totally clean in terms of pollution and health hazards. Since it saves money on constructing electricity transmission lines, it's economical as well. Little wonder that it is becoming popular in Bangladesh. The number of households using solar panels has now crossed the one million mark, the fastest expansion of solar use anywhere in the world. In 2002, just 7,000 households in Bangladesh were using solar panels, but now more than one million households, or five million people, are benefiting from solar energy. The Government of Bangladesh has also grasped the solar agenda, and the Prime Minister now has a 21.6 kilowatt solar power system for her office. Last year the Bangladesh Bank, the country's central bank, installed a solar system on the rooftop of its main building to reduce pressure on the demand for electricity. This solar system, expected to last about 20 years, has an 8-kilowatt capacity. The Government of Bangladesh has also withdrawn all the import tariff and VAT (Value Added Tax) on the raw materials of solar panels for the current fiscal year. In his budget speech, the Finance Minister Abul Mal Abdul Muhit said that Bangladesh gets about 250 to 300 sunny days on average per year (rainy days are not included). He added that since the maintenance cost is very low, we could massively increase the use of solar power in the country. The solar panel providers in Bangladesh are now expecting the price of batteries and accessories to drastically reduce. In fact, solar panels and accessories imported from countries in the developed world like Germany cost a lot, but the same panels manufactured in China cost much less.
চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল = ২.৫৬ মিঃ ১.২৫ মিঃ = ২৫৬ সেমি ১২৫ সেমি = ৩২,০০০ বর্গ সেঃমিঃ
চৌবাচ্চায় ৮,০০০ লিটার পানি ধরে = ৮,০০০ ১,০০০ ঘন সেঃমিঃ [১,০০০ ঘন সেঃমিঃ = ১ লিটার]
অতএব, চৌবাচ্চাটির আয়তন = ৮০০০০০০ ঘন সেঃমিঃ
⇒ ৩২,০০০ চৌবাচ্চাটির গভীরতা = ৮০০০০০০
∴ চৌবাচ্চাটির গভীরতা = ২৫০ সেঃমিঃ = ২.৫ মিটার
সুদ আসলের অংশ যার অর্থ ৮ টাকা আসল হলে সুদ হবে ৩ টাকা ।
∴ সুদাসল = ৮ + ৩ = ১১ টাকা
অর্থাৎ সুদাসল ১১ টাকা হলে আসল = ৮ টাকা
∴ সুদাসল ৫,৫০০ টাকা হলে আসল টাকা = ৪,০০০ টাকা
ধরি, সুদের হার r
এখন দেয়া আছে, আসল p = ৪,০০০ টাকা; সময় n = ৩ বছর এবং সুদ I = ৫,৫০০ - ৪,০০০ = ১,৫০০ টাকা
আমরা জানি,
উত্তরঃ আসল ৪,০০০ টাকা এবং সুদের হার ১২.৫%
মনে করি, ২৫ মিটার কাপড়ের ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ১ মিটার কাপড়ের ক্রয়মূল্য = ৪ টাকা
আবার, ২০ মিটার কাপড়ের বিক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ১ মিটার কাপড়ের বিক্রয়মূল্য = ৫ টাকা
∴ লাভ হয় = ৫ - ৪ = ১ টাকা
অতএব, শতকরা লাভ হয়
দেওয়া আছে,
বঙ্গবন্ধু ছয়দফা দাবী কোথায় পেশ করেন?
বঙ্গবন্ধু ছয়দফা দাবী ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে পেশ করেন।
কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়?
১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ'।
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পীকার কে ছিলেন?
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পীকার ছিলেন মোহাম্মদ উল্লাহ (মেয়াদঃ ০৭.০৪.১৯৭৩ থেকে ২৬.০১.১৯৭৪ পর্যন্ত)।
‘স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত?
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত ‘স্ট্যাচু অব পিস' ।
পূর্ণরূপ লিখুন; TIN
TIN এর পূর্ণরূপ Taxpayer's Identification Number. (সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই TIN ব্যবহার করা হয় ।)
২০২২ সালে ঘোষিত বাজেট বাংলাদেশের কততম বাজেট?
২০২২ সালে ঘোষিত বাজেট বাংলাদেশের ৫১তম বাজেট ।
শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালিত হয়?
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর পালিত হয়।
বাংলা টাউন কোথায় অবস্থিত?
বাংলা টাউন লন্ডন, যুক্তরাজ্য অবস্থিত ।
মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর’ ৮নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ।
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
বঙ্গবন্ধু কত সালে জুলিও কুরি পদক পান?
বঙ্গবন্ধু ১০ অক্টোবর, ১৯৭২ সালে জুলিও কুরি পদক পান ।
NASA এর সদর দপ্তর কোথায়?
NASA এর সদর দপ্তর National Aeronautics and Space Administration
দাহগ্রাম – আঙ্গুরপোতা কোন জেলায় অবস্থিত?
দহগ্রাম ইউনিয়ন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল, যা ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এর তিন দিকে ভারতের কুচবিহার জেলা, একদিকে তিস্তা নদী, নদীর ওপারেও ভারতীয় ভূখণ্ড। ভৌগলিক কারণে এটি দহগ্রাম-আঙ্গোরপোতা ছিটমহল নামেই বেশি পরিচিত।
শিখা চিরন্তন কোথায় অবস্থিত?
শিখা চিরন্তন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত।
বাংলাদেশে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
বাংলাদেশে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে অবস্থিত।
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলার নাম কি?
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলার নাম কক্সবাজার ।
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন?
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
বাংলাদেশের লোকশিল্প যাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত ।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর পদবী কি ছিল?
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর পদবী বীর শ্রেষ্ঠ।
জাতীয় সংসদ এর সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত?
জাতীয় সংসদ এর সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স ২৫ বছর।