রপ্তানি উন্নয়ন ব্যুরো || সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর/নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরিক (24-06-2022) || 2022

All

সকল বিষয়

অর্থসহ বাক্য গঠন করুন
2.

ঝড়ো কাক

Created: 3 months ago | Updated: 1 day ago

ঝড়ো কাক (দুর্দশাগ্রস্থ ব্যক্তি) = শেয়ার বাজারে ধরা খেয়ে জামান সাহেব ঝড়ো কাক হয়েছেন।

অর্থসহ বাক্য গঠন করুন
3.

তাল পাতার সেপাই

Created: 3 months ago | Updated: 1 day ago

তাল পাতার সেপাই (ক্ষীণজীবী) = মনিরের মত তাল পাতার সেপাই দিয়ে কাজ হবে না।

এক কথায় প্রকাশ করুন:
4.

একই গুরুর শিষ্য যারা

Created: 3 months ago | Updated: 1 day ago

একই গুরুর শিষ্য যারা = সতীর্থ।

এক কথায় প্রকাশ করুন:
5.

যে ভবিষ্যত না ভেবেই কাজ করে

Created: 3 months ago | Updated: 17 hours ago

যে ভবিষ্যত না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।

ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্ব অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়। শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়সমূহঃ কারক-বিভি শব্দ, প্রকৃতি-প্রত্যয়, উপসর্গ, বাচ্য, পদ, পুরুষ, অনুসর্গ, বচন, সমাস, লিঙ্গ ।

লিঙ্গান্তর হয় না এমন একটি শব্দ হলো কবিরাজ।

সমার্থক শব্দ লিখুন:
8.

কালো

Created: 3 months ago | Updated: 3 days ago

কালো = অসিত, কৃষ্ণ, শ্যাম, শ্যামল, কানাই ।

সমার্থক শব্দ লিখুন:
9.

দ্যুলোক

Created: 3 months ago | Updated: 3 days ago

দ্যুলোক = আকাশ, আসমান, গগন, বোম, শূন্য, নভঃ, অনন্ত ।

বিপরীত শব্দ লিখুন:
10.

স্নিগ্ধ

Created: 3 months ago | Updated: 3 days ago

স্নিগ্ধ = রুক্ষ্ম

বিপরীত শব্দ লিখুন:
11.

রিক্ত

Created: 3 months ago | Updated: 3 days ago

রিক্ত = পূর্ণ ।

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

প্রত্যক্ষ

Created: 3 months ago | Updated: 1 day ago

প্রত্যক্ষ = প্রতি + অক্ষ ।

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

অহর্নিশ

Created: 3 months ago | Updated: 1 day ago

অহর্নিশ = অহঃ + নিশা।

Created: 3 months ago | Updated: 3 days ago

                                                                                                                             Mobile Phone

A mobile phone sometimes shortened to simply mobile, cell, or just phone, is a portable telephone that can make and receive calls over a radio frequency link while the user is moving within a telephone service area. The radio frequency link establishes a connection to the switching systems of a mobile phone operator, which provides access to the public switched telephone network (PSTN). Modern mobile telephone services use a cellular network architecture and therefore, mobile telephones are called cellular telephones or cell phones in North America. In addition to telephony, digital mobile phones (2G) support a variety of other services, such as text messaging, MMS, email, Internet access, short-range wireless communications (infrared/ 6. Bluetooth), business applications, video games and digital photography. Mobile phones offering only those capabilities are known as feature phones; mobile phones which offeri greatly advanced computing capabilities are referred to as smartphones.

Created: 3 months ago | Updated: 3 days ago

তার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। 

= His dream will never come true.

Created: 3 months ago | Updated: 3 days ago

বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। 

= Bangladesh is a land of river.

সবুজ যখন জেগে উঠছিল তখন বৃষ্টি পড়ছিল।

= When Sobuj woke up, it was raining.

Created: 3 months ago | Updated: 4 days ago

আমি দুই ঘণ্টা ধরে তার অপেক্ষা করছি। 

= I have been waiting for him for two hours.

Created: 3 months ago | Updated: 3 days ago

মেট্রোরেলের কাজ চলছে ।

= The work of metro rail in progress.

Write sentences using the following phrases:
20.

A piece of cake

Created: 3 months ago | Updated: 4 days ago

A piece of cake (অত্যন্ত সহজ ও আরামপ্রদ বস্তু) = I never said that training would be a piece of cake.

Write sentences using the following phrases:
21.

Once in a blue moon

Created: 3 months ago | Updated: 3 days ago

Once in a blue moon (কদাচিৎ) = He comes here Once in a blue moon.

Correct the following words:
22.

Playwrite

Created: 3 months ago | Updated: 3 days ago

Playwrite = Playwright (নাট্যকার)।

Correct the following words:
23.

Cornel

Created: 3 months ago | Updated: 3 days ago

Cornel = Colonel (কর্নেল)।

Correct the following sentences:
24.

I am confident on your prosperity.

Created: 3 months ago | Updated: 3 days ago

I am confident on your prosperity.

= I am confident about your prosperity. 
বাক্যের অর্থঃ তোমার সমৃদ্ধির বিষয়ে আমি আত্মবিশ্বাসী।

Correct the following sentences:
25.

I prefer tea than coffee.

Created: 3 months ago | Updated: 3 days ago

I prefer tea than coffee.

= I prefer tea to coffee. 
বাক্যের অর্থঃ কফির চেয়ে আমি চা পছন্দ করি।

Created: 3 months ago | Updated: 3 days ago

He insisted---going home at once. 

= He insisted on going home at once. 

বাক্যের অর্থঃ সে বাড়ি যাবার জন্য পীড়াপীড়ি করেছিল।

Created: 3 months ago | Updated: 3 days ago

Bangladesh is---agricultural country. 

= Bangladesh is an agricultural country. 
বাক্যের অর্থঃ বাংলাদেশ কৃষি প্রধান দেশ।

Created: 3 months ago | Updated: 4 days ago

He was debarred---appearing the examination.

= He was debarred from appearing the examination. 

বাক্যের অর্থঃ পরীক্ষা থেকে তাকে বিরত রাখা হয়েছিল।

মনে করি, পণ্যটির দাম ক টাকা

প্রশ্নমতে, ক এর ১২০%-ক এর ৯০% = ১৩৫ টাকা

=-= =-= == =

Created: 3 months ago | Updated: 9 hours ago

Given that, (x+5) (x-5) = 24 =x2-52=24 =x2=49 x=49=7

১২ টির ক্রয়মূল্য  = ১০ টাকা

১টির ক্রয়মূল্য = = টাকা

আবার, ৮ টির বিক্রয়মূল্য = ১০ টাকা

১ টির বিক্রয়মূল্য = = টাকা

লাভ = -=-= টাকা

 টাকায় লাভ হয় =  টাকা

১০০ টাকায় লাভ হয় = ××= টাকা বা ৫০%।

‘ক’ ও ‘খ’ ১২ দিনে করে= ১ টি কাজ

ক ও খ ১ দিনে করে =  অংশ কাজ

‘ক’ ২০ দিনে করে = ১ টি কাজ

ক ১ দিনে করে =  অংশ কাজ

খ ১ দিনে করে = -0=-= অংশ কাজ।

 সম্পূর্ণ কাজটি করতে খ এর সময় লাগবে ৩০ দিন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ হলো: ০১. পদ্মা সেতু। ০২ মেট্রোরেল। ০৩. কর্ণফুলী ট্যানেল। ০৪. পায়রা বন্দর। ০৫. রামপাল বিদ্যুৎ কেন্দ্র। ০৬. পাছ তাপ বিদ্যুৎ কেন্দ্র ।

বাংলাদেশের বাইরে ভারতের কোলকাতায় পাকিস্তান দূতাবাসের তৎকালীন ডেপুটি হাইকমিশনার এম হোসেন আ কর্তৃক সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ১৮ এপ্রিল, ১৯৭১ সালে। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম জাতীয় পতন উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায় ২ মার্চ, ১৯০ সালে।

ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ কর্কটক্রান্তি কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। উল্লেখ বাংলাদেশের জলবায়ু 'ক্রান্তীয় মৌসুমি জলবায়ু' নামে পরিচিত। বাংলাদেশের মাঝামাঝি স্থানদিয়ে কর্কটক্রান্তি রে অতিক্রম করায় এখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজমান। d) মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল? 

মুক্তিযুদ্ধের সময় ঢাকা ২ নং নম্বর সেক্টরের অধীন ছিল। উল্লেখ্য, ঢাকা ছাড়াও যে জেলাগুলো ২ নম্বর সেক্ট অধীনে ছিলোঃ নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, ফরিদপুর জেলার অংশবিশেষ। আগরতলার ২০ মাইল দক্ষি ছিল এ সেক্টরের সদরদপ্তর।

পদ্মা সেতুর সম্পূর্ণ দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মি। উল্লেখ্য, প্রথম স্প্যান বসানো হয় ও সেপ্টেম্বর, ২০১৭ সালে (৩৭ এবং ৩৮ নং পিলারে) এবং সর্বশেষ ৪১তম স্প্যানটি বসানো হয় ১০, ডিসেম্বর, ২০২০ সাে (১২ এবং ১৩ নং পিলারে)। এই সেতুটির মোট স্প্যান ৪১টি এবং পিলার ৪২টি।

“বিগ ব্যাং” আধুনিক তত্ত্ব ব্যাখ্যা করেন স্টিফেন হকিং। উল্লেখ্য, স্টিফেন উইলিয়াম হকিং একজন ইংরে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান-বিষয়ক জনপ্রিয় ধারার লেখক। তাঁকে ২১শ শতকের অন্যত সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের একজন হিসেবে গণ্য করা হয় ।

Created: 3 months ago | Updated: 1 day ago

WWW ও LAN এর পূর্ণরূপ হলো: World Wide Web ও Local Area Network.

Created: 3 months ago | Updated: 1 day ago

WTO এর পূর্ণরূপ: World Trade Organization.

সম্রাট আকবর তাঁর জ্যোতিষী ফতেহ উল্লাহ সিরাজী এবং সম্রাট আকবে অর্থমন্ত্রী- এই তিনজন মিলে ইংরেজী ১৫৫৬ এবং হিজরী ৯৬৩ সালে বাংলা সাল চালু করেন।

“শোন একটি মুজিবরের থেকে” গানটির গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার ।

Related Sub Categories