রপ্তানি উন্নয়ন ব্যুরো || সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর/নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরিক (24-06-2022) || 2022

All

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ হলো: ০১. পদ্মা সেতু। ০২ মেট্রোরেল। ০৩. কর্ণফুলী ট্যানেল। ০৪. পায়রা বন্দর। ০৫. রামপাল বিদ্যুৎ কেন্দ্র। ০৬. পাছ তাপ বিদ্যুৎ কেন্দ্র ।

বাংলাদেশের বাইরে ভারতের কোলকাতায় পাকিস্তান দূতাবাসের তৎকালীন ডেপুটি হাইকমিশনার এম হোসেন আ কর্তৃক সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ১৮ এপ্রিল, ১৯৭১ সালে। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম জাতীয় পতন উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায় ২ মার্চ, ১৯০ সালে।

ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ কর্কটক্রান্তি কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। উল্লেখ বাংলাদেশের জলবায়ু 'ক্রান্তীয় মৌসুমি জলবায়ু' নামে পরিচিত। বাংলাদেশের মাঝামাঝি স্থানদিয়ে কর্কটক্রান্তি রে অতিক্রম করায় এখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজমান। d) মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল? 

মুক্তিযুদ্ধের সময় ঢাকা ২ নং নম্বর সেক্টরের অধীন ছিল। উল্লেখ্য, ঢাকা ছাড়াও যে জেলাগুলো ২ নম্বর সেক্ট অধীনে ছিলোঃ নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, ফরিদপুর জেলার অংশবিশেষ। আগরতলার ২০ মাইল দক্ষি ছিল এ সেক্টরের সদরদপ্তর।

পদ্মা সেতুর সম্পূর্ণ দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মি। উল্লেখ্য, প্রথম স্প্যান বসানো হয় ও সেপ্টেম্বর, ২০১৭ সালে (৩৭ এবং ৩৮ নং পিলারে) এবং সর্বশেষ ৪১তম স্প্যানটি বসানো হয় ১০, ডিসেম্বর, ২০২০ সাে (১২ এবং ১৩ নং পিলারে)। এই সেতুটির মোট স্প্যান ৪১টি এবং পিলার ৪২টি।

“বিগ ব্যাং” আধুনিক তত্ত্ব ব্যাখ্যা করেন স্টিফেন হকিং। উল্লেখ্য, স্টিফেন উইলিয়াম হকিং একজন ইংরে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান-বিষয়ক জনপ্রিয় ধারার লেখক। তাঁকে ২১শ শতকের অন্যত সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের একজন হিসেবে গণ্য করা হয় ।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

WWW ও LAN এর পূর্ণরূপ হলো: World Wide Web ও Local Area Network.

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

WTO এর পূর্ণরূপ: World Trade Organization.

সম্রাট আকবর তাঁর জ্যোতিষী ফতেহ উল্লাহ সিরাজী এবং সম্রাট আকবে অর্থমন্ত্রী- এই তিনজন মিলে ইংরেজী ১৫৫৬ এবং হিজরী ৯৬৩ সালে বাংলা সাল চালু করেন।

“শোন একটি মুজিবরের থেকে” গানটির গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার ।

Related Sub Categories