ঝড়ো কাক
ঝড়ো কাক (দুর্দশাগ্রস্থ ব্যক্তি) = শেয়ার বাজারে ধরা খেয়ে জামান সাহেব ঝড়ো কাক হয়েছেন।
তাল পাতার সেপাই
তাল পাতার সেপাই (ক্ষীণজীবী) = মনিরের মত তাল পাতার সেপাই দিয়ে কাজ হবে না।
একই গুরুর শিষ্য যারা
একই গুরুর শিষ্য যারা = সতীর্থ।
যে ভবিষ্যত না ভেবেই কাজ করে
যে ভবিষ্যত না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।
ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্ব অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়। শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়সমূহঃ কারক-বিভি শব্দ, প্রকৃতি-প্রত্যয়, উপসর্গ, বাচ্য, পদ, পুরুষ, অনুসর্গ, বচন, সমাস, লিঙ্গ ।
লিঙ্গান্তর হয় না এমন একটি শব্দ হলো কবিরাজ।
কালো
কালো = অসিত, কৃষ্ণ, শ্যাম, শ্যামল, কানাই ।
দ্যুলোক
দ্যুলোক = আকাশ, আসমান, গগন, বোম, শূন্য, নভঃ, অনন্ত ।
স্নিগ্ধ
স্নিগ্ধ = রুক্ষ্ম
রিক্ত
রিক্ত = পূর্ণ ।
প্রত্যক্ষ
প্রত্যক্ষ = প্রতি + অক্ষ ।
অহর্নিশ
অহর্নিশ = অহঃ + নিশা।