রপ্তানি উন্নয়ন ব্যুরো || রিসার্চ অফিসার/সহকারী পরিচালক (01-07-2022) || 2022

All

সকল বিষয়

                                                                                              সামাজিক যোগাযোগ মাধ্যম-সুফল ও কুফল

সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে কম্পিউটার, স্মার্টফোন ও আইফোন। এ প্রযুক্তির মাধ্যমে যে কোনো ব্যক্তি তথ্য, মতামত, ছবি, ভিডিও ইত্যাদি আদান-প্রদান করতে পারে। এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রাণ। সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন সামাজিক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের থাকে অনেক উৎস ও অনেক প্রাপক। প্রথাগত প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের থাকে একটি উৎস ও অনেক প্রাপক। সামাজিক যোগাযোগ মাধ্যম ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া থেকে আলাদা । 

সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে? Facebook, Messanger, Google, Instagram Linkedin Pinterest, Tumbler, Snapchat, Twitter, Viber, Wechat, WhatsApp, Youtube ইত্যাদি। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং অগ্রপথিক হচ্ছে Facebook, ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক জাকারবার্গ ফেসবুক নামের নেটওয়ার্কটি প্রতিষ্ঠা করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। প্রতিষ্ঠাকালে এটি শুধু ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমিত ছিল। পরে এ ওয়েবসাইটটি অন্যান্য অঞ্চল ও বিশ্ববিদ্যালয় হয়ে সমগ্র বিশ্বে জনপ্রিয়তা অর্জন করে। 

সামাজিক যোগাযোম মাধ্যম ব্যবহারের সুবিধা সমূহ ( Advantages): এটি বিশ্বের বিভিন্ন ব্যক্তির সাথে সংযুক্ত হওয়ার জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। ০১. আপনার কাছের এবং প্রিয়জনের সাথে কথোপকথন করার জনপ্রিয় একটি মাধ্যম। ০২. আপনার মতামত প্রকাশ করার সুযোগ এবং অন্যের থেকে মতামত পাওয়ার সুযোগ। ০৩. সোশ্যাল মিডিয়া সামাজিকভাবে বিচ্ছিন্ন প্রবীণ নাগরিকদের নিঃসঙ্গতা হ্রাস করতে সহায়তা করে। ০৪. সামাজিক মিডিয়া সংকটজনিত সময় জনস্বাস্থ্য এবং সুরক্ষা তথ্যের দ্রুত প্রসারণের অনুমতি দেয়। ০৫. সামাজিক মিডিয়া বিস্তৃত শ্রোতাদের জন্য একাডেমিক গবেষণা সরবরাহ করে, যা মানুষকে আগে দুর্গম শিক্ষাগ্রহণের অ্যাক্সেসের অনুমতি দেয়। ০৬. লিংকডইনের মতো পেশাদার নেটওয়ার্কিং সাইটগুলি সংস্থা এবং চাকরি সন্ধানকারীদের কাজ সন্ধানে সংস্থাগুলি ব্যাপকভাবে সহায়তা করে থাকে। ০৭. বর্তমানে সামাজিক যোগাযোগ এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম হচ্ছে যার ফলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও ভালো মানের শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। ০৮. আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন ও নিবন্ধ ইত্যাদির প্রকাশের মাধ্যমে ব্যবসায়ের প্রচার করতে পারার সুযোগ । ০৯. সোশ্যাল মিডিয়া সাংস্কৃতিক, জাতিগত এবং জাতীয় বাধা পেরিয়ে বন্ধুত্ব সৃষ্টি করে থাকে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অসুবিধা সমূহ (Disadvantages): ০১. সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভুয়া/ফেক ব্যবহারকারীর কারণে পর্ন ছবি এবং অশ্লীল মন্তব্য প্রকাশ করে নেওয়ার ক্রিয়াকলাপ রয়েছে। ০২. অসত্য তথ্য প্রকাশ করে কোন একটি নির্দিষ্ট অঞ্চলের মাঝে উদ্বেগ সৃষ্টি করে থাকে। ০৩. এটি একধরণের আসক্তির মতো, তরুন প্রজন্ম এটির নেতিবাচক ব্যবহারের ফলে তাদের বড় ক্ষতি সাধন হচ্ছে। ০৪. সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের ফলে আপনার ব্যক্তিগত। ০৫. গোপনীয় তথ্য প্রকাশিত হতে পারে। ০৬. আপনি যদি অতিমাত্রার সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাহলে এক পর্যায়ে আপনি এটির প্রতি আসক্তি হয়ে যাবেন এবং আপনি আপনার পিতামাতা এবং বন্ধুদের চেয়ে মিডিয়াকে বেশি সময় দেওয়া শুরু করবেন। ৭. অপরাধীরা অপরাধ করতে বিভিন্ন ধরনের ভুয়া খবর প্রচার করে সামাজিক মিডিয়া ব্যবহার করে। ০৮. অতিরিক্ত সামাজিক মিডিয়া ব্যবহারের ফলে আপনার ব্যক্তিত্ব এবং মস্তিষ্কের ব্যাধি, এডিএইচডি এবং ব্যক্তিত্ব বিশেষত যুবসমাজের বড় ক্ষতির কারণ হতে পারে। ০৯. আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিছু শিখতে না পারেন তাহলে এটি আপনার মূল্যবান সময় নষ্ট করার কারণ। ১০, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের আপনার হতাশার পরিমান বাড়াতে পারে। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ সময়ই অনৈতি অসামাজিক কন্টেন্ট ভাইরাল হয়ে থাকে।

Created: 3 months ago | Updated: 1 day ago

হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান। 

= হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান।

শুদ্ধ করে লিখুনঃ
3.

প্রতিযোগীতা

Created: 3 months ago | Updated: 1 day ago

প্রতিযোগীতা = প্রতিযোগিতা ।

Created: 3 months ago | Updated: 1 day ago

তার সাথে আমার সখ্যতা গরে উঠেছে।

= তার সাথে আমার সখ্য গড়ে উঠেছে।

বাংলা ভাষায় মোট ৫০টি বর্ণ আছে। এর মধ্যে ৩২টি পূর্ণ মাত্রার, ১০টি মাত্রাহীন এবং ৮টি অর্ধমাত্রার।

ভারতচন্দ্র রায় গুনাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। উল্লেখ্য, ভারতচন্দ্র রায়গুণাকর (১৭১২-১৭৬০) আঠার শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি। ভারতচন্দ্রের শ্রেষ্ঠ কীর্তি অন্নদামঙ্গল কাব্য। তিনি মধ্যযুগের 'শেষ বড় কবি', তাকে 'নাগরিক কবি' হিসেবে অভিহিত করা হয়। কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে রায়গুণাকর উপাধি প্রদান করেন। ভারতচন্দ্রের একটি বিখ্যাত গ্রন্থ হলো “সত্য পীরের পাঁচালি"।

Created: 3 months ago | Updated: 19 hours ago

ঋণ শোধে অসমর্থ যে = দেউলিয়া ।

কর্মে যাহার ক্লান্তি নাই = অক্লান্তকর্মী ।

"ফ্যাশনটা হল মুখোশ, স্টাইলটা মুখশ্রী” রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা' (১৯২৯) থেকে নেয়া হয়েছে।

সবুজপত্র (১৯১৪) পত্রিকাটি সম্পাদনা করেন প্রমথ চৌধুরী।

মূল পদটি হলো আপনা মাংসে হরিণা বৈরী'। পদটি ভুসুকুপা রচনা করেছেন। এটি তাঁর ৬নং পদ। তিনি চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ লেখক (৮টি)। উল্লেখ্য, উক্ত পদটির অর্থ হলো 'নিজের মাংসের জন্যই হরিণ নিজের শত্রু"।

সমার্থক শব্দ লিখুনঃ
12.

বিভাবরী

Created: 3 months ago | Updated: 3 days ago

বিভাবরী = শবরী, ত্রিযামা, যামিনী, রজনী, রাত্রি, নিশীথিনী, নিশা।

সমার্থক শব্দ লিখুনঃ
13.

বিটপী

Created: 3 months ago | Updated: 3 days ago

বিটপী = পল্লবী, পর্ণী, শিখারী, উদ্ভিদ, দ্রম, মহীরুহ, অটবী, বৃক্ষ, শাখী, তরু, পাদপ, গাছ ।

এক কথায় প্রকাশ করুনঃ
14.

শুভ ক্ষণে জন্ম যার

Created: 3 months ago | Updated: 3 days ago

শুভ ক্ষণে জন্ম যার = ক্ষণজন্মা । 

এক কথায় প্রকাশ করুনঃ
15.

সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী

Created: 3 months ago | Updated: 3 days ago

সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী = কূপমণ্ডূক ।

                                                                                                                 Pollution due to urbanization

The earth over the last few decades is facing the perilous problem of pollution. Pollution refers to the contamination of the environment, by means of infusing pollutants. Pollution due to urbanization has been posing severe threat to the earth and made the life of human beings miserable. Urbanization means the system of bringing about infrastructural development in the rural areas by means of deforestation, averting the notion of afforestation at large. Infrastructural development is immensely demanded in the remote areas as there is barely any sign of economic and socio-cultural development. Population explosion also contributes to deforestation, as more lands are used to build houses to accommodate the people. Industries are set up to employ the unemployed people, healthcare establishments are built to cater to the health issues of increasing number of people, educational institutions are set up to educate the increasing number of students. All these infrastructural developments due to urbanization contribute to the cause of pollution. 

The dimensions of urbanization lead to air, water, soil and noise pollution. The fumes emitted through the factories, industries and road transports like car, bus, trucks contribute to air pollution. The water bodies surrounding these industries are contaminated by the sewage released from industries. The incessant honking of innumerable cars and buses, whirring of machines in mines and factories lead to noise pollution. According to WHO, nine of ten people breathe in polluted air that damage their lungs. The smoke emitted by the vehicles and industries also causes severe eve irritation. Mercury, dioxin, benzene and lead when inhaled cause severe health disorders, at times. leading to deaths. Toxic chemicals, radioactive substances, sewage contaminate the water bodies reduces the capacity of the water to sustain oxygen. This is detrimental to aquatic and human life. Availability and use of noise sources, extension highways air and rail traffic contribute to noise pollution. Long time exposure to such kind of noise cause deafening. 

The pollution woes during to urbanization could he curbed if necessary steps are taken. The pollution in the industrial sector can be controlled by using non toxic chemicals, re-using waste materials, and implementing modern productive machines. In the same way, pollution can be reduced in the households. This can be done by mending leaky faucets and pipes, re-using plastic bottles, adopting biogas, LPG gas as fuel. The United Nations Environment Programme initiated the usage of non-toxic fuels to curb air pollution. In the agrarian sector, pollution control embodies usage of harmless insecticides and pesticides which controls land and water pollution. Noise pollution can be controlled by building sound barriers, proper road maintenance, usage of bicycles and electric buses for commuting. There is a dire need to curb pollution in the urban areas in the recent time as it is fatal to the health of human beings. Moreover, the aesthetic look of the environment is getting soiled. In order to sustain environmental resources and to make the earth a healthy living space, the growth urbanization needs to be checked at the earliest.

Created: 3 months ago | Updated: 1 day ago

Please leave the key at the reception. 

বাক্যের অর্থঃ দয়া করে অভ্যর্থনা কক্ষে চাবি রেখে যান।

Created: 3 months ago | Updated: 3 days ago

He killed the man with a knife.

বাক্যের অর্থঃ ছুরি দিয়ে সে লোকটিকে হত্যা করলো।

Created: 3 months ago | Updated: 3 days ago

Would you mind having a cup of coffee with me? 

বাক্যের অর্থঃ আপনি কি আমার সাথে এক কাপ কফি পান করবেন?

আমি এই মাত্র শুনলাম, তুমি পরীক্ষা দিতে ইচ্ছুক নও। 

= I heard just now that you are not willing to sit for exam.

Created: 3 months ago | Updated: 1 day ago

তিনি অতীতের জন্য অনুতপ্ত।

=He regrets for the past.

Created: 3 months ago | Updated: 1 day ago

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

=It has been drizzling since morning.

Make sentences with the following:
23.

Loaves and fishes

Created: 3 months ago | Updated: 1 day ago

Loaves and fishes (ব্যিক্তিগত লাভ) = I have no loaves and fishes in this matter.

Make sentences with the following:
24.

At sixes and sevens

Created: 3 months ago | Updated: 1 day ago

At sixes and sevens (বিশৃঙ্খল) = All the books in the room were at sixes and sevens.

Make sentences with the following:
25.

Bone of contention

Created: 3 months ago | Updated: 1 day ago

Bone of contention (বিবাদের বিষয়) = The bone of contention between two brothers is property.

Created: 3 months ago | Updated: 1 day ago

Five years passed since my mother has died. 

= Five years have passed since my mother died. 
বাক্যের অর্থঃ আমার মা মৃত্যুবরণ করেছে ৫ বছর হয়েছে।

Correct the spelling/sentence:
27.

He did a crime.

Created: 3 months ago | Updated: 13 hours ago

He did a crime. 

=  He committed a crime. 
বাক্যের অর্থঃ সে অপরাধ সংঘটন করেছেন।

Correct the spelling/sentence:
28.

He is devoted to gambling.

Created: 3 months ago | Updated: 1 day ago

He is devoted to gambling. 

= He is addicted to gambling. 
বাক্যের অর্থঃ সে জুয়াতে আসক্ত।

Created: 3 months ago | Updated: 1 day ago

synonym of Altruistic = Selfless অর্থ পরোপকারী।

Created: 3 months ago | Updated: 1 day ago

antonym of 'prodigal' = Thrifty / Economical অর্থ মিতব্যয়ী।

দেয়া আছে, মোট দৈর্ঘ্য = ৩৪০+১৬০=৫০০ মিটার

ট্রেনের বেগ = ৪৫ কি.মি.=×=কি.মি.

অর্থ্যৎ ট্রেনটি  মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে

ট্রেনটি ৫০০ মিটার অতিক্রম করে= ×= সেকেন্ড

মনে করি, ৫% হারে জমা ছিল ক টাকা

এবং ৭% হারে জমা ছিল (১২০০০০-ক) টাকা

প্রশ্নমতে, ×+(-)×

=৫ক+৮৪০০০০-৭ক=৭২০০০০

=২ক=৮৪০০০০-৭২০০০০

ক==

৫% হারে জমা রাখা হয়েছিল ৬০০০০ টাকা।

মনে করি, মোট ছাত্রছাত্রী ৫ক জন

ছাত্রী সংখ্যা = ৫ক এর =  অংশ

ছাত্র সংখ্যা = ৫ক-২ক=৩ক

প্রশ্নমতে, ২ক এর =৩৪

ক = ×=

ছাত্র সংখ্যা = ৩×= জন।

Given that, (a-b)2=a2+b2-2ab =32=45-2ab =9=45-2ab =2ab=36 ab=18

দেওয়া আছে, +{- (-)}++

=+{- (-)}+×+ =+{-  }+ =+{-}+× =+{-)+ =+×+ =++ =++ = =

সংক্ষিপ্ত উত্তর দিন
36.

ইটিপি কি জন্য স্থাপন করা হয়?

Created: 3 months ago | Updated: 3 days ago

ইটিপি ETP হলো Fifluent Treatment plant হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে তরল বর্জ্য পদার্থ পরিশোধন করা হয় এবং ব্যবহার উপযোগী করে তোলে এবং অব্যবহৃত পানিগুলো পরিবেশে ছাড়া হয়। আর, তাই ময়লা পানি যেন পরিবেশের কোনো ক্ষতি না করতে পারে সেজন্যই ইটিপি প্লান্ট বসানো হয়।

বাংলাদেশে  ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হয়েছে।

সংক্ষিপ্ত উত্তর দিন
38.

FOB এর পূর্ণরূপ কি ?

Created: 3 months ago | Updated: 4 days ago

FOB এর পূর্ণরূপ = Free on Board.

Created: 3 months ago | Updated: 1 day ago

কার্বন ট্রেডিং হল কার্বন বাণিজ্য। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড কম যাকে আমরা গ্রিন হাউজ গ্যাস বলে থাকি ।

Created: 3 months ago | Updated: 1 day ago

 নিরক্ষরেখায় দিন রাত্রি সর্বত্র সমান।

Created: 3 months ago | Updated: 1 day ago

বাংলা একাডেমীর বর্তমানে সভাপতি সেলিনা হোসেন ।

Created: 3 months ago | Updated: 3 days ago

উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

Created: 3 months ago | Updated: 3 days ago

বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট  আমাজন ।

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান এর স্মৃতিসৌধ  সিলেটের মৌলিভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলই চা বাগানে অবস্থিত।

Created: 3 months ago | Updated: 18 hours ago

সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁও এবং গৌড়।

বাংলাদেশের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল  জুলাই ২০২০ থেকে জুন ২০২৫ পর্যন্ত।

সংক্ষিপ্ত উত্তর দিন
47.

ব্লু ইকোনমি বলতে কি বুঝায়?

Created: 3 months ago | Updated: 23 hours ago

ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। অর্থাৎ সমুদ্র -> থেকে আহরণকৃত যে কোনো সম্পদ, যা দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই ব্লু-ইকোনমির পর্যায়ে পড়েবে। সর্বপ্রথম ১৯৯৪ সালে বেলজিয়ামের অধ্যাপক গুন্টার পাউলি টেকসই এবং পরিবেশবান্ধব মডেল হিসেবে সুনীল অর্থনীতির ধারণা দেন। সমুদ্র পৃথিবীর অন্যতম মূল্যবান একটি প্রাকৃতিক সম্পদ। মৎস্যসম্পদের মাধ্যমে সমুদ্র খাবারের চাহিদা মেটায় এবং পণ্য পরিবহনের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়।

'আমি হিমালয় দেখি নাই কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি' উক্তিটি  ফিদেল ক্যাস্ত্রো ।

সংক্ষিপ্ত উত্তর দিন
49.

রেমিট্যান্স বলতে কি বুঝায়?

Created: 3 months ago | Updated: 1 day ago

বিদেশে কর্মরত কোনও নাগরিক বা ব্যক্তি যখন তার নিজের দেশে প্রিয়জনের কাছে অর্থ স্থানান্তর করে, তখন তাকে রেমিট্যান্স বলা হয়। সহজ কথায়, প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স (Remittance) বলে।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি' সর্বপ্রথম ১৯০৫ সালের ৭ সেপ্টেম্বর 'সঞ্জীবনী' পত্রিকায় রবীন্দ্রনাথের স্বাক্ষরে ছাপা হয় গানটি। একই বছর বঙ্গদর্শন পত্রিকার আশ্বিন সংখ্যাতেও তা প্রকাশিত হয়।

সংক্ষিপ্ত উত্তর দিন
51.

কম্পিউটার VIRUS এর পূর্ণরূপ কি?

Created: 3 months ago | Updated: 1 day ago

কম্পিউটার VIRUS এর পূর্ণরূপ = Vital Information Resources Under Seize.

Created: 3 months ago | Updated: 1 day ago

মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা ১১ জন।

Created: 3 months ago | Updated: 19 hours ago

মানুষের রক্তে শ্বেতকনিকা ও লোহিত কনিকার অনুপাত ১ : ৭০০।

Created: 3 months ago | Updated: 3 days ago

দেহের থায়ামিনের চরম অভাবে বেরিবেরি রোগের লক্ষণ প্রকাশ পায়। এর অভাবে স্নায়ুর দূর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ার অরুচি, ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয়।

Created: 3 months ago | Updated: 3 days ago

পক প্রণালী পৃথক করেছে ভারত এবং শ্রীলংকা ।

Related Sub Categories