রপ্তানি উন্নয়ন ব্যুরো || রিসার্চ অফিসার/সহকারী পরিচালক (01-07-2022) || 2022

All

সংক্ষিপ্ত উত্তর দিন
1.

ইটিপি কি জন্য স্থাপন করা হয়?

Created: 6 months ago | Updated: 3 weeks ago

ইটিপি ETP হলো Fifluent Treatment plant হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে তরল বর্জ্য পদার্থ পরিশোধন করা হয় এবং ব্যবহার উপযোগী করে তোলে এবং অব্যবহৃত পানিগুলো পরিবেশে ছাড়া হয়। আর, তাই ময়লা পানি যেন পরিবেশের কোনো ক্ষতি না করতে পারে সেজন্যই ইটিপি প্লান্ট বসানো হয়।

বাংলাদেশে  ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হয়েছে।

সংক্ষিপ্ত উত্তর দিন
3.

FOB এর পূর্ণরূপ কি ?

Created: 6 months ago | Updated: 2 weeks ago

FOB এর পূর্ণরূপ = Free on Board.

Created: 6 months ago | Updated: 3 days ago

কার্বন ট্রেডিং হল কার্বন বাণিজ্য। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড কম যাকে আমরা গ্রিন হাউজ গ্যাস বলে থাকি ।

Created: 6 months ago | Updated: 5 days ago

 নিরক্ষরেখায় দিন রাত্রি সর্বত্র সমান।

Created: 6 months ago | Updated: 20 hours ago

বাংলা একাডেমীর বর্তমানে সভাপতি সেলিনা হোসেন ।

Created: 6 months ago | Updated: 1 week ago

উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

Created: 6 months ago | Updated: 12 hours ago

বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট  আমাজন ।

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান এর স্মৃতিসৌধ  সিলেটের মৌলিভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলই চা বাগানে অবস্থিত।

Created: 6 months ago | Updated: 1 week ago

সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁও এবং গৌড়।

Created: 6 months ago | Updated: 6 days ago

বাংলাদেশের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল  জুলাই ২০২০ থেকে জুন ২০২৫ পর্যন্ত।

সংক্ষিপ্ত উত্তর দিন
12.

ব্লু ইকোনমি বলতে কি বুঝায়?

Created: 6 months ago | Updated: 1 week ago

ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি হচ্ছে সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। অর্থাৎ সমুদ্র -> থেকে আহরণকৃত যে কোনো সম্পদ, যা দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই ব্লু-ইকোনমির পর্যায়ে পড়েবে। সর্বপ্রথম ১৯৯৪ সালে বেলজিয়ামের অধ্যাপক গুন্টার পাউলি টেকসই এবং পরিবেশবান্ধব মডেল হিসেবে সুনীল অর্থনীতির ধারণা দেন। সমুদ্র পৃথিবীর অন্যতম মূল্যবান একটি প্রাকৃতিক সম্পদ। মৎস্যসম্পদের মাধ্যমে সমুদ্র খাবারের চাহিদা মেটায় এবং পণ্য পরিবহনের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়।

'আমি হিমালয় দেখি নাই কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি' উক্তিটি  ফিদেল ক্যাস্ত্রো ।

সংক্ষিপ্ত উত্তর দিন
14.

রেমিট্যান্স বলতে কি বুঝায়?

Created: 6 months ago | Updated: 1 week ago

বিদেশে কর্মরত কোনও নাগরিক বা ব্যক্তি যখন তার নিজের দেশে প্রিয়জনের কাছে অর্থ স্থানান্তর করে, তখন তাকে রেমিট্যান্স বলা হয়। সহজ কথায়, প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স (Remittance) বলে।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি' সর্বপ্রথম ১৯০৫ সালের ৭ সেপ্টেম্বর 'সঞ্জীবনী' পত্রিকায় রবীন্দ্রনাথের স্বাক্ষরে ছাপা হয় গানটি। একই বছর বঙ্গদর্শন পত্রিকার আশ্বিন সংখ্যাতেও তা প্রকাশিত হয়।

সংক্ষিপ্ত উত্তর দিন
16.

কম্পিউটার VIRUS এর পূর্ণরূপ কি?

Created: 6 months ago | Updated: 9 hours ago

কম্পিউটার VIRUS এর পূর্ণরূপ = Vital Information Resources Under Seize.

Created: 6 months ago | Updated: 1 day ago

মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা ১১ জন।

Created: 6 months ago | Updated: 1 day ago

মানুষের রক্তে শ্বেতকনিকা ও লোহিত কনিকার অনুপাত ১ : ৭০০।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

দেহের থায়ামিনের চরম অভাবে বেরিবেরি রোগের লক্ষণ প্রকাশ পায়। এর অভাবে স্নায়ুর দূর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ার অরুচি, ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয়।

Created: 6 months ago | Updated: 3 weeks ago

পক প্রণালী পৃথক করেছে ভারত এবং শ্রীলংকা ।

Related Sub Categories