'আলোয়' আধার কেটে যায়।
করণ কারকে ৭মী বিভক্তি
আকাশ 'মেঘে' ঢাকা।
করণে সপ্তমী
কোথাও 'আমার' হারিয়ে যেতে নাই মানা।
কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
'পাখিসব' করে রব রাখি পোহাইল।
কর্তৃকারকে শূণ্য বিভক্তি
'দেশের' জন্য প্রাণ না।
পূর্বদিকে সূর্য উদয় হয়।
শুদ্ধ: পূর্ব দিকে সূর্য উদিত হয়।
ইহার আবশ্যক নাই।
শুদ্ধ: ইহার আবশ্যকতা নাই
তার সাংঘাতিক আনন্দ হলো।
শুদ্ধ: তার অপরিসীম আনন্দ হলো
দৈন্যতা প্রশংসনীয় নয়।
শুদ্ধ: দীনতা প্রশংসনীয় নয়
আপনি স্বপরিবার ও সবান্ধবে আমন্ত্রিত।
“ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা" দিয়ে শুরু গানটির রচয়িতা কে?
ভানুসিংহ কার ছদ্মনাম? এই ছদ্মনামে কোন গ্রন্থটি রচিত হয়?
রবীন্দ্রনাথ ঠাকুর
যে শিক্ষাব্যবস্থায় মানুষ কোনো একটা বিষয়ে হাতে-কলমে শিক্ষালাভ করে জীবিকা অর্জনের যোগ্যতা অর্জন করে, তা-ই কর্মমুখী শিক্ষা। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বাস্তব জীবনে প্রয়োজনীয় দক্ষতা এবং দক্ষতার মাধ্যমে তাদের আর্থিক উন্নয়ন এবং স্বপ্নসাধন করতে সাহায্য করা। বর্তমানে সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার অগ্রযাত্রার ফলেই পৃথিবী দ্রুত উন্নতির দিকে এগিয়ে চলছে। তাই কর্মমুখী শিক্ষা উন্নতি ও উন্নয়নের জন্য অপরিহার্য।
This is___ slip of___ tongue.
This is a slip of the tongue.
He prevented me ___ going there.
He prevented me from going there.
Rahim comes ___a noble family.
Rahim comes from a noble family.
My brother is ___ FCPS.
My brother is an FCPS
He is poor ___ honest.
He is poor but honest.
দুই দিন যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে।
It has been raining cats and dogs for two days.
সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
Time and tide wait for none.
আমার ভাই একজন এমএ।
My brother is an MA
সে বাক্যটি উচ্চারণ করতে পারে না।
He cannot pronounce the sentence.
ডাক্তার রোগীর নাড়ি পরীক্ষা করলেন।
The doctor checked the patient's pulse.
e-Governance stands for electronic governance, which refers to the use of technology to improve and facilitate government services and processes. e-Governance involves the use of various technologies such as the internet, mobile devices, and other digital mediums to provide citizens with better access to government services and information.
Nobody believes a liar.
মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না।
We should love our country.
আমাদের দেশকে ভালোবাসতে হবে।
I said, "do it".
Shut the door .
Let the door be shut.
He said to me, "do not do it" .
তিনি আমাকে বললেন, "এটা করো না"।
ধরি, ক% কর্মী কফি ও চা উভয় পছন্দ করে
শুধু কফি পছন্দ করে= (৪৪-ক)%
শুধু চা পছন্দ করে = (৭২-ক)%
প্রশ্নমতে,
ক+ ৪৪-ক + ৭২-ক= ১০০
বা, ১১৬-ক = ১০০
বা, -ক = ১০০-১১৬
.′. ক = ১৬%
১৬ জন উভয় পছন্দ করলে মোট কর্মী ১০০ জন
.′. ৪০ “ ” “ ” মোট কর্মী (১০০×৪০)/১৬ জন
= ২৫০ জন
1 Gigabyte= 1024 Megabyte
প্রতি একক সময়ে যে পরিমাণ বিট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায় সেই পরিমাণ বিটকে ডেটা ট্রান্সমিশন স্পীড বা ব্যান্ডউইথ বলা হয়। ব্যান্ডউইথ এর একক হলো bps (bit per second) । অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্ডফার করা যায় তাকে ব্যান্ডউইথ বলে ।
BCD
ASCII