তোশাখানা জাদুঘর ।। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (01-04-2023) || 2023

All

নিন্মলিখিত বাক্যগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করুন:
1.

'আলোয়' আধার কেটে যায়।

Created: 8 months ago | Updated: 13 hours ago

করণ কারকে ৭মী বিভক্তি

নিন্মলিখিত বাক্যগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করুন:
2.

আকাশ 'মেঘে' ঢাকা।

Created: 8 months ago | Updated: 9 hours ago

করণে সপ্তমী

নিন্মলিখিত বাক্যগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করুন:
3.

কোথাও 'আমার' হারিয়ে যেতে নাই মানা।

Created: 8 months ago | Updated: 9 hours ago

কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি 

নিন্মলিখিত বাক্যগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করুন:
4.

'পাখিসব' করে রব রাখি পোহাইল।

Created: 8 months ago | Updated: 10 hours ago

কর্তৃকারকে শূণ্য বিভক্তি

নিন্মলিখিত বাক্যগুলোর কারক ও বিভক্তি নির্ণয় করুন:
5.

'দেশের' জন্য প্রাণ না।

Created: 8 months ago | Updated: 22 hours ago
নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন:
6.

পূর্বদিকে সূর্য উদয় হয়।

Created: 8 months ago | Updated: 20 hours ago

শুদ্ধ: পূর্ব দিকে সূর্য উদিত হয়।

নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন:
7.

ইহার আবশ্যক নাই।

Created: 8 months ago | Updated: 1 day ago

শুদ্ধ: ইহার আবশ্যকতা নাই

নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন:
8.

তার সাংঘাতিক আনন্দ হলো।

Created: 8 months ago | Updated: 1 day ago

শুদ্ধ: তার অপরিসীম আনন্দ হলো

নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন:
9.

দৈন্যতা প্রশংসনীয় নয়।

Created: 8 months ago | Updated: 1 day ago

শুদ্ধ: দীনতা প্রশংসনীয় নয়

নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন:
10.

আপনি স্বপরিবার ও সবান্ধবে আমন্ত্রিত।

Created: 8 months ago | Updated: 1 month ago
নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখুন:
12.

ভানুসিংহ কার ছদ্মনাম? এই ছদ্মনামে কোন গ্রন্থটি রচিত হয়?

Created: 8 months ago | Updated: 1 month ago

রবীন্দ্রনাথ  ঠাকুর

যে শিক্ষাব্যবস্থায় মানুষ কোনো একটা বিষয়ে হাতে-কলমে শিক্ষালাভ করে জীবিকা অর্জনের যোগ্যতা অর্জন করে, তা-ই কর্মমুখী শিক্ষা। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বাস্তব জীবনে প্রয়োজনীয় দক্ষতা এবং দক্ষতার মাধ্যমে তাদের আর্থিক উন্নয়ন এবং স্বপ্নসাধন করতে সাহায্য করা। বর্তমানে সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার অগ্রযাত্রার ফলেই পৃথিবী দ্রুত উন্নতির দিকে এগিয়ে চলছে। তাই কর্মমুখী শিক্ষা উন্নতি ও উন্নয়নের জন্য অপরিহার্য।

Related Sub Categories