নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
উদার শব্দের বিশেষ্যরূপ - উদারতা
Mackbeth
Mackbeth= Williams Shakespeare author publication date 1623
The Paradise lost
The Paradise lost= John milton
The war and Peace
War and Peace is a literary work by the Russian author Leo Tolstoy that mixes fictional narrative with chapters on history and philosophy. It was first published serially, then published in its entirety in 1869
He eats rice
Rice is eaten by him.
They play football.
Football is playd by them
Hamlet was written by Shakespear.
কাজি নজরুল আমার প্রিয় কবি।
কাজি নজরুল আমার প্রিয় কবি ব্যাক্যটির ইংরেজি Translate: Kazi Nazrul is my favorite poet.
তিনি আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
He was born in asansul churulias's village.
Ali said to his sister, "Will you go school?"
Ali said to his sister, "Will you go school? এর Indirect Narration হলো - Ali asked his sister if she would go to school today.
He said to me, "Are you reading my book?"
The teacher said to the student, “Always speak the truth."
বামপক্ষ, = a3−b3−c3
= (a - b) 3 - 3ab (a - b) - c3
=c3 – 3abc - c3
= 3abc
= ডানপক্ষ
অতএব, a3−b3−c3 = 3abc (প্রমাণিত
৯মনে করি, বইটির ক্রয়মূল্য x টাকা
২৪ টাকা বিক্রয় করায় ক্ষতি হয় = (x - ২৪) টাকা
এবং ৪৮ টাকা বিক্রয় করায় লাভ হয় = (৪৮ - x ) টাকা
প্রশ্নমতে, (৪৮ - x ) = ২ ( x - ২৪)
বা, ৪৮ - x = ২x - ৪৮
বা, ২x + x = ৪৮+৪৮
বা, ৩x = ৯৬
বা, x = ৩২
অতএব, বইটির ক্রয়মূল্য ৩২ টাকা। (উত্তর)
৮ বছর পূর্বে পিতার বয়স ছিলো পুত্রের বয়সের ৮ গুন। ১০ বছর পরে পিতার বয়স হয় পুত্রের বয়সের ২ গুন। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
মনে করি,
পুত্রের বয়স = ক
পিতার বয়স পুত্রের বয়সের ৮ গুণ = ৮ক
সুতারাং বর্তমানে পুত্রের বয়স হবে = (ক+৮) বছর
বর্তমানে পিতার বয়স হবে = (৮ক +৮) বছর
১০ বছর পর পুত্রের বয়স হবে = ( ক+৮+১০) বছর
১০ বছর পর পিতার বয়স হবে = ( ৮ক+৮+১০) বছর
প্রশ্নমতে,
৮ক+৮+১০ = ২(ক+৮+১০)
বা, ৮ক+১৮ = ২(ক+১৮)
বা, ৮ক+১৮ = ২ক + ৩৬
বা, ৮ক-২ক = ৩৬ - ১৮
বা, ৬ক = ১৮
বা, ক = ১৮ ÷ ৬
ক = ৩
বর্তমানে পিতার বয়স হবে= (৮*৩ +৮) বছর
=২৪ +১৮
=৩২ বছর
বর্তমানে পুত্রের বয়স হবে = (৩+৮) বছর
= ১১বছর।
০.০০০৫৪ × ০.০০০২=
০.০০০৫৪ × ০.০০০২= ০.০০০০০০১০৮
৭০০০০০০০ - ০.০০১ = ?
৭০০০০০০০ - ০.০০১ = ৬৯৯৯৯৯৯৯.৯৯৯
বাংলাদেশ ওআইসির সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি । ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘেরও সদস্য পদ লাভ করে। ৩২তম সদস্য ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ওআইসি-এর ৫৭টি সদস্য রাষ্ট্র রয়েছে, যার মধ্যে ৫৬টি জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং ৪৯টি রাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ। পশ্চিম আফ্রিকাসহ বেশ কিছু দেশে যদিও অনেক মুসলিম জনসংখ্যা আছে; কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নয় । উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা সহ কয়েকটি দেশ, যেমন- রাশিয়া এবং থাইল্যান্ড পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে রয়েছে।
প্রবাল হলো অ্যান্থোজোয়া শ্রেণিভুক্ত সামুদ্রিক প্রাণি। প্রাণি হলেও এরা জীবনের পূর্ণবয়স্ক অবস্থায় সাগরতলে কোনো দৃঢ় তলের উপর গেড়ে বসে নিশ্চল হয়ে বাকি জীবন পার করে দেয়। এ সময় নিজ দেহের উপর পাথুরে খোলাস তৈরি হয় ও এর উপর আবার প্রবাল বসে ধীরে ধীরে বড়সড় পাথুরে আকৃতি ধারণ করে। এভাবেই তৈরি হয় প্রবাল দ্বীপ (যেমন— সেন্টমার্টিন) এবং প্রবাল প্রাচীর (যেমন— গ্রেট ব্যারিয়ার রীফ)।
প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩, বাংলাদেশে ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে।
সার্ক এর সদস্যভুক্ত দেশ ৮ টি।
জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রীকে এই পুরস্কার দেওয়া হয়।
তিস্তাবাধ লালমনিরহাট জেলায় অবস্থিত।
১৯৫৬ সালের কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প, বাণিজ্য ও শ্রম দপ্তরের মন্ত্রী ছিলেন।
ইসলামের প্রচার-প্রসারের লক্ষে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২শে মার্চ এক অধ্যাদেশবলে ''ইসলামিক ফাউন্ডেশন'' প্রতিষ্ঠা করেন। ২৮শে মার্চ ১৯৭৫ সালে ''ইসলামিক ফাউন্ডেশন'' এ্যাক্ট প্রণীত হয়।
এখন পর্যন্ত চার ধাপে ২০০ টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে।