আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আটগুণ ছিলো। দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে কার বয়স কত?
২১ মিটারদীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থবিশিষ্ট একটি বাগানের বাইরে চারিদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে?
উৎপাদকে বিশ্লেষণ করুন:
(x2+5x+6)(x2+3x+2)
দেখান যে, (a + 2b) (3a + 2c) দুইটি পূর্ণ বর্গের অন্তরফলের সমান।
উৎপাদকে বিশ্লেষণ করুন: 27x4+8xy3