জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ ই জানুয়ারী ১৯৭২ তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন।  

জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার 'চ্যাম্পিয়নস অব দ্য আর্থ' পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৫ সালে প্রধানমন্ত্রীকে এই পুরস্কার দেওয়া হয়। 

রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য হবিগঞ্জ জেলায় অবস্থিত। 

সুন্দরবনে বর্তমানে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ গননা করা হচ্ছে। 

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির রচয়িতা হলেন শেখ মুজিবুর রহমান

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট সাব - সেক্টর ছিল ৬৪ টি। সারাদেশ মুক্তিযুদ্ধ সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ১১ এপ্রিল, ১৯৭১ সালে সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টর ও ৬৪ টি সাব - সেক্টরে ভাগ করা হয়। উল্লেখ্য, ১১ টি সেক্টরে মোট সেক্টর কমান্ডার ছিলেন ১৭ জন।

বৈলাম বৃক্ষকে বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ। এটি সাধারণত বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে জন্মে। ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে এ প্রজাতির দুটি গাছ রয়েছে।

বাংলাদেশের, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত জাতীয় উদ্যানটি হলো 'ভাওয়াল জাতীয় উদ্যান'।

২৭ তম জলবায়ু সম্মেলন (COP- ২৭) মিশরের শার্ম আল শেখ নগরীতে অনুষ্ঠিত হয়েছিল । 

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী

ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন ৩৫ জন ।

তৎকালীন পাকিস্তান সরকার এই ষড়যন্ত্রকে "আগরতলা ষড়যন্ত্র" নামে অভিহিত করে। এই একই অভিযোগে ১৮ জানুয়ারি, ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও গ্রেফতার করা হয়। ৩৫ জনকে আসামি করে সরকার পক্ষ মামলা দায়ের করে।

বাংলাদেশের জাতীয় সংসদের মূল স্থপতির নাম হলো প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

চীনের মুদ্রার নাম হলো রেন্মিন্বি(ইউয়ান)।

বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ হলো ইরাক। 

বাংলাদেশকে প্রথম আরব দেশ হিসেবে ইরাক ৮ জুলাই ১৯৭২ সালে স্বীকৃতি ‍দেয়।

ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতির নাম - শাল (Shorea robusta) এ উদ্যানের প্রধান বৃক্ষ

ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম হলো এডিস মশা 

মহাকাশে প্রেরিত বাংলাদেশের স্যাটেলাইটটির নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।

বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান National Botanical Garden, Zoo Road, Dhaka 1216 তে অবস্থিত।  

বিশ্ব বন্যপ্রাণী দিবস ৩ রা মার্চ তারিখে পালন করা হয়। 

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান ৬ মে ২০২৩ ইং তারিখে অনুষ্ঠিত হয়। 

Related Sub Categories