একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তাঁর করা কত লাভ/লোকসান হবে?
১ হালি ২৫ টাকায় বিক্রি করে
তাহলে, ২ হালি বিক্রি করে ৫০ টাকা
ডিমে লাভ = ৫৬ - ৫০ = ৬ টাকা
৫০ টাকায় লাভ হয় ৬ টাকা
১ টাকায় লাভ হয় ৬/৫০ টাকা
১০০ টাকায় লাভ হয় = ( ৬ × ১০০) / ৫০ টাকা = ১২ টাকা বা ১২ %
একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে, গভীরতা কত?
পিতা পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৩:১। পুত্রের বর্তমান বয়স কত?
27x4 + 8xy3 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
x(3x+2y)(9x2-6xy+4y2)
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজের শীর্ষ বিন্দু হতে অংকিত লম্বের দৈর্ঘ্য ১২ পদ হলে ক্ষেত্রটির ভূমির দৈর্ঘ্য কত?
একটি ট্রাপিজিয়াদের ক্ষেত্রফল ৬০ বর্গমিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী সম দূরত্ব ৮ মিটার। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে বাহটির দৈর্ঘ্য কত?