"আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে" উদ্ধৃত লাইনটি কার রচনা?
ঈশ্বরী পাটুনী দেবীর কাছে বর চায় এই বলে যে , তার সন্তান যেন থাকে দুধে ভাতে।
"যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী/ সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি" কাব্যাংশটি আব্দুল হাকিম এর রচনা।
'বড় প্রেম শুধু কাছেই টানে না, উহা দূরেও ঠেলিয়া দেয়' কে লিখেছেন?
‘বড় প্রেম শুধু কাছেই টানে না, উহা দূরেও ঠেলিয়া দেয়’ লিখেছেন - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
"ঠাই নাই ঠাঁই নাই -- ছোট সে তরী, আমারি সোনার ধানে গিয়েছে ভরি।" কবিতাটির নাম সোনার তরী
"বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর" রচয়িতার নাম -কাজী নজরুল ইসলাম
বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে ৫টি সঠিক তথ্যভিত্তিক বাক্য লিখা হলো -
১. টিভি চ্যানেলগুলোর স্যাটেলাইট সেবা নিশ্চিত করাই বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান কাজ।
২. বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমার কক্ষপথে।
৩. তিন দশমিক সাত( ৩.৭) টন ওজনের বঙ্গবন্ধু স্যাটেলাইটটির ডিজাইন এবং তৈরি করেছে ফ্রান্সের কোম্পানি থ্যালাস অ্যালেনিয়া স্পেস।
৪. যে রকেট এটাকে মহাকাশে নিয়ে যাচ্ছে সেটি বানিয়েছে যুক্তরাষ্ট্রের স্পেসএক্স।
৫.বঙ্গবন্ধু স্যাটেলাইটের আর্থ স্টেশন থেকে ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্যাটেলাইটটির কক্ষপথে যেতে সময় লাগবে ৮-১১ দিন।
Write 5 correct informative sentences about Bangabandhu Satellite -
1. The main task of Bangabandhu Satellite is to ensure the satellite services of TV channels.
2. Bangabandhu satellite is in orbit at 119.1 degree east longitude.
3. Bangabandhu satellite weighing three and seven (3.7) tons has been designed and manufactured by the French company Thales Alenia Space.
4. The rocket carrying it into space is made by SpaceX of the United States.
5. It will take 8-11 days for Bangabandhu satellite to travel 35 thousand 786 km from the earth station.
যার দুই হাত সমানে চলে
'যার দুই হাত সমান চলে' = সব্যসাচী
সামনে অগ্রসর হয়ে অভ্যর্থনা
যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে
মক্ষিকাও প্রবেশ করতে পারে না যেখানে
পাথরে পাঁচ কিল
ষোলোকড়াই কানা
এক কাপ কফি খেলে কেমন হয়?
How about a cup of coffee?
হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল?
প্রবাদ প্রবচন: বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথা আগে ধায়; হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল
অর্থ: অর্বাচীনের (অপক্কবুদ্ধি/নবীন/মূর্খ) বাহাদুরি
◇ Fools rush in where angels fear in tread.
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
The struggle this time is the struggle for our emancipation. The struggle this time is the struggle for our independence.
গানটির কথাগুলো মধুর কিন্তু অর্থ কঠিন।
The lyrics of the song are sweet but the meaning is difficult.
টুঙ্গিপাড়া মধুমতি নদীর তীরে অবস্থিত।
Tungipara stands on the Madhumati river.
To read a book is pleasing, but to select what to (read) is difficult.
To read a book is pleasing, but to select what to reading is difficult.
একটি বই পড়া আনন্দদায়ক, কিন্তু কি পড়তে হবে তা নির্বাচন করা কঠিন।
A (roll) stone gathers no moss.
A rolling stone gathers no moss.
স্থির না হলে উন্নতি হয় না।
Wear and tear
To boil the ocean
stag
prosecutrix
ক ১৭ই মার্চ ১৯২০ ,
খ শেখ লুতফর রহমান, সায়রা খাতুন
গ অসমাপ্ত আত্মজীবনী, কারগারে রোজনামচা
ঘ জুলিও ক্যুরি
ঙ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা
প্রথম বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ছিলেন এইচ. টি. ইমাম
স্বীকৃতি মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণ ও অসামান্য নৈপুণ্যতার কারণে পরবর্তীকালে বাংলাদেশ সরকার উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড-কে বীরপ্রতীক সম্মাননায় ভূষিত করেন।
চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে।
হিরোশিমা ও নাগাসাকিতে মানবিক বোমা নিক্ষেপ
১৯৪৫ সালের ৬ই আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের নিউক্লীয় বোমা ফেলে এবং এর তিন দিন পর নাগাসাকি শহরের ওপর ফ্যাট ম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
অনুমান করা হয় যে ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে প্রায় ১৪০,০০০ লোক মারা যান।নাগাসাকিতে প্রায় ৭৪,০০০ লোক মারা যান এবং পরবর্তীতে এই দুই শহরে বোমার পার্শ্বপ্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরও ২১৪,০০০ জন। জাপানের আসাহি শিমবুন-এর করা হিসাব অনুযায়ী বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগসমূহের ওপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য গণনায় ধরে হিরোশিমায় ২৩৭,০০০ এবং নাগাসাকিতে ১৩৫,০০০ লোকের মৃত্যু ঘটে। দুই শহরেই মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিলেন বেসামরিক ব্যক্তিবর্গ।
জাপান আত্মসমর্পণের পেছনে এই বোমাবর্ষণের ভূমিকা এবং এর প্রতিক্রিয়া ও যৌক্তিকতা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরে অধিকাংশের ধারণা এই বোমাবর্ষণের ফলে যুদ্ধ অনেক মাস আগেই সমাপ্ত হয়, যার ফলে পূর্ব-পরিকল্পিত জাপান আক্রমণ (invasion) সংঘটিত হলে উভয় পক্ষের যে বিপুল প্রাণহানি হত, তা আর বাস্তবে ঘটেনি। অন্যদিকে জাপানের সাধারণ জনগণ মনে করে এই বোমাবর্ষণ অপ্রয়োজনীয় ছিল, কেননা জাপানের বেসামরিক নেতৃত্ব যুদ্ধ থামানোর জন্য গোপনে কাজ করে যাচ্ছিল।
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি
ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান
বর্তমান জাতিসংঘ (United Nations) এর সূচনা
Blockchain ও Artifical Intelligence (Al) বলতে কী বোঝায় ?
কোভিড-১৯ আর বৈশ্বিক জরুরি পরিস্থিতি নয়' কত তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি ঘোষণা করে?
৫ মে, ২০২৩
বাংলাদেশের একমাত্র পাথর জাদুঘর কোথায় অবস্থিত ?
পাথর জাদুঘর' পঞ্চগড় সরকারি মহিলা কলেজ চত্ত্বরে অবস্থিত একটি জাদুঘর।
অমর একুশে ফেব্রুয়ারি কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষিত হয় ?
অমর একুশে ফেব্রুয়ারি ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষিত হয়।
১৭ নভেম্বর ১৯৯৯ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
পূর্ণরূপ লিখুনঃ ক. SWIFT খ. UNESCO