একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রশ্নের দেড়গুণ। ঘরটির ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে পরিসীমা কত?
একটি রম্বসের পরিসীমা ১৮০ সে.মি. এবং ক্ষুদ্রতম কর্ণটি ৫৪ সে.মি। এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করুন।
‘ক’ একটি কাজ ১৫ দিনে, খ’ ১০ দিনে এবং ‘গ’ ১২ দিনে করতে পারে । তিনজন একত্রে কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে?
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার । প্রতিটি ৮০ সে.মি বর্গ আকারে দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে?
২০টি কৈ মাছের দাম ৩৬০ টাকা হলে, ৫টি কৈ মাছের দাম কত?
যদি x+1x = 3 হয়, তবে x6+1x6 কত হবে?