বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ || কম্পিউটার অপারেটর (20-12-2021) || 2021

All

সকল বিষয়

১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে। ১৯৭৬ সালে নজরুলকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদানের সরকারি আদেশ জারী করা হয় ।

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'বসন্ত' (১৯২৩) গীতিনাট্য গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন 

Created: 8 months ago | Updated: 2 weeks ago

“আমার দেখা নয়াচীন” শেখ মুজিবুর রহমানের রচনা।

Created: 8 months ago | Updated: 3 days ago

সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপকের নাম অধ্যাপক রফিকুল ইসলাম; অধ্যাপক আনিসুজ্জামান।

Created: 8 months ago | Updated: 2 weeks ago

“বাঙলার জয় হোক, বাঙালির জয় হোক” কবি কাজী নজরুল ইসলাম এর উক্তি।

‘মানুষ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো ‘মনু + ষ্ণ’। তবে আধুনিক বাংলা অভিধানে আছে ‘মনু + তা’।

 'সর্গ' ও স্বর্গ' এর পার্থক্য হলো ‘সর্গ' অর্থ ‘জন্ম বা সৃষ্টি’ আর ‘স্বর্গ' অর্থ 'জান্নাত; বেহেশত'।

‘জীবনানন্দ' ও ‘প্রশ্নোত্তর' এর সন্ধি বিচ্ছেদ হলো ‘জীবন + আনন্দ' আর ‘প্রশ্ন + উত্তর'।

‘কর' অর্থ বিশেষ্য অর্থে 'হাত বা হস্ত' এবং ‘কর' অর্থ ‘কিরণ; প্রভা’ ।

দ্বিগু সমাসের দু'টি উদাহরণ হলো-  দু' আনার সমাহার = দু’আনি। শত অব্দের সমাহার = শতাব্দী ।

“মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু”

পরাধীন, অবহেলিত ও নিষ্পেষিত এই জাতিকে শতাব্দীর মহানায়ক স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন। বাঙালির হাজার বছরের স্বাধীনতার স্বপ্নকে যিনি বাস্তবায়িত করেছিলেন, যিনি এই স্বাধীনতার স্বাদ বাঙালিদের হাতে তুলে দিয়েছিলেন, তিনি মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সাধারণ মানুষ নন। তিনি এক মহানায়ক। মহানায়কের জন্ম একটি জাতিতে বারবার হয় না। মহানায়ক কখনও একাধিক হয় না। মহানায়কের কোনো তুলনা হয় না। পৃথিবীর ইতিহাসে এক একটি জাতির জন্য এক একজন মহানায়কের জন্ম হয়েছিল। বাঙালি জাতির জন্যও বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল। বাঙালির মহানায়ক বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও বাঙালি পরাধীনতার বেড়াজাল থেকে মুক্ত হতে পারত না। এ দেশের দুঃখী-দরিদ্র মানুষের জন্য বঙ্গবন্ধুর নিরন্তর, নিরলস সংগ্রাম এবং দাবি আদায়ে দীর্ঘ কারাবাসের মুখে দৃঢ় মনোবল তাঁকে করে তুলেছিল  জীবন্ত কিংবদন্তি । সেই কিংবদন্তির জন্মশতবার্ষিকীতে আমরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। একজন মহান, ত্যাগী নেতা তাঁর  দেশের মানুষকে কীভাবে ঐক্যবদ্ধ করতে পারেন, অপরিসীম সাহসিকতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন, সঠিক ও দূরদর্শী নেতৃত্বের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে ছিনিয়ে আনতে পারেন, তার উজ্জ্বল উদাহরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাহিত্যিক ও ছড়াকার অন্নদাশঙ্কর রায় বঙ্গবন্ধুর কীর্তিকে স্মরণ করে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর লিখেছিলেন কালজয়ী পক্তি- 'যতকাল রবে পদ্মা যমুনা/ গৌরী মেঘনা বহমান/ ততকাল রবে কীর্তি তোমার/ শেখ মুজিবুর রহমান।/ দিকে দিকে আজ অশ্রুগঙ্গা/ রক্তগঙ্গা বহমান/তবু নাই ভয় হবে হবে জয়/ জয় মুজিবুর রহমান।' বঙ্গবন্ধু হঠাৎ মহানায়কে পরিণত হননি। নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি মহানায়কে পরিণত হয়েছিলেন। কিশোর বয়সেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের কারণে তিনি প্রথমবারের মতো গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। এর পর থেকে শুরু হয় বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের অভিযাত্রা। তিনি তাঁর সহকর্মীদের নিয়ে ১৯৪৮ সালে ছাত্রলীগ গঠন করেন। ১৯৪৯ সালে আওয়ামী লীগ গঠন ও বিস্তারেও তার বিশেষ ভূমিকা রয়েছে। ১৯৪৭ সালে দেশ বিভাগ ও স্বাধীনতা আন্দোলন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান পেরিয়ে ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতার পরিণত হন। বঙ্গবন্ধু আসলেই বাংলার সাধারণ মানুষের নাড়ির স্পন্দন বুঝতে পেরেছিলেন। মুসলিম লীগের শাসনের বিরুদ্ধে আন্দোলনে দুটি বিষয় কাজ করত। একটা হচ্ছে, সাধারণ মানুষের চিন্তাভাবনা এবং তাদের যে দুঃখ-কষ্ট-দুর্দশা; তা থেকে মুক্ত করার জন্য কর্মসূচি গ্রহণ। আর দ্বিতীয়টি হচ্ছে, সাহসিকতা। অর্থাৎ সাহস করে মানুষকে আন্দোলনের পথে নিয়ে আসা। স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে যে সাহস ও দৃঢ় মনোবল দরকার, সেটা অর্জন করা। এ ক্ষেত্রে দেখা যায়, শেখ মুজিবুর রহমান ছাত্রনেতা, যুবনেতা এবং তিনিই আওয়ামী লীগের একজন নেতা, যিনি প্রতিটি ক্ষেত্রে সেই সময়কার অন্যদের চেয়ে অনেক বেশি অগ্রসর। মানুষের কাছেও তিনি দ্রুত পৌছে যেতে পারতেন। স্বাধীনতার অগ্রদূত মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়; একটি ইতিহাস। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। স্বায়ত্তশাসন, স্বাধীনতা ও সংসদীয় গণতন্ত্রের স্বপ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা বাংলাদেশকে চূড়ান্ত স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যায়। স্বাধীনতা ঘোষণা, প্রতিরোধ যুদ্ধ, সরকার গঠন, ছোট ছোট যুদ্ধ, বড় বড় যুদ্ধ, গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস এবং বর্বর পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতন, গণহত্যাসহ নানাবিধ ঘটনা নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস। আর এই ইতিহাসের প্রতিটি স্তরে বঙ্গবন্ধু একটি শক্তি, একটি চেতনা। তিনি গোটা বাঙালি জাতির জন্য যে উপহার দিয়ে গেছেন, সেই ঋণ কখনও শোধ হবে না ।

Created: 8 months ago | Updated: 2 weeks ago

জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীনে গমন কর। 

= If necessary go abroad to acquire knowledge.

Created: 8 months ago | Updated: 2 weeks ago

মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। 

= Bees collect honey from flowers.

ইংরেজিতে অনুবাদ করুন:
14.

সদা সত্য কথা বলা একটি মহৎ গুণ।

Created: 8 months ago | Updated: 2 weeks ago

সদা সত্য কথা বলা একটি মহৎ গুণ। 

= Always speaking truth is a great virtue.

ইংরেজিতে অনুবাদ করুন:
15.

আপনি কখন এসেছেন।

Created: 8 months ago | Updated: 2 weeks ago

আপনি কখন এসেছেন। 

= When did you come?

Created: 8 months ago | Updated: 2 weeks ago

সূর্য সব সময় পশ্চিমে অস্ত যায়। 

= The sun always sets in the west.

Created: 8 months ago | Updated: 1 week ago

He hankers after wealth.  বাক্যের অর্থঃ তিনি সম্পদের পেছনে ছুটেন।

Created: 8 months ago | Updated: 2 weeks ago

You should be always true to your words. বাক্যের অর্থঃ সর্বদা তোমার কথায় সত্যবাদী হওয়া উচিৎ।

Created: 8 months ago | Updated: 2 weeks ago

Salma is an M.A. বাক্যের অর্থঃ সালমা একজন এমএম

Created: 8 months ago | Updated: 2 weeks ago

He has been diagnosed with cancer.  বাক্যের অর্থঃ তার ক্যান্সার ধরা পড়েছে।

Created: 8 months ago | Updated: 2 weeks ago

They suffered much since the tornado hit their village.  বাক্যের অর্থঃ টর্নেডো গ্রামে আঘাত হানার পর তারা অনেক ভুগেছিল।

Write Antonyms:
22.

Dawn

Created: 8 months ago | Updated: 2 weeks ago

Dawn (ভোর) এর Antonyms হলো Night; cease.

Write Antonyms:
23.

Respect

Created: 8 months ago | Updated: 2 weeks ago

Respect (সম্মান) এর Antonyms হলো-Disregard.

Write Antonyms:
24.

Tall

Created: 8 months ago | Updated: 2 weeks ago

Tall (লম্বা) এর Antonyms হলো Short.

Write Antonyms:
25.

Promotion

Created: 8 months ago | Updated: 2 weeks ago

Promotion (পদবৃদ্ধি) এর Antonyms হলো Degradation.

Write Antonyms:
26.

Assets

Created: 8 months ago | Updated: 2 weeks ago

Assets (সম্পদ) এর Antonyms হলো Liability.

Write the meaning of the following word:
27.

Cast , Caste

Created: 8 months ago | Updated: 2 weeks ago

Cast অর্থ নিক্ষেপ করা। Caste অর্থ জাত; জাতিপ্ৰথা

Write the meaning of the following word:
28.

Whole ,Hole

Created: 8 months ago | Updated: 2 weeks ago

Whole অর্থ পুরো; সম্পূর্ণ । Hole অর্থ গর্ত ।

Write the meaning of the following word:
29.

Arm ,Aim

Created: 8 months ago | Updated: 2 weeks ago

Arm অর্থ বাহু। Aim অর্থ লক্ষ্য।

Write the meaning of the following word:
30.

Walk , Work

Created: 8 months ago | Updated: 2 weeks ago

Walk অর্থ হাটা। Work অর্থ কাজ।

Write the meaning of the following word:
31.

Rain , Reign

Created: 8 months ago | Updated: 15 hours ago

Rain অর্থ বৃষ্টি । Reign অর্থ রাজ্য।

স্রোতের অনুকূলে বেগ = ১০ + ৫ = ১৫ kmph

স্রোতের প্রতিকূলে বেগ = ১০ - ৫ = ৫ kmph

∴ নির্ণেয় সময় + ঘণ্টা [ সময় = দূরত্ব/ বেগ]

= ৩ + ৯ = ১২ ঘণ্টা ।

১৫টি কলার দাম = ১২ টাকা

∴ ১৫০টি কলার দাম = × = ১২০ টাকা

অবশিষ্ট কলা = ১৫০ - ৬ = ১৪৪ টি

এখন, ১২টি বিক্রি করে = ১৫ টাকায়

∴ ১৪৪টি বিক্রি করে =  ×  = ১৮০ টাকায়

∴ লাভ হবে = ১৮০ - ১২০ = ৬০ টাকা

এখন, ১২০ টাকায় লাভ হয় = ৬০ টাকা

∴ ১০০ টাকায় লাভ হয়  =  × = ৫০ টাকা বা ৫০%

এখানে, ‘ক’ ১ দিনে করে কাজের  =  অংশ

∴ 'খ' ১ দিনে করে কাজের = অংশ

∴ 'গ' ১ দিনে করে কাজের =অংশ

তারা একত্রে ১ দিনে করে কাজের =  +  +  =অংশ

এখন,  অংশ কাজ করে = ৪ দিনে

∴ ১ বা সম্পূর্ণ কাজ করে = × = ৪ দিনে। 

Created: 8 months ago | Updated: 5 days ago

কম্পিউটারের পরিভাষায় ভাইরাস (Virus) শব্দটির পূর্ণরূপ হলো Vital Information Resources Under Seize অর্থাৎ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। গবেষক ফ্রেডরিক কোহেন এই ভাইরাসের নামকরণ করেন। এটি একটি Software বা প্রোগ্রাম যা দ্বারা কম্পিউটারের অপারেটিং সিস্টেম ক্ষতিসাধন করে থাকে ।

BIOS এর পূর্ণরূপ হলো Basic Input Output System. কম্পিউটারের মাদারবোর্ডের Firmware chip এর মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টিই হলো BIOS. BIOS দ্বারা কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়। এটি Boot পরবর্তী পিসিতে ব্যবহৃত Input device, Output device এর সমন্বয় বা নিয়ন্ত্রণকারী Firmware. এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবেও পরিচিত। Computer Boot হওয়ার পরপরই যে Software টি রান হয়, সেটি হলো BIOS

চারটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর নাম MySQL, Postgre SQL, Microsoft Access, SQL Server

চারটি সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েব সাইট এর নাম হলো FaceBook, Twitter, Instagram, LinkedIn.

ইউনিকোড একটি আন্তর্জাতিক বর্ণ সংকেত নির্ধারণী ব্যবস্থা। সকল ভাষাকে একটি সার্বজনীন মানদণ্ডে নিয়ে আসাই ইউনিকোডের মূল লক্ষ্য। 

চারটি ইউনিকোড ফন্টের নাম হলোঃ
Nikosh, Nikosh Ban, SolaimanLipi, Muktinarrow.

পূর্ণরূপ লিখুন
40.

PCB

Created: 8 months ago | Updated: 2 weeks ago

PCB এর পূর্ণরূপ  Printed circuit boards. 

পূর্ণরূপ লিখুন
41.

SIM

Created: 8 months ago | Updated: 2 weeks ago

SIM এর পূর্ণরূপ Subscriber Identity/Identification Module.

পূর্ণরূপ লিখুন
42.

WiMax

Created: 8 months ago | Updated: 2 weeks ago

WiMax এর পূর্ণরূপ Worldwide Interoperability for Microwave Access

পূর্ণরূপ লিখুন
43.

PDF

Created: 8 months ago | Updated: 2 weeks ago

PDF এর পূর্ণরূপ Portable Document Format. 

পূর্ণরূপ লিখুন
44.

PNG

Created: 8 months ago | Updated: 2 weeks ago

PNG এর পূর্ণরূপ Portable Network Graphics.

পূর্ণরূপ লিখুন
45.

GPS

Created: 8 months ago | Updated: 1 week ago

GPS এর পূর্ণরূপ Global Positioning System.

Virtual Reality এর সাহায্যে কৃত্রিমভাবে ত্রিমাত্রিক মাল্টি সেন্সোরিয়াল (Multi-Sensorial) এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায়? 

Created: 8 months ago | Updated: 1 day ago

ব্যান্ডউয়িথ (Bandwith) পরিমাপের একক হলো BPS বা Bit per second.

একটি বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল যোগাযোগ মাধ্যম হলো Linkedin.

নিচের উত্তর লিখুনঃ
49.

পাল্স অক্সিমিটার কি?

Created: 8 months ago | Updated: 1 day ago

করোনা মহামারীর সময়ে বহুল ব্যবহৃত একটি যন্ত্রের নাম পাল্স অক্সিমিটার

Related Sub Categories