গণযোগাযোগ অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (27-05-2023) || 2023

All

প্রথম বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ছিলেন এইচ. টি. ইমাম  

স্বীকৃতি মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণ ও অসামান্য নৈপুণ্যতার কারণে পরবর্তীকালে বাংলাদেশ সরকার উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড-কে বীরপ্রতীক সম্মাননায় ভূষিত করেন।

চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে।

নিচের ঘটনাসমূহকে অতীত থেকে সমকাল পর্যন্ত সাজিয়ে লিখুন:
5.

হিরোশিমা ও নাগাসাকিতে মানবিক বোমা নিক্ষেপ

Created: 6 months ago | Updated: 2 days ago

১৯৪৫ সালের ৬ই আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের নিউক্লীয় বোমা ফেলে এবং এর তিন দিন পর নাগাসাকি শহরের ওপর ফ্যাট ম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

অনুমান করা হয় যে ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে প্রায় ১৪০,০০০ লোক মারা যান।নাগাসাকিতে প্রায় ৭৪,০০০ লোক মারা যান এবং পরবর্তীতে এই দুই শহরে বোমার পার্শ্বপ্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরও ২১৪,০০০ জন। জাপানের আসাহি শিমবুন-এর করা হিসাব অনুযায়ী বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগসমূহের ওপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য গণনায় ধরে হিরোশিমায় ২৩৭,০০০ এবং নাগাসাকিতে ১৩৫,০০০ লোকের মৃত্যু ঘটে। দুই শহরেই মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিলেন বেসামরিক ব্যক্তিবর্গ।

জাপান আত্মসমর্পণের পেছনে এই বোমাবর্ষণের ভূমিকা এবং এর প্রতিক্রিয়া ও যৌক্তিকতা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরে অধিকাংশের ধারণা এই বোমাবর্ষণের ফলে যুদ্ধ অনেক মাস আগেই সমাপ্ত হয়, যার ফলে পূর্ব-পরিকল্পিত জাপান আক্রমণ (invasion) সংঘটিত হলে উভয় পক্ষের যে বিপুল প্রাণহানি হত, তা আর বাস্তবে ঘটেনি। অন্যদিকে জাপানের সাধারণ জনগণ মনে করে এই বোমাবর্ষণ অপ্রয়োজনীয় ছিল, কেননা জাপানের বেসামরিক নেতৃত্ব যুদ্ধ থামানোর জন্য গোপনে কাজ করে যাচ্ছিল। 

নিচের ঘটনাসমূহকে অতীত থেকে সমকাল পর্যন্ত সাজিয়ে লিখুন:
6.

প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি

Created: 6 months ago | Updated: 2 days ago
নিচের ঘটনাসমূহকে অতীত থেকে সমকাল পর্যন্ত সাজিয়ে লিখুন:
7.

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান

Created: 6 months ago | Updated: 20 hours ago
নিচের ঘটনাসমূহকে অতীত থেকে সমকাল পর্যন্ত সাজিয়ে লিখুন:
8.

বর্তমান জাতিসংঘ (United Nations) এর সূচনা

Created: 6 months ago | Updated: 1 week ago
নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
9.

Blockchain ও Artifical Intelligence (Al) বলতে কী বোঝায় ?

Created: 6 months ago | Updated: 1 day ago
Created: 6 months ago | Updated: 3 days ago

পাথর জাদুঘর' পঞ্চগড় সরকারি মহিলা কলেজ চত্ত্বরে অবস্থিত একটি জাদুঘর।

অমর একুশে ফেব্রুয়ারি ১৯৯৯  সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষিত হয়। 

১৭ নভেম্বর ১৯৯৯ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
13.

পূর্ণরূপ লিখুনঃ ক. SWIFT খ. UNESCO

Created: 6 months ago | Updated: 3 days ago

Society for Worldwide Interbank Financial Telecommunications (SWIFT)=SWIFT 

United Nations Educational, Scientific and Cultural Organization =UNESCO 

Related Sub Categories