অনুরোধে ঢেঁকি গেলা
অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি জ্ঞাপন, পরের অনুরোধে কষ্ট স্বীকার করা।
আষাঢ়ে গল্প
আষাঢ়ে গল্প একটি বাগধারা। যার অর্থ গাজাখোরী গল্প/ আজগুবি গল্প
আঠারো মাসে বছর
আঠার মাসে বছর (দীর্ঘসূত্রিতা) – সাত দিনের মধ্যে সে কিছতেই একাজ সম্পন্ন কতে পারবে না- তার তো আঠার মাসে বছর।
আকাশ কুসুম
(অসম্ভব কল্পনা) – ওসব আকাশকুসুম ভেবে সময় নষ্ট করে লাভ নেই, বাস্তবে ফিরে এস।
আকাশ ভেঙ্গে পড়া
আকাশ ভেঙে পড়া = (মহাবিপদ) – বাবার মৃত্যু সংবাদ পেয়ে শারমিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
মধুর
তিক্ত
সংকীর্ণ
প্রশস্ত
সংক্ষিপ্ত
সংক্ষিপ্ত এর বিপরীত শব্দ - বিস্তৃত
স্বাধীন
পরাধীন
বাঘের চামড়
'বাঘের চর্ম বা চামড়া' এর এক কথায় প্রকাশ হল কৃত্তি
যা চিবিয়ে খাওয়ার যোগ্য
যা চিবিয়ে খাওয়ার যোগ্য = চর্ব্য
দমন করা কষ্টকর যাকে
দমন করা কষ্টকর যাকে-দুর্দমনীয়
দিনের পূর্বভাগ
দিনের পূর্বভাগ-পূর্বাহ্ন
যা প্রকাশ করা হয়নি
যা প্রকাশ করা হয়নি = অব্যাক্ত
অদ্যবধি
অদ্যবধি এর শুদ্ধ বানান- অদ্যাবধি /অব্যয় পদ/ আজ পর্যন্ত।
আবশ্যকীয়
মুখচ্ছবি
দুরাবস্তা
দুরাদৃষ্টি
আমার লেখার কলম নেই।
আমার লেখার কলম নেই।
= I have no pen to write with.
সে সাঁতার কাটতে জানে না।
সে সাঁতার কাটতে জানে না।
= He does not know how to swim.
গোলাপটি সুন্দর।
গোলাপটি সুন্দর। = The Rose is beautiful
আমাকে এখন যেতে হবে।
আমাকে এখন যেতে হবে। = I have to go now.
সততা সর্বোৎকৃষ্ট পন্থা ।
সততা সর্বোৎকৃষ্ট পন্থা । = Honesty is the best policy.
He died ----- illness.
He died of illness.
Divide the mangoes ---- two boys.
Divide the mangoes among two boys.
He is familiar ----- the subject.
I must not condemn her ---- knowing
There is no alternative ---- training.
Post the letter.
I said to her, "He will not come"
Only Rahim can do the sum.
He is too weak to walk
Nobody wishes to be unhappy.
Write the Bengali meaning of 'practical'.
Antonym of 'Difficult'.
Correct the spell - "Aqusition"
Write a synonym of the word 'efficient'.
Write the Bengali meaning of 'run out'.
Digital land management involves the utilization of technology to streamline and optimize processes related to land administration, including land registration, cadastral mapping, and land use planning. By leveraging digital tools such as Geographic Information Systems (GIS), blockchain, and remote sensing technologies, governments and organizations can enhance the efficiency, transparency, and accuracy of land management practices. This digital transformation enables easier access to land information, facilitates better decision-making, and helps in resolving land-related disputes swiftly. Overall, digital land management plays a crucial role in promoting sustainable development, improving land governance, and ensuring equitable access to land resources.
মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
'কারাগারের রোজনামচা' ও 'অসমাপ্ত আত্মজীবনী'
'থিওরি অব রিলেটিভিটি'-এর প্রণেতা কে ?
টেকনাফ ও তেঁতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত?
TIN এর পূর্ণরূপ লিখুন।
TIN এর পূর্ণরূপ - Tax Identification Number
EU পূর্ণরূপ কি?
EU পূর্ণরূপ হলো - European Union
'অপারেশন জ্যাকপট' কি?
অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। এটি ছিল একটি আত্মঘাতী অপারেশন। এ অপারেশন ১৯৭১-এর ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়।
কৃষি জমির ক্ষেত্রে ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করে দেয়া হয়েছে। ২৫ বিঘার অধিক থেকে ১০ একর পর্যন্ত জমির প্রতি শতাংশ জমির জন্য ৫০ পয়সা করে।
পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়?
পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়।
ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত ?
কবে প্রথম জাতীয় ভূমি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
বাংলাদেশের পাঁচটি মেগা প্রকল্পের নাম লিখুন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি?