একটি চেইন দ্বারা মেপে একটি জমির ক্ষেত্রফল ১৩০.৫০ একর পাওয়া গেল। যদি মাপার কাজে ব্যবহৃত চেইনটি শতকরা ০.১০ ভাগ বেশি লম্বা থাকে তাহলে জমির প্রকৃত ক্ষেত্রফল কত?
একটি শিকল রেখা হতে আঁকা বাঁকা সীমানা রেখায় ১৫ মিটার পরপর নিমরূপ অফসেট পাওয়া গেল। শিকল রেখা ও সীমানার মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল কত?
অফসেট সমূহঃ ০.০০, ২.৭৫, ৩.৮৫, ৩.৮০, ৪.৭০, ৩.৬৫, ৫.০০, ৫.৯০
AB রেখার বিয়ারিং ১৪২° ৩০' এবং ABC কোন ১২০° ৩৮' হলে BC রেখার বামাবর্তে বিয়ারিং কত?
একটি সুষম ঢাল বিশিষ্ট ভূমিতে ৩০ মিটার পর পর A হতে লেভেলিং কার্য শুরু করে B বিন্দুতে শেষ করার জন্য নিম্নোক্ত স্টাফ পাঠ পাওয়া গেলা।
০.০৮৫, ০.৮০৫, ১.৭৫০, ২.৮৫৫, ৩.৬৫, ৩.৯৮৫, ০.৮০৫, ১.০০৫, ১.৫৮৫, ২.৪৫০, ৩.৬২৫, ০.০৩৫, .১.৪১৫, ২.৬১৫
A বিন্দুর আর এল ৪০.৪৫০ মিটার। AB রেখার ঢাল নির্ণয় করুন।
পুকুরের বিপরীত দুই পাড়ে দুটি বিন্দু A ও B । A বিন্দুতে যন্ত্র বসিয়ে A ও B তে স্টাফ পাঠ যথাক্রমে ১.৯৮ মি. ও ২.৪৫মি. B বিন্দুতে যন্ত্র বসিয়ে A ও B স্টাফ পাঠ যথাক্রমে ২.৪৮৫ মি. ও ৩.৪০৫ মি. পাওয়া গেল। A ও B বিন্দুর প্রকৃত উচ্চতার পার্থক্য কত?
বেঞ্চমার্ক কি?
পূর্ণবৃত্ত বিয়ারিং বলতে কি বুঝায় ?