একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগল। বানরটি যদি ১ মিনিটে ৪ মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ১০ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?
২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির গ্রন্থ ৪ মিটার কম হতো, তবে ৬০০০ খাতা টাকা খরচ হতো। কামরাটির গ্রন্থ কত?
x- 1x = 3 হলে x6 + 1x6 এর মান নির্নয় করুন