পদ্মা সেতুর উদ্বোধন হয় ইংরেজি কত সালের কত তারিখে?
পদ্মা সেতুর নির্মাণ শুরু হয়েছিল 2014 সালের 26 নভেম্বর। আর উদ্বোধন করা হয়েছিল 2022 সালের 25 জুন।
বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
বেরিবেরি (ইংরেজি: Beriberi) হচ্ছে কতকগুলো লক্ষণসমষ্টি যা মূলত ভিটামিন বি১ বা থায়ামিনের অভাবে হয়।
FIFA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ফিফার কার্যালয় সুইজারল্যান্ড অবস্থিত। FIFA এর পূর্ণরূপ হল Federation of international football association. ফিফার সদর দপ্তর বা কার্যালয় সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। ফিফার জন্ম হয় ১৯০৪ সালের ২১ মে ফ্রান্সের রাজধানী প্যারিসে।
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
বাংলাদেশের মৌলভীবাজার (৯১টি বাগান) জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে।
মোনাকো এর রাজধানীর নাম কি?
মোনাকো এর রাজধানীর নাম মোনাকো
মোনাকো (ফরাসি: Monaco) ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এটি আয়তনে পৃথিবীর ২য় ক্ষুদ্রতম, এবং পৃথিবীর সর্বোচ্চ জনঘনত্ব-বহুল রাষ্ট্র। কেবল মাত্র ভ্যাটিকান সিটির আয়তন মোনাকোর চেয়ে কম।
সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
সুয়েজ খাল (ইংরেজি: Suez Canal, আরবি: قناة السويس) মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে।
WCO এর পূর্ণাঙ্গ রূপ লিখুন?
WCO = World Customs Organization
বেনাপোল কাস্টম হাউস কোন উপজেলায় অবস্থিত?
বেনাপোল স্থলবন্দর , যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল শহরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর।
বাংলাদেশের জাতীয় শিশু দিবস কত তারিখ?
১৭ মার্চ শিশু দিবস পালন করা হয়।
শিশু দিবস শিশুদের নিয়ে উদযাপিত একটি দিবস। এটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয়ে থাকে।
শিশু দিবসটি প্রথমবার তুরস্কে পালিত হয়েছিল সাল ১৯২০ সালের ২৩ এপ্রিল। বিশ্ব শিশু দিবস ২০ নভেম্বর - এ উদযাপন করা হয়, এবং আন্তর্জাতিক শিশু দিবস জুন ১ তারিখে উদযাপন করা হয়। তবে বিভিন্ন দেশে নিজস্ব নির্দিষ্ট দিন আছে শিশু দিবসটিকে উদযাপন করার।
পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
চীনকে পেছনে ফেলে ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। বর্তমানে ভারতে চীনের থেকে ২৯ লাখ বেশি মানুষ আছে। ইউএনএফপিএর রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়। (২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন কর্মকর্তাকে কি বলা হয়?
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন এটর্নি জেনারেল। এটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী। বাংলাদেশ সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদবলে রাষ্ট্রপতি তাঁকে নিয়োগদান করেন।
বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি?
গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দেয়, তবে ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়
বাংলাদেশের সংবিধান সংশোধনের বিধান রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের জন্য সংবিধান সংশোধন করার ক্ষমতা কেবলমাত্র সংসদের আছে।
প্রথম ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি?
প্রথম ইন্টারনেট ব্যবহারকারী দেশ হচ্ছে "যুক্তরাষ্ট্র"