একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগল। বানরটি যদি ১ মিনিটে ৪ মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ১০ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?
একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১০% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
১ টি চৌবাচ্চার ৩৫ ভাগ পূরণ হতে ৭ ঘন্টা সময় লাগে। চৌবাচ্চার বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
2x-2x=3 হলে, দেখাও যে, 8x3-1x3=63
উৎপাদকে বিশেষণ করুনঃ
x2+13x+36
একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি ৭৫ ফুট এবং উচ্চতা ৪৪ ফুট । প্রতি বর্গফুট ২৩,৫০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে?