গড্ডলিকা প্রবাহ
গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ): গড্ডলিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই।
তালপাতার সেপাই
তালপাতার সেপাই (ক্ষীণজীবী, অতিশয় দুর্বল): আরিফের মতো তাল পাতার সেপাই দিয়ে কাজ হবে না।
সপ্তমে চড়া
সপ্তমে চড়া (প্রচণ্ড উত্তেজনা) : এসব দুর্নীতি দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল।
মেঘে মেঘে বেলা হওয়া
মেঘে মেঘে বেলা হওয়া (বয়স বাড়া) = তাকে মোটেই ছোট মনে করো না, মেঘে মেঘে বেলা কম হয়নি।
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা
‘আমারে’ তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা = কর্মে ২য়া
ফুলে ফুলে ঘর ভরেছে
ফুলে ফুলে ঘর ভরেছে = করণে ৭মী
টাকায় টাকা হয়
টাকায় টাকা হয় = অপাদানে ৭মী
কান্নায় শোক মন্ত্রীভূত হয়
কান্নায় শোক মন্দ্রীভূত হয় = ভাবাধিকরণে ৭মী/ অধিকরণে ৭মী
গাছ পাকা
গাছ পাকা = গাছে পাকা (৭মী তৎপুরুষ সমাস)
মাথাপিছু
মাথাপিছু = প্রতি মাথা (নিত্য সমাস) / মাথা মাথা (অব্যয়ীভাব সমাস)
মনমাঝি
মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)
অসাধু
অসাধু = ন সাধু (নঞ তৎপুরুষ সমাস)
শোনিত
শোনিত = শোণিত
ধুলিস্যাৎ
ধুলিস্যাৎ = ধূলিসাৎ
ভৌগলিক
ভৌগলিক = ভৌগোলিক
বর্ধণ
বর্ধণ = বর্ধন
যন্ত্রপাতি
যন্ত্রপাতি = Appliance
বুরেট
বুরেট = Burette
পিপেট
পিপেট = Pipette
পরিমাপের চোঙ
পরিমাপের চোঙ = Measuring Cylinder
bed of roses
Bed of roses ( comfortable condition : আরামদায়ক অবস্থা )= Life is not a bed of roses.
Hush money
Hush money (bribe money )= He offered a hush money to suppress the murder.
Kith and kin
Kith and kin (near relatives: নিক্কট)= He has no good relation with his kith and kin.
Weal and woe
Weal and woe (joy and sorrow; 8)= Human life is full of weal and woe.
Light filled the room.
The room was filled with the light.
We do not hate the poor.
Let us not hate the poor.
He is the best boy in the class.
He is better than any other boy in the class.
If I were a king!
I wish I were a king.
Miscelanous
Miscelanous = Miscellaneous
Sunami
Sunami = Tsunami
Constelation
Constelation= Constellation
Nomini
Nomini = Nominee
How do you intended to deal ___ the problem?
with (deal with) = মোকাবেলা করা
The statue of liberty stands ____ global symbol of freedom.
for (stands for) = দাঁড়ানো
He always tries to keep ___ his reputation as a good scientist.
up (keep up)= বজায় রাখা
I cannot be false ____ my friend .
to (false to )= বিশ্বাসঘাতক
ফুলটি ফুটি-ফুটি করেও ফুটল না।
The flowers was about to bloom but did not bloom.
মৌসুমী বায়ু এ দেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
The monsoon causes heavy rainfall in this country
সে জ্বর জ্বর অনুভব করছে।
He feels feverish
আমরা সর্বত্র বিজ্ঞানের প্রভাব দেখি।
We see the influence of science everywhere.
পনির:তপন::তপন:রবিন
৪:৩::৫:৪
২০:১৫:১৫:১২
সুতরাং পনির:তপন:রবিন
২০:১৫:১২
ধরি পনির এর আয় ২০ক
প্রশ্নমতে,
২০ক=১২০
সুতরাং: ৬
তাহলে রবিনের আয় ১২*৬= ৭২
উত্তর: ৭২ টাকা
ধরি শ্যামল ক টি কলম কিনেছিল
বোনকে দেয়ার পর বাকি রইল ক/২ টি কলম
ভাইকে দেয়ার পর বাকি রইল (ক-ক/২-ক/৩)=ক/৩
প্রশ্নমতে,
ক/৩=৫
ক=১৫
শ্যামল ১৫টি কলম কিনেছিল
বিপ্রতীপ কোণ
একান্তর কোণ
দু’টি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়।
অনুরূপ কোণ
দু'টি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তকে অনুরূপ কোণ বলে