বাংলাদেশ সুপ্রিম কোর্ট || হাইকোর্ট বিভাগ || স্টোর কিপার (26-08-2023) || 2023

All

সকল বিষয়

অর্থ সহ বাক্য রচনা করুন:
1.

আট কপালে

Created: 3 months ago | Updated: 13 hours ago

আট কপালে বাগধারার অর্থ হলো - হতভাগ্য।

অর্থ সহ বাক্য রচনা করুন:
2.

বিদুরের খুদ

Created: 3 months ago | Updated: 14 hours ago

’বিদুরের খুদ’ বাগধারাটির অর্থ শ্রদ্ধার সামান্য উপহার

অর্থ সহ বাক্য রচনা করুন:
3.

কলির সন্ধ্যা

Created: 3 months ago | Updated: 15 hours ago

কলির সন্ধ্যা বাগধারাটির অর্থ - দুঃখের সূচনা বা দুঃখ শুরু হওয়া বা দুর্দিন।

অর্থ সহ বাক্য রচনা করুন:
4.

চাঁদের হাট

Created: 3 months ago | Updated: 13 hours ago

"চাঁদের হাট" বাগধারার অর্থ  আনন্দের প্রাচুর্য, প্রিয়জনদের সমাগম ।

অর্থ সহ বাক্য রচনা করুন:
5.

উনপঞ্চাশের বায়ু

Created: 3 months ago | Updated: 19 hours ago

'ঊনপঞ্চাশ বায়ু' বাগধারার অর্থ পাগলামির হাওয়া। 

এক কথায় প্রকাশ করুনঃ
6.

ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি

Created: 3 months ago | Updated: 19 hours ago

'ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি' এর এক কথায় প্রকাশ হল ঋত্বিক।

Created: 3 months ago | Updated: 15 hours ago

“ কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে” = আত্মনিষ্ঠ

এক কথায় প্রকাশ করুনঃ
8.

ঈষৎ উষ্ণ যাহা

Created: 3 months ago | Updated: 20 hours ago

‘ঈষৎ উষ্ণ যাহা’ এক কথায়  ঈষদুষ্ণ

এক কথায় প্রকাশ করুনঃ
9.

নূপুরের ধ্বনি

Created: 3 months ago | Updated: 19 hours ago

নুপূরের ধ্বনি - নিক্বণ

এক কথায় প্রকাশ করুনঃ
10.

স্মৃতিশাস্ত্রে পারদর্শী যিনি

Created: 3 months ago | Updated: 19 hours ago

স্মৃতিশাস্ত্রে পারদর্শী যিনি = শাস্ত্রজ্ঞ।

সন্ধি বিচ্ছেদ করুন:
11.

ষড়যন্ত্র

Created: 3 months ago | Updated: 7 hours ago

ষড়যন্ত্র  = ষট্‌+যন্ত্র  

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

তথৈব

Created: 3 months ago | Updated: 7 hours ago

তথৈব = তথা + এব।

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

অপেক্ষা

Created: 3 months ago | Updated: 7 hours ago

অপেক্ষা = অপ + ঈক্ষা।

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

কথামৃত

Created: 3 months ago | Updated: 7 hours ago

কথামৃত = কথা + অমৃত।

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

উপর্যুপরি

Created: 3 months ago | Updated: 7 hours ago

উপর্যুপরি = উপর + উপরি।

নিচের বানানগুলো শুদ্ধ করুন:
16.

শ্রদ্ধাস্পদেসু

Created: 3 months ago | Updated: 7 hours ago

শ্রদ্ধাস্পদেসু = শ্রদ্ধাস্পদেষু 

নিচের বানানগুলো শুদ্ধ করুন:
17.

পোষ্টমাষ্টার

Created: 3 months ago | Updated: 7 hours ago

পোষ্টমাষ্টার = পোস্টমাস্টার 

নিচের বানানগুলো শুদ্ধ করুন:
18.

সান্তনা

Created: 3 months ago | Updated: 7 hours ago

সান্তনা = সান্ত্বনা

নিচের বানানগুলো শুদ্ধ করুন:
19.

উপরোক্ত

Created: 3 months ago | Updated: 7 hours ago

উপরোক্ত = 'উপর্যুক্ত' / 'উপরিউক্ত' 

নিচের বানানগুলো শুদ্ধ করুন:
20.

স্বাচ্ছন্দ্য

Created: 3 months ago | Updated: 6 hours ago

সাচ্ছন্দ্য = স্বাচ্ছন্দ্য

বিপরীত শব্দ লিখুন:
21.

আকুঞ্জন

Created: 3 months ago | Updated: 7 hours ago

'আকুঞ্চন" এর বিপরীত শব্দ প্রসারণ। 

বিপরীত শব্দ লিখুন:
22.

সচেষ্ট

Created: 3 months ago | Updated: 21 hours ago

সচেষ্ট এর বিপরীত শব্দ হল নিশ্চেষ্ট। 

বিপরীত শব্দ লিখুন:
23.

সমষ্টি

Created: 3 months ago | Updated: 7 hours ago

সমষ্টি এর বিপরীত শব্দ হল ব্যষ্টি

বিপরীত শব্দ লিখুন:
24.

ভূত

Created: 3 months ago | Updated: 20 hours ago

ভূত এর বিপরীত শব্দ হলো - ভবিষ্যৎ

বিপরীত শব্দ লিখুন:
25.

তেজী

Created: 3 months ago | Updated: 1 day ago

‘তেজী’ শব্দের বিপরীত শব্দ নিস্তেজ

Make sentence with meaning:
27.

A snake in the grass

Created: 3 months ago | Updated: 13 hours ago

A snake in the grass = Hidden enemy

Make sentence with meaning:
28.

Bad blood

Created: 3 months ago | Updated: 12 hours ago

Bad blood means  animosity. 

There is aa bad bblood between Siti and Romana.

Make sentence with meaning:
29.

Amuse oneself

Created: 3 months ago | Updated: 13 hours ago
Make sentence with meaning:
30.

Wink of

Created: 3 months ago | Updated: 13 hours ago
Make sentence with meaning:
31.

To and fro

Created: 3 months ago | Updated: 12 hours ago

To and fro = ইতস্তত  He was like a caged animal, pacing to and fro.

সুস্বাস্থের জন্য সুষম খাদ্য প্রয়োজন

= A balanced diet is essential for good health

Created: 3 months ago | Updated: 15 hours ago

ঢং ঢং করে ঘন্টা বাজতেছে।

= The bell is ringing.

Created: 3 months ago | Updated: 2 days ago

সে রুম থেকে যায় না কেন?

= Why doesn't he go to the room?

গঙ্গা হিমালয় থেকে উত্থিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।

= The Ganga rises from the Himalayas and falls into the Bay of Bengal.

Created: 3 months ago | Updated: 1 day ago

বাংলাদেশ কৃষিতে সমৃদ্ধ

= Bangladesh is rich in agriculture

Created: 3 months ago | Updated: 1 day ago

The man died from over eating.

Created: 3 months ago | Updated: 1 day ago

He studied sociology at Dhaka University.

Created: 3 months ago | Updated: 20 hours ago

None of this money is mine.

Created: 3 months ago | Updated: 21 hours ago

His brother is noted for honesty. 

Created: 3 months ago | Updated: 13 hours ago

The old man fell into a deep sleep.

Write correct forms of verbs:
42.

I heard her (sing).

Created: 3 months ago | Updated: 12 hours ago

I heard her singing.

Write correct forms of verbs:
43.

She (come) of a respectable family.

Created: 3 months ago | Updated: 13 hours ago

She Comes of a respectable family.

Write correct forms of verbs:
44.

I have (have) a headache.

Created: 3 months ago | Updated: 13 hours ago

I have had a headache.

Created: 3 months ago | Updated: 12 hours ago

My younger daughter is looking forward to meeting her grandmother.

Write correct forms of verbs:
46.

Foods should be kept (cover).

Created: 3 months ago | Updated: 13 hours ago

Food should be kept covered.

Created: 3 months ago | Updated: 7 hours ago
Created: 3 months ago | Updated: 13 hours ago

It has been drizzling since morning.

Created: 3 months ago | Updated: 10 hours ago

সবুরে মেওয়া ফলে। এর English Translation হচ্ছে Patience has its reward অথবা Patience is bitter , but its fruit is sweet.


 

Created: 3 months ago | Updated: 12 hours ago

we can not relay on them.

Fill in the blanks
51.

He is senior ___ me.

Created: 3 months ago | Updated: 14 hours ago

He is senior to me.

Correct the Sentence
52.

It is a true fact

Created: 3 months ago | Updated: 12 hours ago

It is a true fact

= It is a  fact 

Correct the Sentence
53.

He learns better than you

Created: 3 months ago | Updated: 14 hours ago

ধরি খাতার ক্রয়মূল্য x টাকা 

৩৬ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় (x-৩৬) টাকা 

৭২ টাকায় বিক্রয় করলে লাভ হয় (৭২-x) টাকা 

প্রশ্নমতে,

               ২ (x - ৩৬) = ৭২ - x

            বা ২x - ৭২ = ৭২ - x

            বা 2x + x = ৭২ + ৭২

            বা ৩x = ১৪৪

            বা x = ১৪৪ ÷ ৩ = ৪৮ 

 অতএব জিনিসটির ক্রয়মূল্য ৪৮ টাকা।

Created: 3 months ago | Updated: 13 hours ago

2x+2/x=3

বা, 2(x+1/x)=3

বা,  x+1/x=3/2

 

এখন,

x^2+1/x^2

= (x+1/x)^2- 2x.1/x

=(3/2)^2 - 2

= 9/4-2

=9-8/4

=¼ ans

Created: 3 months ago | Updated: 6 hours ago

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় ১৯৭১ সালের ১৭ এপ্রিল। আর স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় ১০ এপ্রিল ১৯৭১।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য। এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলা নামকরণটি করেছিলেন মুক্তিযাদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী (১৯৩৮ - ২০১৭)।

পথের পাঁচালী - উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।

 বাংলার গ্রামে দুই ভাইবোন অপু ও দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস। এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করণের নাম - আম আঁটির ভেঁপু। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাস অবলম্বনে পথের পাঁচালী চলচ্চিত্র নির্মণ করেন যা পৃথিবী বিখ্যাত হয়।

বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট। 

বাংলাদেশ সুপ্রীম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ অধ্যায়ে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে আইনি বিধান রয়েছে। সংবিধানের ধারা ১০০ - এর বিধান অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনায় সুপ্রীম কোর্ট অবস্থিত।

মুজিবনগর স্মৃতিসৌধ এর স্থপতি তানভীর কবির।

এটি মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে।  

 ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের সদর দফতর নিউ ইয়র্ক শহরে অবস্থিত। 

এছাড়া জেনেভা, নাইরোবি, ভিয়েনা ও হেগ শহরে সংস্থাটির অন্যান্য দফতর রয়েছে। এটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে বিলুপ্ত লীগ অব নেশন্সের স্থলাভিষিক্ত হয়।

Created: 3 months ago | Updated: 12 hours ago

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য দায়ী জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। এটির সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে এবং বিশ্বব্যাপী ছয়টি আঞ্চলিক অফিস এবং 150টি মাঠ অফিস রয়েছে। জেনেভায় সদর দপ্তরটি জিন শুমি দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং 1966 সালে উদ্বোধন করা হয়েছিল।

আমার দেখা নয়াচীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ১৯৫২ সালের রাজনৈতিক জীবনের প্রথমদিকে গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ। এটি শেখ মুজিবর রহমান রচিত তৃতীয় গ্রন্থ।

জাপানি ইয়েন বা জাপানি এন (মুদ্রা প্রতীক: ¥; ব্যাংক কোড: JPY) (জাপানি: 円) জাপানের মুদ্রার নাম। মার্কিন ডলার, ইউরো এর পর জাপানি এন তৃতীয় মুদ্রা যা বৈদেশিক মুদ্রার বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়।

জাপানের রাজধানী টোকিও শহরে

পূর্ণরূপ লিখুন
67.

BRTA

Created: 3 months ago | Updated: 13 hours ago

BRTA এর পুর্ণরুপ হল Bangladesh Road Transport Authority.

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (সংক্ষেপে বিআরটিএ) মোটর যান অধ্যাদেশ, ১৯৮৩ (সংশোধনী-১৯৮৭) -এর অধ্যায় ২ দ্বারা গঠিত এবং ১৯৮৮ সাল থেকে কার্যক্রম চালাচ্ছে।

পূর্ণরূপ লিখুন
68.

SDG

Created: 3 months ago | Updated: 13 hours ago

SDG- Sustainable Development Goals(টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals) বা বৈশ্বিক লক্ষ্যমাত্রাগুলো আন্তঃসংযুক্ত যা সকলের জীবনমান উন্নতরকরণ আরও টেকসই ভবিষ্যৎ অর্জনের পরিকল্পনা হিসাবে তৈরি করা হয়েছে।

Related Sub Categories