আট কপালে
আট কপালে বাগধারার অর্থ হলো - হতভাগ্য।
বিদুরের খুদ
’বিদুরের খুদ’ বাগধারাটির অর্থ শ্রদ্ধার সামান্য উপহার
কলির সন্ধ্যা
কলির সন্ধ্যা বাগধারাটির অর্থ - দুঃখের সূচনা বা দুঃখ শুরু হওয়া বা দুর্দিন।
চাঁদের হাট
"চাঁদের হাট" বাগধারার অর্থ আনন্দের প্রাচুর্য, প্রিয়জনদের সমাগম ।
উনপঞ্চাশের বায়ু
'ঊনপঞ্চাশ বায়ু' বাগধারার অর্থ পাগলামির হাওয়া।
ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি
'ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি' এর এক কথায় প্রকাশ হল ঋত্বিক।
কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন যিনি
“ কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে” = আত্মনিষ্ঠ
ঈষৎ উষ্ণ যাহা
‘ঈষৎ উষ্ণ যাহা’ এক কথায় ঈষদুষ্ণ
নূপুরের ধ্বনি
নুপূরের ধ্বনি - নিক্বণ
স্মৃতিশাস্ত্রে পারদর্শী যিনি
স্মৃতিশাস্ত্রে পারদর্শী যিনি = শাস্ত্রজ্ঞ।
ষড়যন্ত্র
ষড়যন্ত্র = ষট্+যন্ত্র
তথৈব
তথৈব = তথা + এব।
অপেক্ষা
অপেক্ষা = অপ + ঈক্ষা।
কথামৃত
কথামৃত = কথা + অমৃত।
উপর্যুপরি
উপর্যুপরি = উপর + উপরি।
শ্রদ্ধাস্পদেসু
শ্রদ্ধাস্পদেসু = শ্রদ্ধাস্পদেষু
পোষ্টমাষ্টার
পোষ্টমাষ্টার = পোস্টমাস্টার
সান্তনা
সান্তনা = সান্ত্বনা
উপরোক্ত
উপরোক্ত = 'উপর্যুক্ত' / 'উপরিউক্ত'
স্বাচ্ছন্দ্য
সাচ্ছন্দ্য = স্বাচ্ছন্দ্য
আকুঞ্জন
'আকুঞ্চন" এর বিপরীত শব্দ প্রসারণ।
সচেষ্ট
সচেষ্ট এর বিপরীত শব্দ হল নিশ্চেষ্ট।
সমষ্টি
সমষ্টি এর বিপরীত শব্দ হল ব্যষ্টি।
ভূত
ভূত এর বিপরীত শব্দ হলো - ভবিষ্যৎ
তেজী
‘তেজী’ শব্দের বিপরীত শব্দ নিস্তেজ