যে শুনেই মনে রাখতে পারে
যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর
চৈত্র মাসের ফসল
চৈত্র মাসের ফসল = চৈতালী
পা ধোয়ার জল
পা ধোয়ার জল = পাদ্য
ক্ষুদ্র বাগান
ক্ষুদ্র বাগান = বাগিচা
বিশ্বজনের জন্য হিতকর
বিশ্বজনের জন্য হিতকর = বিশ্বজনীন
লবণ
লবণ = লো+অন
মতৈক্য
মতৈক্য = মত+ঐক্য
ক্ষুধার্ত
ক্ষুধার্ত = ক্ষুধা+ঋত
সন্তান
সন্তান = সম্+তান
সমিচীন
সমিচীন = সমীচীন
ন্যুনতম
ন্যূনতম = ন্যূনতম
মুমুর্ষ
মুমুর্ষু = মুমূর্ষু
সায়ত্বশাশন
সায়ত্ত্বশাসন = স্বায়ত্তশাসন
অবনত
অবনত = উন্নত
স্বাধীন
স্বাধীন = পরাধীন
বর্জন
বর্জন = গ্রহণ
অগ্রজ
অগ্রজ = অনুজ
'আমার দেখা নয়া চীন' ও 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ দুটির রচয়িতা কে?
‘আমার দেখা নয়াচীন' ও ‘অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ দুটির রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়
সান্ধ্য ভাষায় লিখিত বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কোনটি?
সান্ধ্য ভাষায় লিখিত বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন হলো চর্যাপদ ।
তুমি, সে ও আমি একত্রে যাব।
তুমি, সে ও আমি একত্রে যাব ।
= You, he and I will go together.
যে সাঁতার দিয়ে নদী পার হলো।
সে সাঁতার দিয়ে নদী পার হলো।
= He/ she swam across the river.
If I . . . . . . . . . . . you, I would not have done this.
If I were you, I would not have done this.
If I had been you, I would not have done this.
Water .. . . . . . . into vapour.
Water turns into vapour.
Lieftenant
Liefienant = Lieutenant
Ocassion
Ocassion = Occasion
Your conduct admits ............ no excuse.
You conduct admits of no excuse.
I am independent ................ my family.
I am independent of my family.
Fox
Fox = Vixen
Bee
Bee = Drone
Neither he nor his friends (attend) the function.
Neither he nor his friends attend the function
One of the boys (have) done it.
One of the boys has done it.
He succeed in get the job.
He succeed in get the job.
= He succed in getting the job.
Most of the people suffer in depression.
Most of the people suffer in depression.
= Most of the people suffer from in depression.
Myself did the work.
Myself did the work.
= I did the work.
মনেকরি, পুত্রের বর্তমান বয়স = x বছর
∴ পিতার “ ” = ৪x "
এখন, ৬ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = (x - ৬) বছর
∴ ৬ “ ” “ ” " = (৪x - ৬) "
প্রশ্নমতে, ১০(x - ৬) = 8x - ৬
⇒ ১০x - ৬০ = 8x - ৬
⇒ ১০x - 8x = -৬ + ৬০
⇒ ৬x = ৫৪
⇒ x = ৯
∴ পুত্রের বর্তমান বয়স = ৯ বছর
এবং পিতার “ ” = ৪ ৯ = ৩৬ বছর
∴ পিতার বর্তমান বয়স ৩৬ বছর ও পুত্রের বর্তমান বয়স ৯ বছর
মনেকরি, ১০টি কমলার ক্রয়মূল্য = ৮টি কমলার
বিক্রয়মূল্য = ১০০ টাকা
এখন, ১০টি কমলার ক্রয়মূল্য = ১০০ টাকা
১ “ ” = ১০ টাকা
আবার, ৮টি কমলার বিক্রয়মূল্য = ১০০ টাকা
১ “ ” = ১২.৫ টাকা
তাহলে, লাভ = ১২.৫ - ১০ = ২.৫ টাকা
শতকরা লাভ
= ২৫%
বা ৭.৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৭.৫) টাকা
= ৯২.৫ টাকা
১০% কমে ক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = ৯০ + ৯০ এর ২০%
= ৯০ + ৯০
= ৯০ + ১৮ = ১০৮ টাকা
∴ বিক্রয়মূল্য বেশি = (১০৮ - ৯২.৫) = ১৫.৫ টাকা
বিক্রয়মূল্য ১৫.৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
“ ১ ” “ ” " "
“ ৩১ ” “ ” " "
= ২০০ টাকা
দেওয়া আছে, এবং
প্রদত্ত রাশি,
e - GP
e-GP- Electronic Government Procurement
WAN
WAN- Wide Area Network.
ROM
ROM- Read Only Memory.
a2i
a2i = Aspire to Innovate.
WWW
www= World Wide Web.
কপি
কপি = Ctrl + C
পেস্ট
পেস্ট = Ctrl + V
নতুন ফাইল খোলা
নতুন ফাইল খোলা Ctrl + N
সর্বশেষ কমান্ড বাতিল করা
সর্বশেষ কমান্ড বাতিল করা = Ctrl + Z
Select All
Select All = Ctrl + A
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নির্মাতা প্রতিষ্ঠান ও দেশের নাম থ্যালেস অ্যালেনিয়া স্পেস, ফ্রান্স।
ইনপুট ও আউটপুট উভয় হিসেবে কাজ করে এমন দুটি ডিভাইসের নাম মডেম (Modem) ও টাচ স্ক্রিন (Touch Screen )
Firewall হলো এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। Firewall বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটারকে রক্ষা করার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মিলিত প্রয়াস। এর বহুল ব্যবহার লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ক্ষেত্রে। Computer এর জনক চার্লস ব্যাবেজ।
বাংলাদেশের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন অবস্থিত ঝিলংজা, কক্সবাজার ও কুয়াকাটা, পটুয়াখালী ।
CPU এর অংশ তিনটি।
i. Arithmetic Logic Unit (ALU ).
ii. Control Unit.
iii. Register Memory.
F1 – F12 = Function Key এবং Shift, Ctrl,
Alt = Modifier Key.
অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাঁচ তন্ত্র। দুটি ভিন্ন ঘনত্বের কাচের সমন্বয়ে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে এটি কাজ করে। টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলিভিশন ইত্যাদির আলোক সিগনালকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পাঠানো হয়।