আনুষাঙ্গিক
আনুষাঙ্গিক বানানের শুদ্ধ হলো আনুষঙ্গিক।
স্বপরিবার
স্বপরিবার = সপরিবারে
মুহুর্ত
মুহুর্ত = মুহূর্ত
স্বতস্ফুর্ত
স্বতস্ফুর্ত= স্বতঃস্ফূর্ত
পিপিলিকা
পিপিলিকা = পিপীলিকা
কবিগুরু
কবিদের গুরু=কবিগুরু; ষষ্ঠী তৎপুরুষ সমাস
উপজেলা
উপজেলা- জেলার সদৃশ; অব্যয়ীভাব সমাস
আমরা
আমরা – আমি, তুমি ও সে; নিত্য সমাস
আজকাল
আজকাল= আজ ও কাল; দ্বন্দ্ব সমাস
হাসিমুখ
হাসিমুখ- হাসি মাখা মুখ; মধ্যপদলোপী কর্মধারয় সমাস
এরিস্টটল বলেছেন, মানুষ মূলত একটি সামাজিক জীব। যারা সমাজে থাকে না তারা হয় ফেরেশতা না হয় পশু। ব্যক্তির চরিত্র গঠনে সমাজের মুখ্য ভূমিকা রয়েছে। আমরা সমাজ থেকে অভিজ্ঞতা সংগ্রহ করি। আমরা সমাজ ছাড়া বাঁচতে পারি না।
ক-অক্ষর গোমাংস
ক-অক্ষর গোমাংস(মূর্খ); রহিমের মতো ক-অক্ষর গোমাংস ব্যক্তির সাথে তর্ক করতে যেও না।
গৌরচন্দ্রিকা
গৌরচন্দ্রিকা (ভূমিকা) ; গৌরচন্দ্রিকা বাদ দিয়ে আসল কথা বল।
বকধার্মিক
বকধার্মিক (ভণ্ড); লোকটি সাধুর বেশ নিলেও আদতে সে একজন বকধার্মিক।
অরণ্যে রোদন
অরণ্যে রোদন (বৃথা চেষ্টা); কৃপণের কাছে চাঁদা দাবি করা অরণ্যে রোদনের নামান্তর মাত্র।
অকাল কুষ্মান্ড
অকাল কুষ্মান্ড (অপদার্থ): অপুর মতো অকাল কুষ্মান্ড দিয়ে কোন উন্নতি হবে না
A black sheep
A black sheep (কুলাঙ্গার): Everybody hates a black sheep.
Give in
Give in (হার মানা) = At last the Pak Army gave in.
At sea
At sea (বিভ্রান্ত) = I am at sea with the computer system
At he eleventh hour
At the eleventh hour ( শেষ মুহূর্তে): He did the task at the eleventh hour.
Make a day
Make a day (কাউকে খুশি করা) = Thank you for making my day.
Smart Bangladesh envisions a future where technology and innovation drive sustainable development.
The government is actively promoting Smart Bangladesh initiatives to digitize public services.
In a Smart Bangladesh, renewable energy sources play a significant role in reducing environmental impact.
The education sector is a key focus of the Smart Bangladesh agenda, with an emphasis on digital learning platforms.
The concept of Smart Bangladesh encompasses the use of smart cities and efficient urban planning.
Entrepreneurs are encouraged to innovate and create startups that contribute to Smart Bangladesh goals.
Smart Bangladesh initiatives aim to improve healthcare access through telemedicine and e-health solutions.
Investment in research and development is vital for achieving a Smart Bangladesh.
Civic engagement and transparency are central to the success of Smart Bangladesh governance.
Smart Bangladesh is not just a vision; it's a commitment to using technology for the betterment of society and the economy.
Bangladesh is our beloved motherland. We should all love this country. It is our sacred responsibility to improve the country with the highest talent and labor. Moreover, cooperation should be shown to each other. Otherwise we cannot dream of a happy and prosperous Bangladesh.
Who has break the glass?
Who has beoken the glass?
Have you go made?
Have you go made?
= Have you gone mad?
The rich is not always happy.
The rich are not always happy.
Cow is a useful animal.
Cow is a useful animal.
= The cow is a useful animal.
Please pay heed my words.
Please pay heed my word.
= Please pay heed to my word.
Horizontal
Horizontal = আনুভূমিক
Bankrupt
Bankrupt = দেউলিয়া হওয়া
Obligatory
Obligatory = বাধ্যতামূলক
Ordinance
Ordinance = আদেশনামা
Shorthand
Shorthand = শর্টহ্যান্ড / দ্রুতলিখন পদ্ধতি
2a (x-y) + 4b( x - y)
= (x-y) (2a+4b)
দেওয়া আছে, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৫৪০ মিটার দৈর্ঘ্য ২৭ মিটার
সুতরাং প্রন্থ = =২০ মিটার
আমরা জানি, ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
সুতরাং গ্রন্থ ২০ মিটার - ৩৯.৩৭ × ২০ ইঞ্চি = ৭৮৭.৪ ইঞ্চি
শহরটির বর্তমান জনসংখ্যা, P = ৬০,০০,০০০
জনসংখ্যা বৃদ্ধির হার = ২.৫%
সময় n= ২ বছর।
এখানে, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য।
বিপ্রতীপ কোণ
দুটি সরলরেখা যদি পরস্পর পরস্পরকে ছেদ করে বা একটি অপরটির উপর দণ্ডায়মান অবস্থায় থাকে তবে দুই জোড়া বিপরীত দিকে কোণ উৎপন্ন হয় তাদের বিপ্রতীপ কোণ বলে।
সামন্তরিক
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
ট্রাপিজিয়াম
যে চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে।
ষড়ভুজ
যে ক্ষেত্র ছয়টি বাহুদ্বারা সীমাবদ্ধ তাকে ষড়ভূজ বলে।
সমকোণী ত্রিভূজ
যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রী এবং অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে।
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য=১০০-৮=৯২
৮% লাভে বিক্রয়মূল্য=১০০+৮=১০৮
বিক্রয়মূল্যের পার্থক্য=১০৮-৯২=১৬
বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৬ টাকা
বিক্রয়মূল্য ৮০০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০*৮০০০/১৬ টাকা=৫০০০০টাকা
রাজশাহী অঞ্চলের লোকসংগীত গম্ভীরা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রস্তাবনার মতো মূল সংবিধানও সাধু ভাষায় লিখিত এবং এতে এগারো ভাগে মোট ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে।
সেপ্টেম্বর অন যশোর রোড (ইংরেজি ভাষায়: September on Jessore Road) বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল।
উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ড।
ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (IEC)
International Electrotechnical Commission
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)
(ইংরেজি: Bangladesh Standards and Testing Institution)
The Rape of Bangladesh - Anthony Mascarenhas এর লেখা।
'আমার দেখা নয়াচীন' বইটির লেখক শেখ মুজিবুর রহমান।
১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন করেন।
রেম একটি Volatile Memory. রম হল Non-Volatile Memory. এটি অস্থায়ী সংরক্ষণ মাধ্যম। এটি স্থায়ী সংরক্ষণ মাধ্যম। RAM এর মধ্যে থাকা তথ্য পড়া, লেখা ও মুছে দেওয়া যায়। ROM এর মধ্যে থাকা ডাটা শুধু মাত্র পড়া যায় পরিবর্তন বা মুছে দেওয়া যায়না।
HTTP- Hypertext Transfer Protocol।
যে সব যন্ত্রাংশের মাধ্যমে এক জন ব্যবহারকারী কম্পিউটারে তথ্য ঢোকাতে পারেন ও কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন, সেগুলিকে বলে ইনপুট ডিভাইস। যেমন, কি বোর্ড, মাউস, অপটিকাল ক্যারেকটার রিডার (ও সি আর), ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেকটার রিডার (এম আই সি আর) ইত্যাদি।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বা বৈশ্বিক লক্ষ্যগুলি হলো ১৭টি আন্তঃসংযুক্ত বৈশ্বিক লক্ষ্যগুলির একটি সংগ্রহ যা "সকলের জন্য একটি ভালো এবং আরও টেকসই ভবিষ্যৎ অর্জনের পরিকল্পনা হিসাবে তৈরি করা হয়েছে। জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং “টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা” হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করেছে।
২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার।
প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক। তার ছদ্মনাম বীরবল
অমিত ও লাবণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতার দুটি চরিত্র।
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
বর্তমানে বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্যের সংখ্যা মোট ১৭টি।
BIM এর পূর্ণরূপ হলো - Bangladesh Institute of Management.