মান নির্ণয় কর:
a+b = 3, (a-b) = 2, ab = 5 হলে (a2 -b2) + (a2 +b2) এর মান কত হবে?
শ্যামল দোকান থেকে কিছু কলম কিনল। সেগুলোর ২৫ অংশ তার বোনকে এবং ১৩ তার ভাইকে দিল। তার কাছে ৪টি কলম অবশিষ্ট রইল। শ্যামল কয়টি কলম কিনেছিল?
একটি নৌকা স্থির পানিতে ঘণ্টায় ৬ কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে ৬ কিলোমিটার যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে ৫০ কিলোমিটার যেতে কত সময় লাগবে?
আরমিনা খাতুন তার পারিবারিক প্রয়োজনে ৬% হারে x টাকা এবং ৪% হারে y টাকা ঋণ নিলেন। তিনি মোট ৫৬,০০০ টাকা ঋণ নিলেন এবং বছর শেষে ২,৮৪০ টাকা মুনাফা পরিশোধ করলেন। x এবং y এর মান নির্ণয় করুন ।