একটি নৌকা স্থির পানিতে ঘণ্টায় ৬ কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে ৬ কিলোমিটার যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে ৫০ কিলোমিটার যেতে কত সময় লাগবে?
x2-3=22 হলে x4+1x4 এর মান কত?
3x2+x-10
24x3 – 81y3 এর উৎপাদকে বিশ্লেষণ করুন ।
পিতা পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৩:১। পুত্রের বর্তমান বয়স কত?
a+1a=7 হলে, a3+1a3 এর মান কত?