আনুষাঙ্গিক
আনুষাঙ্গিক বানানের শুদ্ধ হলো আনুষঙ্গিক।
স্বপরিবার
স্বপরিবার = সপরিবারে
মুহুর্ত
মুহুর্ত = মুহূর্ত
স্বতস্ফুর্ত
স্বতস্ফুর্ত= স্বতঃস্ফূর্ত
পিপিলিকা
পিপিলিকা = পিপীলিকা
কবিগুরু
কবিদের গুরু=কবিগুরু; ষষ্ঠী তৎপুরুষ সমাস
উপজেলা
উপজেলা- জেলার সদৃশ; অব্যয়ীভাব সমাস
আমরা
আমরা – আমি, তুমি ও সে; নিত্য সমাস
আজকাল
আজকাল= আজ ও কাল; দ্বন্দ্ব সমাস
হাসিমুখ
হাসিমুখ- হাসি মাখা মুখ; মধ্যপদলোপী কর্মধারয় সমাস
এরিস্টটল বলেছেন, মানুষ মূলত একটি সামাজিক জীব। যারা সমাজে থাকে না তারা হয় ফেরেশতা না হয় পশু। ব্যক্তির চরিত্র গঠনে সমাজের মুখ্য ভূমিকা রয়েছে। আমরা সমাজ থেকে অভিজ্ঞতা সংগ্রহ করি। আমরা সমাজ ছাড়া বাঁচতে পারি না।
ক-অক্ষর গোমাংস
ক-অক্ষর গোমাংস(মূর্খ); রহিমের মতো ক-অক্ষর গোমাংস ব্যক্তির সাথে তর্ক করতে যেও না।
গৌরচন্দ্রিকা
গৌরচন্দ্রিকা (ভূমিকা) ; গৌরচন্দ্রিকা বাদ দিয়ে আসল কথা বল।
বকধার্মিক
বকধার্মিক (ভণ্ড); লোকটি সাধুর বেশ নিলেও আদতে সে একজন বকধার্মিক।
অরণ্যে রোদন
অরণ্যে রোদন (বৃথা চেষ্টা); কৃপণের কাছে চাঁদা দাবি করা অরণ্যে রোদনের নামান্তর মাত্র।
অকাল কুষ্মান্ড
অকাল কুষ্মান্ড (অপদার্থ): অপুর মতো অকাল কুষ্মান্ড দিয়ে কোন উন্নতি হবে না